Ki karone bnpto nirbachone giyachilo Jatiya party vag kore nirbachone niye giyache bnp ar aoyamilig ersad nirbachone jabena ki kora Hoyechilo tokhonto keu tar pokhkhe mathe namenni
সমস্যাটা হল: আন্দলনের সময় বলা হয়েছিলো যে প্রতিটা ছাত্র ছাত্রিই সমন্বয়ক। এজন্যই এই সমস্যাটা হচ্ছে। আইন শৃংখলা বাহিনিকেই এগুলো সমাধান করতে হবে বলে মনে করছি।
👍 রুমিন ফারহানা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন 🙋 সরকারের উচিত এই দিকে নজর দেওয়া স্বাধীনতার কথা বলার জন্য মানুষ যুদ্ধ করল এখন কণ্ঠ রোধ করবার জন্য টিভি চ্যানেলে চলে আসলো।
আপনাদের সমন্বয়েকের পরিধি বাড়ান, প্রধান সমন্বয় ১০ জন রাখবেন, আর প্রধান সমন্বয়েকের সমন্বয়ক হিসেবে 200 জন আর কমপক্ষে 200 জনের একটা প্যানেল করেন সদস্য, প্রত্যেক ইউনিভার্সিটি প্রত্যেক থানায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামের এইভাবে সমন্বয়ক তৈরি করেন
আমাদের আবার সবাইকে একএ থাকতে হবে, এবার যেন সুষ্ট বৈষম্যহীন সমাজ গড়তে হবে, প্রয়োজনে প্রতিটি থানায় নতুন ১ জন করে প্রতিনিধি নিয়োগ দিতে হবে সে কোন বেতন ভাতা পাবে না, কিন্তুু সেই ব্যক্তি মূল সমন্নয়ক কমিটির সাথে যুক্ত থাকবে, যাতে প্রতিটি থানা মূল সমন্নয়ক সব সময় সব বিষয় অবগত থাকে নিরপেক্ষতা ১০০% থাকে।।।।
আমরা স্বাধারন জনগন খুব, খুব ভাল আছি। আমরা চাই এদেশ সেনা ও ছাত্র সমাজ চালাবে। আমরা কারও বাবার দেশে, কারও স্বামীর দেশে থাকতে চাইনা। আমরা আমাদের দেশে থাকতে চাই।
চাঁদাবাজির ভিডিও করছে সাংবাদিক আর সাধারণ ছাত্ররা মারতে আসছে এটা হাস্যকর ছাড়া কিছুই নয়। রুমিন ফারাহানা তিনিও জানে এগুলো কারা এখন সাধারণ ছাত্রদের নাম দেয়। সমস্যা নাই বিএনপি তো ক্ষমতায় আসবে তখন দেখা যাবে চাঁদাবাজি করলে কাদের উপর নাম ভাঙ্গায়
যারাই চাঁদাবাজি করবে,ত্রাসের রাজত্ব কায়েম করবে তাদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকার এবং আইন শৃং্খলা রক্ষাকারী বাহিনীর। সরকার প্রয়োজন হলে সেনাবাহিনী তলব করবে তারপরেও ছাড় নয়।
রুমিন ফারহানা আপুকে অসংখ্য ধন্যবাদ সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য সত্যি সত্যি অহেতুক মামলা দিচ্ছে যাদের কোনো অপরাধ নাই তাদের নামে যা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত প্রতিহিংসার কারনে
আমি একজন বিএনপি ভালো অবস্থা ছিলাম। আমার অনেক পছন্দ হয়েছে তাজ রহমান সাহেব কথা গুলো।। আলাপ শেষ অবস্থা রুমি ফারহানা কথা গুলো মূল্য বান ছিল। এটাই বি এন পিকে শক্ত হাতে দমন করতে হবে।।।
আমরা তো ছাত্রদের থেকে বেশী উত্তেজনা দেখছি ব্যারিস্টার রুমিন ফারহা ম্যাম আপনাদের...! ছোটদের দোষ দেয়ার আছে আত্নসমালোচলা করেন অতীত থেকে বের হতে চায় বাংলাদেশের জনগণ।
বিএনপি নেতা কর্মি ভাইদেরকে ধৈর্য ধরতে হবে। যদি আপনারা জিয়ার প্রকৃত সৈনিক হন অবশ্যই তাকে মডেল মেনে রাজনীতি করবেন। এটা আমরা বিএনপি সমর্থক হিসাবে আপনাদের নিকট প্রত্যাশা করি। কোন প্রকার না সুচক কিছু করবেন না? সকল কে ধন্যবাদ।
এখন যে বর্তমান সময় এখনও সময় আছে বিএনপিকে বলেন এগুলা সব কিছু ভালোভাবে অ্যাকশন নিতে না হলে বাংলাদেশের আওয়ামী লীগের মত বিএনপির দেশের পালাতে হবে এটা 100% গ্যারান্টি
এই ছাত্র আন্দোলনের সময় ধরে যায় করছে এই পর্যন্ত যত টুকু প্রমাণ পাওয়া তাঁর পরে বলে এইটা কে দল থেকে বেইর করে দেবেন।আর রুমিন ফারহানা এখন ঐ কথাটা এরিযে গেল ধন্যবাদ
বিএনপি রাজনীতি ছেড়ে দিবে কিন্তু এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেনা, কেহ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বি এন পি এই জাতীয় কোন বিল পাশ করতে পারে?
আমাদের দেশের এখন নির্বাচনের আগে কিছু সংবিধান পরিবর্তন করার দরকার যেমন ১/আইনের ২/কোন ব্যক্তি বা সরকার দুই বারের পর সে আর নির্বাচন করতে পারবেনা আর কিছু জাগায় রাজনৈতিক চলবে না যেমন ১/খেলাধুলা ও বিনোদন বা সাংস্কৃতিক ২/ সাংবাদিক ৩/ শাসন প্রতিষ্ঠার ৪/প্রতেক নাগরিকদের কথা বলার স্বাধীনতা ৫ /জবাবদিহি ৬/ যেকোন সরকার বা মন্রী ও এমপি দুইবার নির্বচন করতে পারবে দুই বারের পর আর নির্বাচন করতে পারবেনা আর নির্বাচনের পর তাদের পরিবারে কেউ বাহিরে দেশে বসবাস করতে পারবে না ইত্যাদি এগুলো পরিবর্তন করলেই দেশ তাড়াতাড়ি উন্নত হবে আমি একজন সাধারণ মানুষ হিসাবে বললাম
এই দেশে প্রায় দুই হাজার মানুষের বিপরীতে একজন পুলিশ নিরাপত্তার জন্য রয়েছে । পুলিশের সংখ্যা দুইশো মানুষের জন্য একজন হওয়া উচিত । দেশের জনসংখ্যার হিসাব অনুযায়ী প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের সাথে একটি করে থানা সংযুক্ত করা উচিত ।