মাছগুলো টাটকা, দাম লিখে দেয়ায় ভালো লাগলো, চাষের/নদীর/বিলের/ইন্ডিয়ান/বার্মিজ মাছ ,এমন বিষয়গুলো ও তুলে ধরলে উপকৃত হবো আমরা। ছবির মাছ দেখে বোঝার উপায় নেই কত ওজন কোনো কোনো মাছের রুই, তেলাপিয়l, কই মাছ দাম ও কেজি তে কয় টা হতে পরে ?
১০ কেজি ওজনের দেশি প্রজাতির তাজা কাতলা মাছগুলো আপাতত পাবেন না। যেগুলো পাবেন সেগুলো হচ্ছে ভারতীয় কাতলা মাছ। আর বিশেষ কিছু কারণবশত বিক্রেতাদের ফোন নাম্বার দিতে পারছিনা সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।