আসমানী গযব ছাড়া বাংলাদেশ পুলিশ ভালো হওয়ার আর কোনো সম্ভবনা নেই !আমার একটা ভাবনা ছিলো যে হয়তো এবার একটা পরিবর্তন আসবে বাট আমি আসাহত এবার এই বাহিনীকে আল্লাহর কাছে সোপর্দ করলাম.
আমার বাবাও এই রকম মামলার শিকার হয়ে আজ বাড়ি ছাড়ল।আওয়ামী লীগ করলেও এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার,সৎ থাকার কারনে আওয়ামী লীগের পতন হলেও সে এলাকায় স্বাভাবিক জীবন যাপন করেছে।কিন্তু,গতকাল আমাদের এলাকার এক কুচক্রী লোক,যে কিনা বিভিন্ন সময়ে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিত,এমনকি আরো অনেক অনৈতিক কাজ করার কারনে এলাকায় থাকতে পারতো না।তার ইন্ধনে, আমার বাবার নামে মামলা করা হয়েছে।আর আজকে সে বাড়ি ছেড়ে আত্নগোপনে গেলো। অথচ,তার ছেলে হয়েও আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি।আর তিনি আমাকে একবারো বাধা প্রদান করেনি।
এ হয়রানিমূলক মামলা সারা বাংলাদেশের জিতেছে নিরীহ মানুষদের আসামি করায় প্রকৃত দোষীরা পার পেয়ে যাবে পানিরও অপরাধীরা জেল থাকবে হয়রানি হবে এতে বৈষম্য তৈরি হবে