দোষী আনসারদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক। ছাত্রদের গায়ে হাত দেওয়ার মতো এতো বড় সাহস পেলো কোথায়। যতো সব দাবি , সবার এখন মনে পড়ছে ,গত ১৫ বছর এই সব দাবি কোথায় ছিলো।
🤲🤲🤲কুনুত-ই-নাযেলা🤲🤲🤲 "اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْمَنْ هَدَيْتَ، وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَ، وَقِنِيْ شَرَّمَا قْضَيْتَ؛ إِنَّكَ تَقْضِىْ وَلاَ يُقْضَى عَلَيْكَ، وَإنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَّالَيْتَ، وَلاَ يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ" আল্লা-হুম্মাহদিনী ফীমান হাদাইতা ওয়া ‘আ-ফিনী ফীমান ‘আ-ফাইতা ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা ওয়াবা-রিক লী ফীমা আ‘ত্বাইতা ওয়াক্বিনী শাররা মা ক্বাদাইতা ফাইন্নাকা তাক্ব্দ্বী ওয়ালা ইউক্ব্দ্বা ‘আলাইকা। ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মাও ওয়া-লাইতা, ওয়ালা ইয়া‘ইয্যু মান ‘আ-দাইতা। তাবা-রক্তা রব্বানা ওয়া তা‘আ-লাইতা) “হে আল্লাহ! আপনি যাদেরকে সুখদায়ক সৎ পথ প্রকৃত ইসলামের অনুগামী করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি যাদেরকে সুখশান্তিপূর্ণ মঙ্গলময় জীবন প্রদান করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি যাদেরকে সর্ব প্রকার কল্যাণ প্রদানের সহিত সাহায্য করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি আমাকে যে সমস্ত মঙ্গলদায়ক জিনিস প্রদান করেছেন, সেগুলিকে আমার জন্য অধিকতর মঙ্গলদায়ক করুন। আপনি যে ফয়সালা করেছেন, তার অমঙ্গল হতে আমাকে রক্ষা করুন। কেননা সব জগতের সঠিক পরিচালনার জন্য যে ফয়সালা আপনি করেছেন, সেটাই সঠিক ফয়সালা। তাই আপনার ফয়সালার উপরে আর কোনো প্রকারের সঠিক ফয়সালা নেই। আপনি যাকে ভালো বাসবেন, সে কোনো দিন অপমানিত হতে পারে না। আর আপনি যার জন্য অমঙ্গল নির্ধারণ করবেন, সে কোনো দিন শক্তিশালী হতে পারবে না। হে আমাদের প্রতিপালক! আপনি মহাকল্যাণময় এবং মহামহিমান্বিত”। (সুনানে আবু দাউদ হাদিস নাম্বারঃ১৪২৫) দোয়াটি একইসাথে দু’আ-ই- কুনুত এবং কুনুত-ই-নাযেলা হিসাবে পড়া যায়। حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ، قَالَا حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، قَالَ : قَالَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ رضى الله عنهما عَلَّمَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الْوِتْرِ، قَالَ ابْنُ جَوَّاسٍ فِي قُنُوتِ الْوِتْرِ " اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ " . আবুল হাওরা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আল-হাসান ইবনু ‘আলী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কতগুলো বাক্য শিখিয়েছেন, যা আমি বিতর সালাতে পাঠ করে থাকি। তা হলোঃ "اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْمَنْ هَدَيْتَ، وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَ، وَقِنِيْ شَرَّمَا قْضَيْتَ؛ إِنَّكَ تَقْضِىْ وَلاَ يُقْضَى عَلَيْكَ، وَإنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَّالَيْتَ، وَلاَ يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ". অর্থ: “হে আল্লাহ! আপনি যাদেরকে সুখদায়ক সৎ পথ প্রকৃত ইসলামের অনুগামী করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি যাদেরকে সুখশান্তিপূর্ণ মঙ্গলময় জীবন প্রদান করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি যাদেরকে সর্ব প্রকার কল্যাণ প্রদানের সহিত সাহায্য করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি আমাকে যে সমস্ত মঙ্গলদায়ক জিনিস প্রদান করেছেন, সেগুলিকে আমার জন্য অধিকতর মঙ্গলদায়ক করুন। আপনি যে ফয়সালা করেছেন, তার অমঙ্গল হতে আমাকে রক্ষা করুন। কেননা সব জগতের সঠিক পরিচালনার জন্য যে ফয়সালা আপনি করেছেন, সেটাই সঠিক ফয়সালা। তাই আপনার ফয়সালার উপরে আর কোনো প্রকারের সঠিক ফয়সালা নেই। আপনি যাকে ভালো বাসবেন, সে কোনো দিন অপমানিত হতে পারে না। আর আপনি যার জন্য অমঙ্গল নির্ধারণ করবেন, সে কোনো দিন শক্তিশালী হতে পারবে না। হে আমাদের প্রতিপালক! আপনি মহাকল্যাণময় এবং মহামহিমান্বিত”। ‘‘আল্লাহুম্মাহদিনী ফীমান হাদাইতা ওয়া‘আ-ফিনী ফীমান ‘আ-ফাইতা ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা ওয়া বা-রিক লী ফীমা আ‘তাইতা ওয়াক্বিনী শাররা মা ক্বাদাইতা, ইন্নাকা তাক্বদী ওয়ালা ইউকদা ‘আলাইকা ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়ালা ইয়াইয্যু মান ‘আ-দাইতা তাবা-রাকতা রববানা ওয়া তা‘আলাইতা।’’ play.google.com/store/apps/details?id=com.tos.namajtime
🌿জমিন আল্লাহর 🥰 শাসন চলবে কোরআনের 🌿 🌿এই বাংলাদেশ সকল ধর্মের 🥰ইনশাআল্লাহ, হুকুমাত চলবে ইসলামের 🌿 یٰۤاَیُّہَا النَّاسُ اعۡبُدُوۡا رَبَّکُمُ الَّذِیۡ خَلَقَکُمۡ وَالَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ۙ (আল বাকারা-২১) মুফতী তাকী উসমানী হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত কর, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে, যাতে তোমরা মুত্তাকী হয়ে যাও।
যারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে তাদের পক্ষে সব যায়গা খুঁজে পাওয়া কিছুটা সমস্যার। আপনারা যারা সাংবাদিক আছেন তারা সমন্বয় কারীদের সহযোগিতা করলে এই সমস্যা সমাধান করা সম্ভব।
তাদের দাবি যদি হত তাহলে ছাত্র দের উপর হামলা করল কেন ছাত্ররা বন্যার মানুষের জন্য দিনরাত পরিশ্রম করছেন জনগণের পহ্মে কথা বলছেন তাহলে তাদের উপর হামলা কেন জবাব চাই জনগণ
বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে অনুরোধ করছি আপনারা পথে আসেন যা কিছু করছেন আল্লাহ তায়ালাই করছেন যা কিছু করবেন আল্লাহ তালাই করেন আল্লাহ তাআলার উপর ভরসা করা আমাদের সবারই 🇧🇩💚🎋
ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলছি আপনাদের ত্রান রাখার জায়গা হচ্ছে না টাকার পরিমাণ অনেক আছে কিন্তু জলযানের অভাব তাই আপনারা অতি জরুরী নৌকা বানানোর অর্ডার দেন এবং বন্যা দুর্গত এলাকায় পাঠিয়ে দিন।
⚠️⚠️⚠️আমার নাম মো: জুয়েল,, পেশা ছাএ,,বাসা জয়পুরহাট,,, ⚠️⚠️⚠️মূল কথা হলো বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে একদল ছাএ গ্রপ এান তুলতেছে বন্যাত এলাকার জন্য,,😮আর যমুনা টেলিভিশনের নিউজ কেউ নাকি এান পাচ্ছে না,,তো এতো সাহায্য তোলা টাকা যাচ্ছে কই🤷♂️🤷♂️🤷♂️
সাংবাদিক আনিস ভাইয়ের প্রেজেন্টেশন ভালো লাগে না।হয় উনাকে ভালো প্রশিক্ষণ দেন না হয় অন্য সেকশনে দেন।এত তাড়াহুড়ো করেন কেন ভাই! অনন্ত জলিলের মত কথা প্যাচায় যায়
দেশের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের এখন সেই দায়িত্ব যদি ছাত্র জনতাকে পালন করতে হয় এটা কি কোন সঠিক সমাধান হবে গতকাল পুলিশ র্যাব কি করেছে সচিবালয়ে যে কেউ ঢুকে যাচ্ছে এটা কেমন কথা
আরে ইনু তো ওই যে হাসানুল হক মিনু না ওর বাড়িতে কুষ্টিয়া ও তো সব সময় কথা বলতো খালেদা জিয়ার বিরুদ্ধে ওর কোন আর কথাবার্তা ছিল না। আমার মনে হয় আর কোন লেখাপড়ায়ও করে ডরে নাই অনেকে বুয়েটের ছাত্র ছিল। কেন আমি বহুৎ বছর আগে কুষ্টিয়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর ছিলাম তো তোর ইতিহাস জানি। ও কাজ কাম করতো না ওর বউকে একটা চাকরি করতো মোর বেতন দিয়ে চলতো আরকি। পরবর্তীতে নৌকা মার্কায় ভর করিয়া এমপি হয়েছে এবার মন্ত্রীও হয়েছে এই আর কি ওর জীবনের লাভ ওর বয়স তো কম হয় নাই 75 76 বছর হয়েছে। চেহারা চেহারা তো ভালোই আছো
নুরুল হক নুর কেন একমাসের কথা বললেন? কমপক্ষে দু বছর পর দাবি দাওয়া পুরনের সিদ্ধান্ত নিবেন উপদেষ্টা পরিষদ সোজা সাফটা কথা। গত মাসে হাসিনার কাছে এসব দাবি নিয়ে আনদোলন করেনি কেন??