গান যে অসম্ভব ভালো গায় 'নোবেল', সেটা আজ আর কারোরই অজানা নয়। আমার কাছে গানের পাশাপাশি নোবেলের সহজ-সরল আচরণ এবং রসবোধ সম্পন্ন মজার কথাবার্তা খুবই ভালো লাগে। এই সাক্ষাৎকারের আরও উল্খেযোগ্য কিছু অংশ এখানে নেই। যদিও আমার দৃষ্টিতে সেই কথোপকথন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেখানে নোবেলের ধর্ম সচেতনতার পরিচয় পাওয়া যায়। আমি লক্ষ্য করেছি, আমার বয়সী (পঞ্চাশোর্ধ) নোবেল-ভক্তের সংখ্যা অনেক বেশী। অবশ্যই সেটা কেবলমাত্র গানের জন্যেই নয়, একজন মানুষ নোবেলের সব ধরনের গুণাবলীর কারণে। নোবেলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। দোয়া রইলো।
Life is very unpredictable. So there is no way to tell what will happen next.Have we ever thought that (Mainul Ahsan Noble -Nobleman)vaiya will change so much???😢 Pray until the situation changes. Miracles happen every day,so never stop believing.Allah can Change things very quickly... True words...😊 Shobai ektu dhorjo dhorun....Noble vaiyar pashe thakun...vaiyar jonno doya korun...vaiya thik shudhre jabe...shob thik hoye jabe... Allah amader shobar doya firiye diben na...🙁🤗
হ্যা এই গানটা সত্যিই আমাদের স্বাধীনদেশকে সম্পূর্ণ ভাবে প্রকাশ করে কিন্তু এটা নরম সুরে কি ভালো লাগবে যেভাবে আমাদের জাতীয় সংগীত গাওয়া হয়। জাতীয় সংগীত গাওয়ার সময় যেমন একটা আন্তরিক ভালোবাসা আবেগ তৈরি হয় এটা মনে হয় হবে না।
তোমার মধ্যে গুন অবশ্যই আছে মিথ্যা কথা বলবো না , কারন নিজে আমি সঙ্গীত এর একজন শিক্ষার্থী তো একজন শিল্পীর যদি গুন থাকে তো অবশ্যই সেটা স্বীকার করতে আমি রাজি আছি,কিন্তু তোমার অহংকার এর জন্য তোমার বদনামটা অনেক বেশি।