Тёмный
No video :(

সালফক্স (এসিআই ক্রপ কেয়ার এর একটি যুগান্তকারী আবিষ্কার) 

ACI Digital Learning
Подписаться 12 тыс.
Просмотров 51 тыс.
50% 1

সালফক্স ৮০ ডব্লিউ ডি জি জমিতে সালফারের ঘাটতি পূরণ ও মাকড় দমন করে।
কার্যকরী উপাদান : সালফার ৮০ %
অভাবজনিত লক্ষণ :
সালফার ও নাইট্রোজেনের ঘাটতি জনিত লক্ষণ দেখতে একই রকম হলেও সালফারের ঘাটতি জনিত লক্ষণ গাছের কচি পাতায় দেখা যায় কিন্ত বয়স্ক পাতা সবুজ থাকে।
প্রাথমিকভাবে ধান গাছের পত্রখোল হলুদাভ বর্ণ ধারণ করে পর্যায়ক্রমে এই লক্ষণ পত্র ফলকে পরিলক্ষিত হয়।
কুশি অবস্থায় সমস্ত গাছ ক্লোরোফিল বিহীন অর্থাৎ হলুদ হয়ে যায় ফলে গাছের খাদ্য উৎপাদন ব্যাহত হয়। পরিণামে গাছের উচ্চতা এবং কুশীর সংখ্যা কমে যায়। খাটো ছড়া বের হয়, চিটা বেশি হয় এবং ছড়ায় দানার সংখ্যা কমে যায়। সর্বোপরি ফলন কম হয়।
ব্যবহারের সুবিধা :
সালফক্স ব্যবহারে ধানের পাতা চওড়া হয়, কুশির পরিমান বৃদ্ধি পায় এবং চিটার সংখ্যা কম হয় সর্বোপরী ফলন বেশি হয়।
সালোক সংস্লেশন প্রক্রিয়ার মৌলিক উপাদান ক্লোরোফিল গঠনে সহায়তা করে।
গাছ কতৃক নাইট্রোজেন ও ফসফরাস সহজে গ্রহণ ও হজম করে।
সালফক্স প্রয়োগের ২ ঘন্টার মধ্যে সুক্ষ সালফক্স কণা দ্রুত পাতা ও মূলের মাধ্যমে উদ্ভিদ দেহে প্রবেশ করে।
গাছের মূল বৃদ্ধিতে সাহায্য করে।
প্রয়োগ পদ্ধতিঃ
গাছ চারা থাকা অবস্থায় অন্য সারের সাথে মিশিয়ে ছিটিয়ে অথবা পানির সাথে মিশিয়ে স্প্রে করা যাবে।
গাছ বাড়ন্ত অবস্থায় ও ব্যবহার করা যাবে।
প্রয়োগমাত্রা : ধানে প্রতি একরে ৩ কেজি করে।
নিচে বিঘা প্রতি অন্যান্য ফসলের প্রয়োগমাত্রা দেখুনঃ
ফসল
বালাই
অনুমোদিত মাত্রা (বিঘা প্রতি)
ধান, গম, ভুট্টা আলু, পিঁয়াজ, সরিষা
সালফারের ঘাটতি
১ কেজি
চা
মাকড়
৫০০ গ্রাম
লাউ, কুমড়া, শশা, ঝিংগা, চিচিঙ্গা, করলা, পটল, কাকরোল, ক্ষীরা ও তরমুজ
পাউডারী মিলডিউ
৫০০ গ্রাম
Sulfox 80 WDG- সালফক্স ৮০ ডব্লিউ ডি জি
সালফার (গন্ধক) ৮০%
Tk. 42﹒00
পরিমাণ
১০০ গ্রাম
৫০০ গ্রাম
১ কেজি
২ কেজি
ট্যাগসমূহ : সালফক্স, Sulfox 80 WDG, ACI Sulfox, এ সি আই সালফক্স

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
Далее
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 112 тыс.