Тёмный

সালফার সারের কাজ ও কিভাবে ব্যবহার করবো। সালফার সারের অভাবজনিত লক্ষন। how to use sulphur।  

Agriculture Helper Bengali
Подписаться 21 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@mdraihankabir1420
@mdraihankabir1420 Месяц назад
আসসালামুয়ালাইকুম, ভাই আমার মরিচের চারার বয়স ২১ দিন, একই জমিতে কিছু গাছ মারা যাওয়ার কারণে ৬০০ গাছ তিন দিন আগে নতুন করে লাগিয়েছি, ছত্রাকের জন্য ইমিটাফ কীটনাশক আনছি, এখন ইমিটাফ দেবো নাকি সালফার আগে দিব, আর দিলেও কি সব গাছে দেয়া যাবে কিনা, দয়া করে জানালে খুব খুশি হতাম
@agriculturehelparbengali
@agriculturehelparbengali Месяц назад
🙏 নমস্কার স্যার বলছে আপনি যেভাবে প্রশ্নটি করেছেন বুঝতে একটু অসুবিধা হচ্ছে বটে। যাইহোক আমি যতটা বুঝতে পেরেছি তার উপরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি বলছেন আপনার গাছ লাগানোর পরে মারা গেছে তো এটি কি কারণে মারা গেছে সেটি আপনি বলেন নি। যাইহোক যদি গোড়া পচা লাগা বা গোরা শুকিয়ে যাওয়া এইরকম সমস্যা গুলো দেখেন বা চারা লাগানোর পর সবার প্রথম যেটি আমাদের করতে হয় সেটি হচ্ছে শিকড়ের ওষুধ এবং একটি ছত্রাকনাশক আমাদের দিতে হয় গাছের গোড়ায় সে ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন থাইফেনাইড মিথাইল টেকনিক্যালের অর্থাৎ বাজার চলতে যেমন রোকো এটিকে ব্যবহার করবেন এর সাথে হিউমিক পালভিক অ্যাসিড এটিকে ব্যবহার করবেন এই তিনটিকে মিশিয়ে আপনার গাছের গোড়ায় স্প্রে করবেন। এটি আপনার পুরনো গাছের বা নতুন যে চা লাগিয়েছেন সে গাছেও স্প্রে করতে পারেন অর্থাৎ সব গাছে আপনি স্প্রে করতে পারেন। নাম্বার টু হল এনিতাপ হচ্ছে আপনার ছত্রাক নাশক নয় এটি একটি কীটনাশক এটি আপনার থিপস সাদামাছি জেসিড এই ধরনের কিটেদের রোধ করে যার ফলে আপনার গাছের পাতা কোকড়ানোর হাত থেকে রক্ষা পায়। এবার হচ্ছে সালফার এটা কি আপনি ব্যবহার করবেন যখন আপনার গাছ মোটামুটি ৩০ দিন বয়স হবে তখন ব্যবহার করলেই ভালো হয়। অর্থাৎ গাছ যখন মাটির থেকে খাবার নিতে শুরু করবে সেই সময় আমাদের ব্যবহার করতে হবে এর সাধারণত দুটি কাজ একটি ছত্রাক দমন করা এবং আরেকটি হলো গাছের কিন্তু একটি খাদ্য এই সালফার যার ফলে গাছের পাতা সবুজ গাছের গ্রোথ ভালো হয় এবং পরবর্তীতে ফলন ভালো হয় আশা করি আপনার উত্তরটা হয়তো দিতে পারলাম।
@mdraihankabir1420
@mdraihankabir1420 Месяц назад
@@agriculturehelparbengali আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেয়ার জন্য,
Далее
СТАЛ КВАДРОБЕРОМ
00:34
Просмотров 112 тыс.