Ami voktar portal a ovijog diyechilm, Amar ovijog Tara kharij kore diyechilen, tokhon vabchilam er bishoye Kono podokkhep nebe na, Tobe ajker ei ovijan dekhe Valo laglo
ভোক্তা অধিকার কর্মকর্তাকে ধন্যবাদ। আপনি একটু ভালো করে খোঁজ নিলে জানতে পারবেন। বাংলাদেশে একমাত্র সিগারেট কম্পানিগুলো MRP তে সিগারেট বিক্রি করে। যদি আপনারা এই তথ্য বের করতে পারেন তাহলে আপনাদের মাধ্যমে আরও রেভিনিও জমা হবে সরকারের ঘড়ে।
ফুটপাতে অহরহ মানুষ ১৮ টাকা প্রতি পিস বেনসন কিনতে বাধ্য করা হয়। এই বিষয়ে মনে হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ডিলারদেরও কারসাজি আছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ ডিলারদের অফিসে গিয়ে প্রতিদিনের বিক্রির লেজার বই অনুসন্ধান করলে সিগারেটের দামের গোপন রহস্য সব বেরিয়ে আসবে। এই সেক্টরে প্রতিদিন কোটি কোটি টাকা সাধারণ মানুষের পকেট কেটে নিয়ে যায়।
বেনসন সিগারেট প্যাকেটের গায়ে ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা আছে ১৬'২০ পয়সা।অথচ খুচরা পর্যায়ে ১ টি সিগারেটের দাম নিচ্ছে ১৮ টাকা।তার মানে প্যাকেট মূল্য থেকে প্রতিটি সিগারেটে ১ টাকা ৮০ পয়সা বেশি নিচ্ছে।অথচ ভোক্তা অধিকার কখনওই এ বিষয়টি আমলে নেন নি।নিয়ম হলো প্যাকেটের গায়ে মুদ্রিত এম,আর,পি ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য।এর বেশি নিলেই আইনত দন্ডনিয় অপরাধ।বিষয়টি ভোক্তা অধিকার কতৃপক্ষ কে সিরিয়াসলি দেখার জন্য অনুরোধ করছি।
এর জন্য দায়ী সিগারেট কোম্পানিগুলো। তারা প্যাকেটের গায়ে উল্লেখ থাকা মূল্যে বিক্রেতার কাছে বিক্রি করে। বিক্রেতারা সেটা আরো বেশি মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে। ভোক্তা অধিকারের কর্মকর্তারা সব জেনেও না জানার ভান করছেন। সাধারণ বিক্রেতাদের দোষারোপ করাটা অমূলক।
স্যার সুপার শপে দাম যেটা মেশিনে স্কেন করে বের হয় ঔ টা দোকানদার ই সেট করে কোম্পানি থেকে না.....!!! কোম্পানি দাম প্যাকেটেই লিখে দেয়....!! বাহিরে প্যাকেটের দামেই কিনা যায়
আসসালামু আলাইকুম স্যার আপনারা দ্রব্যমূল্যর দাম কমানোর জন্য চেষ্টা করতেছেন কিন্তু তার ঠিক উল্টোটাই হচ্ছেদাম কমা তো দূরের কথা প্রতিটা জিনিস আরো আরো উচ্চ দামে কিনা লাগে
বিড়ি কে নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ এটা ভেজাল খাবার আপনারা হোটেলে গিয়ে অভিযান চালান হোটেলে ভালো খাবার দিয়েছে কিনা তাহলে বিরিত খারাপ খাবার এটাকে তো নিষিদ্ধ করে দেওয়া উচিত এটার দাম বাড়লে কি না বাড়লে কি
Shopno te ami Calci-pro milk power 400gm kinte giye silam Pag er gaye likha 490 taka Bill dite gelam tokhon 515 taka chayse... pore kininai.... bahire onno shop theke 490 taka diye kinsi.
Vai apnar age koto janina.dam barale khawa kome jabe kemne bujlen ?55tk Benson khawa suru korsi 1998 sal theke now 350 /360 Kore khaitesi so ki ans pailen je dam barale khawa kome na.😅
Benson per pkts MRP.360/ . If anyone buys 1 pkt, then Price Tk. 330-350/ . There are no rules anywhere. Minimum 5 Lac penalty should be imposed, please.