সঞ্চিতা, কি অপূর্ব পাঠ করেছো গল্পটা, সব পাঠেই যে তুমি তোমার সবটুকু পাঠের দক্ষতা উজাড় করে দাও, তাই তো এতো ভালো লাগে। এ যে আমাদের বয়সী মানুষেরই মন ছুঁয়ে যাওয়ার মতো কাহিনী। বয়স্ক এক দম্পতিকে দেখে অল্প বয়সী দম্পতির অনুভূতি। ❤️❤️❤️
আমাদের এই বয়সে সঙ্গীহীন হলে যে বেদনা অনুভূত হয় ত। তোমার পাঠের মধ্যে প্রকাশ হলো। অশ্রুসিক্ত চোখ। সদ্য পত্নীবিয়োগ বেদনাকে আরও ঘনীভূত করল। তুমি এই পরিস্থিতি ,তৈরি করতে পেরেছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বরদাকান্ত হয়ে জীবনে বেঁচে থাকা যে আনন্দ তারপরে একজনের চলে যাওয়া গল্পকার এত সুন্দর ভাবে প্রকাশ করেছেন তা তোমার বলার ভঙ্গিতে আরো বেশি সুস্পষ্ট হয়েছে। তোমাকে আমার অসংখ্য ভালোবাসা জানাই।