হুজুর - আপনার কথা অনুসারে আমার নতুন চক্ষু খুললো ইনশা আল্লাহ। বিনয়ের সহিত আপনার সাথে আমি একটি কথা যোগ করি; হযরত ইব্রাহিম আ: বলেছেন, মা সারা হল তার বোন, এজন্য মিশরের রাজা তারে হত্যা না করে বন্দি করেন; এবং মা সারাকে যখন দেখলো মহীয়সী নারী তাই তার ভাই হিসাবে ইব্রাহিম আ: ও হবে মহান ব্যক্তি তাই তার ভাই এর সাথে মিশরের রাজা তার মেয়ের সাথে বিয়ে দিল এবং বলে মহিয়সী নারী হিসাবে মা সারাকে যেন সেবা করেন। সমাপ্ত। শফিক জামিল. ১২/৩১/২০ বৃহস্পতিবার রাত্রি, নিউইয়র্ক।
জনাব আপনি সুরা বাকারার 41আয়াত এর সঠিক অর্থ ও তাফসির করলেন না জনাব কোরআনের আয়াতের তাফসির আগে কোরআনের অন্য আয়াত দিয়ে করতে হবে। এখন সুরাঃ বাকারা 41আয়াত 174 আয়াত ও সুরা ঃ মায়েদার 44 আয়াত সুরাঃ ইয়াসিনের 21 আয়াত সহ মোট 26 টি আয়াত আছে ।এই ছাব্বিসটি আয়াত অনুযায়ী যারা ধর্মের বানি প্রচার করে দুনিয়ার কোন সার্থ গ্রহণ করে তারা কোরআনের আদেশের পরিপন্থী কাজ করেন এবং তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি আযাব ।