এ রকম একটি তথ্যচিত্র ভারতবর্ষের ইতিহাসে একটি ভীষণ মূল্যবান সম্পদ!সুমন, আপনার এই ক্রমিক বিশ্লেষণ অসাধারণ!অপূর্ব!অভূতপূর্ব!সব মিলিয়ে বাংলাভাষায় দুষ্প্রাপ্যই বলা যায়। সমৃদ্ধ হলাম।আপনার প্রতি কৃতজ্ঞতা।
খুব সুন্দর উপস্থাপন। বাংলাদেশ থেকে ভালোবাসা জানাচ্ছি। ভারত-বাংলাদেশ মৈত্রী বিরাজ থাকুক। ইন্ধিরা গান্ধীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধুর বাংলাদেশ সব সময় ভারতের অকৃত্রিম বন্ধু। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
@নয়ন চ্যাটার্জি গত সপ্তাহে ভারতের বি এস এফ বাংলাদেশের সিমান্তে বি বাড়িয়াতে ঢুকে বাংলাদেশ রেলওয়ের কাজ বন্ধ করে দিয়েছে । প্রতি সপ্তাহে সিমান্তে বাংলাদেশী হত্যার খবর শুনি কালকেও দেখলাম দু সপ্তাহেও লাশগুলো পয্যন্ত ফেরত দেয় নি ভারত । ফেণী নদির পানি নিয়ে গেছে কিন্তু গত ৫০ বছরেও তিস্তার পানি দেয়নি । মমতা সাফ জানিয়ে দিয়েছে তিস্তার পানি দেবে না । রোহিঙ্গা ইস্যুতে পুরো বিশ্ব যখন বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে তখন ভারত বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে । এন আর সি এ করে ভারতের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে । এ থেকেই কি বোঝা যায় না যে ৭১ রে ভারত বাংলাদেশকে সাহায্য করতে এসেছিল নাকি পাকিস্তানকে সায়েস্তা করতে এসেছিল । কথায় কথায় বাংলাদেশ দখলের হুমকী দেয় ভারতীয় নেতারা বক্তব্য দেয় বাংলাদেশীরা নাকি ভারতের অনুপ্রবেশ করে । এত কিছুর পরও ভারত বাংলাদেশ মৈত্রী বিরাজ থাকুক বাহঃ বাহঃ সুদীর ভাই বাহঃ
ইন্দিরা গান্ধী ভারতের ইতিহাসে শ্রেষ্ঠ এবং বিচক্ষণ রাষ্ট্র প্রধান ছিলেন। আমি বাংলাদেশী,তখনকার সময়ের জন্য উনাকে ধন্যবাদ দেওয়া খুবই তুচ্ছ। নিপিড়ীত বাঙালীর জন্য উনার ভূমিকা ভাষায় প্রশংসা করে শেষ করা যাবে না।
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তৎকালীন ভারতীয় ফোর্স বাংলাদেশের স্বাধীনতার জন্য যে অবদান রেখেছিলেন তা ভুলবার মত নয়। সকল বাংলাদেশী জনগণে ইন্দ্রিরা গান্ধী এবং তৎকালীন ভারতীয় ফোর্সের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে। কিন্তু বর্তমান ভারতীয় পলিটিশিয়ানদের শাসনব্যবস্থার কারনে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক দূরত্ব তৈরি হচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে মার্ক টালি(টুলি) , এন্থনি মাসকারেনহান্স , সাইমন ড্রিংস , কিশোর পারেখ ইত্যাদি নাম যাঁরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী বা মুক্তিযোদ্ধা । তাদের গ্রেট এ্যান্ড রেড স্যাল্যুট। 🇧🇩🇮🇳🇵🇫
ইন্দিরা গান্ধী ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী l ওনার উচ্চতা এতটাই ছিল যে সবাই ওনার সামনে লিলিপুট l মুখে 56" ছাতিওয়ালা তো এইসব কল্পনাই করতে পারবেনা l ওর চামচা গুলো তো 56" ছাতিওয়ালা মানুষটাকে আদা বনের শিয়াল রাজা করেছে l তাতেই উনি ডগমগ l ইন্দিরা ছিল সুন্দরবনের রয়েল বেঙ্গল l যিনি সারাজীবন ওই ভাবেই দেশ কে নেতৃত্ব দিয়েছিলেন l যাকে আমেরিকার মত মহাশক্তিধর রাষ্ট্রও সমিহ করতে বাধ্য হয়ে ছিল l ওই 56"র মত বিদেশে গিয়ে ওই দেশের নির্বাচনে ওই দেশে কে রাষ্ট্রপতি হবে সেই নিয়ে প্রচার করত না l ওই 56" দেশের কলঙ্ক l
@@amitmallick4300 আর পোলাইন হাগু এসব কোন দেশের ওয়ার্ড? আপনি কি পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর বাংলা ভাষায় শিক্ষিত বাঙালি নাকি বাংলা দেশের নাকি গুজরাটি বাংলা ভাষায় দীক্ষিত যারা বলে পোদে ছাপ! 🤣