আমাদের দেশে বেশিরভাগ জনগনই যখন যেখানে সুযোগ পাচ্ছে কুড়ে কুড়ে খাচ্ছে এই দেশকে।কিন্তু প্রশাসন চাইলে অনেক কিছু করতে পারতো,তাদের দায়িত্বে অবহেলার জন্য সারাদেশে হচ্ছে অসংখ্য অনিয়ম। দেশ থেকে বন উজার হচ্ছে,পাহাড় কাটা হচ্ছে,নদীর বালু উত্তোলন হচ্ছে,নদী,খাল ভরাট করে বাড়ি হচ্ছে,রাস্তার ফুটপাত দখল হচ্ছে,সড়ক দখল করে ব্যাবসা হচ্ছে দেদারছে,সবই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। তবে আমরা কিভাবে বলি আমরা একটা সুস্বাশনে আছি???
এসবের জন্যে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই দ্বীপ টা আমাদের সম্পদ,তাই পুলিশ কর্মকর্তারা চাইলে এটা বন্ধ সম্ভব। তা না হলে এক সময় এই দ্বীপের জায়গা অনেক ছোট বা এক সময় সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে🖤💔
পরিবেশ অদিপ্তর কি করে তারা কেন আইনি পদক্ষেপ নিচ্ছে না, তারা তো ঠিকি সরকারের কাছ থেকে মাসে মাসে বেতন নিচ্ছে। তাদের দায়িত্বের অবহেলার জন্য এমন হচ্ছে বলে মনে করি।
কঠোর ভাবে ঘোষণা দেওয়া থাকবে , এখানে পাথরের সৌন্দর্য উপভোগ করা যাবে।। কোন হাত দেওয়া যাবে না, নেওয়া তো দূরের কথা। প্রশাসন কঠোর হলে অনেক কিছুই সম্ভব।। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।। যারা পাথর কেটে বাউন্ডারির কাজ করেছেন সেগুলি খুলে সাগরে ঢেলে দেওয়ার জন্য অনুরোধ করছি, সাগরের পাথর সাগরকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছি । এটা করা হলে কেউ আর পাথরে হাত দেবেনা।।
সেন্ট মার্টিনের বাসিন্দারা এতো দরিদ্রতার সাথেতো লড়াই করার কথা নয়? আমি মনে করি পর্যটন খাতের উন্নয়নে তাদেরকেঅংশীদার করে তাদের জীবন যাএার মান পরিবর্তন করে দেওয়া দরকার? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ হরিল যেন এই দরিদ্র জনগোষ্ঠীর দিকে সুনজর দান করেন।
রিপোর্ট করলেন কিন্তু কারা মূল হোতা ইনভেস্টিগেশন করে বের করতে পারলেন না, ইভেন পার্ক কতৃপক্ষের সাথে সাক্ষাতকার নিতে পারেন নাই, তরিগরি নিউজ করেন নাকি কাজে ফাকি দেন সাংবাদিক ভাই???
সরকারের রাগব বোয়ালরা যে এটা গিলে পেলতেছে সেটা দেখাও না কেনো..নিম্ন পরিবারে লোকেদের কাজের একটা সুযোগ দেন...দৃশ্যটা মানবতা মানুষ গুলোকে নাডিয়ে দিবে এটা প্রত্যাশা
Voyanok. Bangladesh e porjoton monttri sudu name ace .tar kno kajnai. Saint martin e ato tourist jai othoco oikhne rasta ghat e poriskar korar kno lok nai ... Plastic r nongra poriber othoco ai sagor par kto sundor
Very poor people and they need to live better life no one helping them They will stop if there is any other way to make money look like very poor quality of living here