এত বড় আনন্দের গান শাহ্ নুর শাহ্ ছাড়া আর কার? বন্ধু তোর লাগিয়া, কররে বন্ধু যা লই ছাড়াও বহুগান রয়েছে।আমার প্রিয় অনেক গান এই বাউলের হবে। সিলেট বাসীদের শুভেচ্ছা রইল।আমি লালন শাহের এলাকা চুয়াডাঙ্গার লোক। আমি,কায়কোবাদ রতন, চুয়াডাঙ্গা।
উনার পুত্র সন্তান পাননি এই তথ্য আপনারা কোথায় পেলেন? তাহলে মাজারের পাশে যে বংশধর রয়েছেন তাঁরা কে? সাধক-মহাজনদের সম্পর্কে কিছু বলা বা লিখার আগে সঠিক তথ্য সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। একটি ভুল হাজরো ভুলের জন্ম দেয়। তাই ভুল তথ্য তুলে না ধরার জন্য অনুরোধ করছি। আশা করি সংশোধন করবেন। ভালো থাকুন। ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা আমাদের ভিডিও টি দেখেছেন এবং কমেন্ট করেছেন। সৈয়দ শাহনুর উল্লেখ যোগ্য তিনটি বিয়ে করেন বলেই তার গানে তিনি নিজেই বলছেন তিনবার নুর পাগলে শরিয়ত করিলু দুনিয়ার উপরে কোন পূতরু না পাইলু দুনিয়ার উপরে মুই পুতরু না পাইলু সে কারনে পরার পুতের যতন করিলু।। তবে সৈয়দ শাহনুর মছু নামের এক বালক কে পালক পুত্র হিসাবে গ্রগ্রহণ করেছিলেন, কোনও এক কারনে শাহনুরের কাছ থেকে চলে গেলে তিনি খুব ব্যাথা পান।