আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই ভালো আছেন দোয়া করি দাদা ভালো থাকেন আল্লাহ যেন ভালো রাখে আপনাকে দাদা আমি একজন কুয়েত প্রবাসী আপনার ভিডিওটা অনেকবার দেখবার সুযোগ হয়েছে আমার সেকেন্ড এবং প্রতিটা মিনিট ভিডিওটা দেখলাম এ ধরনের ভিডিও আমি দেখিনা তবুও অনেক কিছু শিখলাম
আপনিও অনেক ভালো থাকবেন এছাড়াও প্রতিটি প্রবাসী বন্ধুদের প্রতিটি মুহূর্ত ভালো কাটুক। একটা কথা চির সত্য প্রবাসীদের ধন সম্পত্তি অর্থাৎ আর্থিক সুখ থাকলেও মানসিক সুখ থাকে না। তাছাড়া প্রতিটা প্রবাসী বন্ধুরা প্রবাসে থাকা কালীন ভাবে এবার বাড়িতে গিয়ে বাকি সময়টা পরিবারের সাথে কাটাবো এবং এমন কিছু একটা ব্যবসা শুরু করবো যাতে বাকি দিন গুলি অনায়াসে গুজারা হয়। এবং বেশিরভাগ বন্ধুদের হাতে বিদেশের টাকা থাকে। ভালো করে না বুঝে না শিখে অধিকাংশ প্রবাসী বন্ধুরা হাঁস মুরগি ছাগল গরু মাছ চাষ ইত্যাদি শুরু করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আর এই সুযোগের কাজে লাগান কিছু অসৎ ব্যবসায়িরা। আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন। আমার মনে হয় আরেকটি বড় সমস্যা প্রবাসী বন্ধুদের হয় যে দীর্ঘ দিন বিদেশে থাকার সুবাদে দেশে ফিরে খুব পরিশ্রমের কাজ করতে না পারার ফলে খামার ব্যবসাটির দিকে ঝোঁকে। এবং এখানেই ভুলটি করে বসেন। আমি সবাইকে বলি খামার করুন এবং উপার্জন করুন কিন্তু শুরুর আগে অবশ্যই তার বিষয়ে খুঁটিনাটি তথ্য গুলি জেনে নিলে পরবর্তীতে সমস্যা হবে না। আমি প্রবাসী না কিন্তু আমি নিজে ঝোঁকে পড়ে লোভের বসে না জেনে না বুঝে অনেক টাকা ইনকাম হবে ভেবে যেটুকু পুঁজি ছিল তাই দিয়ে আজ থেকে 4 বছর আগে খামার শুরু করি এবং প্রতিটি মুহূর্তে লসের সম্মুখীন হয়েছি। তার পরে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে নিয়মিত চর্চার মাধ্যমে এবং প্যাক্টিকালি করে বতর্মানে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। খামার ব্যবসাই লস খুব কম হয় যদি শিখে জেনে বুঝে করা যায়। খামার বিষয়ে এত কিছু বকবক করলাম হয়তো আপনার এই বিষয়টি প্রজোজ্য না তবুও মনের কথা গুলি বলতে পারলাম। উপর ওয়ালার কাছে আপনার জন্য প্রার্থনা করি ভালো থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন।🌷
সবথেকে লাভজনক হলো পিওর দেশি মুরগি পালন। কারন খাদ্য খরচ অনেক কম এবং সারা বছর বাজারমূল্য একই থাকে। কিন্তু যদি অন্য প্রজাতির মুরগি পালন করা হয় তাদের বাজারমূল্য ওঠা নামা করে সেক্ষেত্রে লসের সম্ভবনা থাকে। অপরদিকে সোনালি মুরগি একটি দেশি প্রজাতি, রোগ ব্যাধি অনেকটাই কম, অল্পদিনের মধ্যে বিক্রি করা যায়। তবে সারা বছর দাম এক থাকে না। আপনাকে দেখতে হবে আপনার এলাকায় মার্কেট ভাল কোনটি আছে আপনাকে সেটি নিয়ে কাজ করতে হবে
ভাইয়া আমার একটা সোনালী মুরগী আছে মুরগীটির গলা ও মুখের ডান পাশে ফুলে গেছে এখন কিভাবে সুস্থ করব একটু বলবেন ভাইয়া এই মুরগিটাকে আমি আমার সন্তানের মত ভালোবাসি আমি ওকে সব সময় কোলে নিয়ে থাকি অনেক আদর করি আমার দিনের বেশিরভাগ সময় কাটে ওর সাথে বলতে পারেন মুরগিটি আমার একাকিত্বের সঙ্গী আমার অনেক কান্না আসছে দয়া করে একটা উপায় বলুন
নাক দিয়ে এবং চোখ দিয়ে কি পানি পড়ছে? আবশ্যই জানাবেন। আপনি বর্তমানে রেনামাইসিন অথবা টেট্রাসাইক্লিন অথবা এ্যন্ড্রোফ্লোক্সাসিন যেকোন একটি অল্প পরিমাণে খাওয়ান।। এছাড়াও মুরগিটি গরম পরিবেশে রাখতে হবে, ঠান্ডা লাগলে আরও ক্ষতি হবে।
চুনা পায়খানার উপরে রিসেন্ট ভিডিও দিয়েছি দেখে নিয়ে যদি রিকভারি হওয়ার সম্ভবনা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পার। না হলে চালান বাঁচতে হলে বিক্রি করে দিয়ে অন্তত পুজি টা উঠবে। মুরগির বয়স কত? কি মুরগি?
তেমন ভাবে আলাদা কোন বিষয় না মুরগির বৃদ্ধির সময় কম বেশি হয়। তাছাড়া নর্মাল সোনালি এবং হাইব্রিড সোনালীর পার্থক্য হলো নর্মাল গুলো দেশি মুরগির মতো আকৃতি এবং স্বভাব আচরণ হয়। অপর দিকে হাইব্রিড গুলো একটু পোল্ট্রির ভাব হয় যেমন পায়ের গোছ মোটা হয়, চেহারাগুলো মোটাসোটা হয়, চোখের আকৃতি বড় হয়।
এ্যন্টিবায়োটিক ঔষধ দুটি কারনে ব্যবহার করা হয়। 1):- কোন রোগ হলে। 2):- প্রিভেন্সন চিকিৎসা। আপনি কোন কারনে ব্যবহার করবেন বলেন তাহলে সুবিধা হবে। এ্যন্টিবায়োটিক খাওয়ালে হাঁস মুরগির শরীরে প্রছুর ধকল আসে এবং গ্রোথ থেমে যায়। তাই প্রয়োজন ছাড়া antibiotic খাওয়ালে দুটি সমস্যা হয় (1)-সময় মত সঠিক ওজন আসে না। (2)- ঔষধের টাকা খরচ। মুরগির যদি কোন সমস্যা যদি না থাকে তাহলে হালকা মাত্রায় lexin powder, doxy-vet, oriprim-vet, mox-500, tetracycline এগুলোর যেকোন একটি ব্যবহার করতে পারেন।
ভাই আমার সোনালি মুরগ মুরগি আছে,,,কিন্তু মুরগটা মুরগির সাথে মিলন করে নাহ,,,,,মুরগটা দেশি মুরগির সাথে মিলন কর,,,,এখন সোনালি মুরগি ডিম দিবে কিভাবে??..সোনালি মুরগির বয়স ৯০ দিন হয়ে গেছে।
যে মোরগ টি বতর্মানে রয়েছে তার পরিবর্তে আরেকটি দিতে হবে। আপনি বলেছেন এখন আপনার সোনালী মুরগি ডিম দিবে কিভাবে। তবে একটা কথা জেনে রাখেন যে মুরগি ডিম পাড়ার জন্য মিলনের প্রয়োজন হয় না 140 থেকে 150 দিন বয়সের হলে ডিম দেওয়া শুরু করে। বিস্তারিত ভাবে বুঝিয়ে একটি ভিডিও বানিয়ে দেব যাতে আপনার এবং আরও অন্য খামারির উপকার হয়।
বতর্মানে সোনালির বাজার ভালো যাচ্ছে। একটা চালানে কম লাভ হলেও কখনও আবার বেশি লাভ হবে।মাঝখানে হাল ছাড়লে হবে না।চেষ্টা করতে হবে খাবার খরচ কিভাবে কম করা যায়।