আজকে আর শুনতে পারছি না আপনার কবিতা সৌমিত্রবাবু, চোখ দুটো আর বাঁধ মানছে না আমার, অনবরত জল ফেলেই যাচ্ছে, আপনি যেখানেই থাকবেন, ভালো থাকবেন সৌমিত্রবাবু, আপনাকে হারিয়ে বাংলা চলচ্চিত্র জগৎ তার মাথার মণি হারালো, আপনার বিকল্প আবার কবে কে হয়ে উঠতে পারবে জানি না, কিন্তু তাঁর প্রতি আমার আগাম শ্রদ্ধা রইলো, হয়তো বা আপনিই পুনর্জন্ম নিয়ে আসবেন আমাদের মাঝে, কে বলতে পারে??
অশেষ শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।একটা পরিপূর্ণ চিত্রকল্পের সম্ভার এই কণ্ঠস্বর।একজন আদর্শ মানুষ ------এমন একজন শিল্পী হাতে গোণা হয়।নমস্কার, নমস্কার, নমস্কার।
এই কন্ঠটা শুনলে আমি হারিয়ে যাই আমার ভাবনার জগতে। তার অসুস্থতার খবরে জেনে মনটা খারাপ হয়ে গেলো। তার দ্রুত সুস্থতা কামনা করি। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা রইলো তার জন্য। কবিতাটার নাম কী?
Bhalobasha shrodha r ja ki6u dewa jai sob tomake dilam dirghayu kamona korte par6i na r Jatiswar hoyo. Pronam niyo gurudev tomar kobita shune shunei ami abriti kori .
আপনি শুধু শ্রেষ্ঠ অভিনেতা নন অন্যতম শ্রেষ্ঠ আবৃত্তি কার আপনার কবিতা চয়ন এবং উপস্থাপন অভিনবত্ব প্রকাশ করে, আমরা জানি আপনি ভালো লেখক, আপনার কন্ঠে আপনার লেখা কবিতা শোনার ইচ্ছে রইল। দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনার সুস্থ জীবন কামনা করি। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন।