@@agropathik-h5wকেন তোমরা কি এমন কামাই করছো। দেশের অর্থনৈতিক উন্নয়নে তোমাদের ভূমিকা কি। বিশ্বে তোমাদের রাঙ্কিং কত।বাংলাদেশ বাদে বাইরের কোন দেশে তোমাদেরকে গুণেও না 😅
সাত কলেজের প্রশাসন আলাদা এবং যেসকল অসামঞ্জস্য আছে ঢাবির সাথে সেগুলা নিয়ে আন্তরিকতার সঙ্গে দেখভাল করতে হবে।।Affiliated ফন্টের পরিবর্তন জরুরি এটার জন্য বিদেশে ভোগান্তিতে পড়তে হয়।। এছাড়াও ঢাবির ন্যায় খাতা চ্যালেঞ্জ করলে ২য় বার মূল্যায়নের নিয়ম জরুরি যাতে করে গণহারে ফেল বা অনিয়ম দূর হয়।।
@@shahriarsclips836 আলাদা বিশ্ববিদ্যালয় করার মানে বুঝোস.? বেয়াদব..! পাবলিক বিশ্ববিদ্যালয় হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আলাদা বিশ্ববিদ্যালয় করলে এই সব কলেজের শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারিদের কি হবে.??? সরকারি চাকরি ছেড়ে কি তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শিক্ষক হতে চাইবে.???