এটিএন বাংলা চ্যানেলের মাধ্যমে আমি আমার সম্মানিত স্যার মহোদয় দেরকে অঙ্গীভূত সাধারন আনসারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমরা যে পরিমাণ দায়িত্ব পালন করি তাতে আমরা ততটুকু মর্যাদা পাই না
সার্বিক কাজ করে সাধারণ আনসার আর ফল ভোগ করে ব্যাটালিয়ন। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আনসার রেস্টের সময় কমানো এবং সেই সময় একটা ভাতা প্রদান করার বিষয় নিয়ে কাজ করবেন❤❤
কোন দেশে আছে এমন কোন চাকরি,, যে ৩ বছর করার ১০ মাস চাকরি থাকে না,,এদের কি সাধারন আনসারের কষ্টের কথা মনে পড়ে না,এদের কি মানবতা নাই,, এদের হৃদয়ে কি একটু ও মায়া নাই
বাংলাদেশ উন্নত ডিজিটাল বাংলাদেশ হয়েছে কিন্তু আনসার দেরকে কিন্তু পুরান আনসার হিসেবেই রেখে দেয়া হয়েছে সরকারের কাছে আমার একটাই অনুরোধ এই আনসার বাহিনীর সদস্যদের কে উন্নত ডিজিটাল আনসার হিসেবে দেয়া হোক তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই কাজ করা উচিত
সাধারন আনসার হচ্ছে বাহিনীর মেরুদণ্ড কিন্তু তারা যে ভাবে উন্নত হওয়ার কথা সেভাবে হয়নি তাই এটি এন নিউজ এর মাধ্যমে সরকারকে জানাতে চাই সাধারণ আনসারকে পুরু পুরি পারমেন্ট করা হক
আলহামদুলিল্লাহ ভালো আছি,, তবে মানুষের চাওয়া পাওয়া থেকেই যাবে,,আর না চাইলে পাওয়াও যাবে না,তাই চাইতে হবে,,আর একটা কথা,সাধারণ আনসার দের পরিবর্তন আরো করতে হবে বলে আমি মনে করি,,
নামের বেলায় আনসার আর সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার বেলায় ব্যাটালিয়ন আনসার তখন আমাদের নাম থাকে না প্রত্যেকটা সাধারণ আনসার রেস্ট এর নাম করে বাড়িতে ছয় মাসের বদলে এক বছর বসে থাকে খেয়ে না খেয়ে থাকে 😢😢😢😢
এটিএন বাংলাকে অবশ্যই ধন্যবাদ ছাড়তে কি নিয়ে আসছেন সম্মান করি কিন্তু আপনারা আমাদের সাধারণ আনসার দু তিনজনকে টেলিভিশনের পর্দায় নিয়ে কথা বলার একটা টক শো করেন দেখবেন আমাদের মধ্যে কত বৈষম্য আর নির্যাতন হয় সেটা বুঝতে পারবেন
উপস্থাপক এর প্রশ্ন এক দিকে আর আমাদের সম্মানিত স্যারদের উত্তর অন্যদিকে, এই অনুষ্ঠান দেখার সময় টাই শুধু অপচয় আর কিচ্ছু জানা গেলো না, দয়া করে প্রশ্নের সঠিক উত্তর দেয়ার চেষ্টা করবেন।
আনসারদের যে ৭,৮মাস ৩বছর পর পর রেস্টে থাকে এই ৭,৮ মাস কেনো বেতন ভাতা কিছু পায় না জার ফলে ঐ ব্যাক্তির সংসার চালাতে হিমসিম খায় ৭,৮ মাস এর জন্য কি তখন কিও কাজ দেয় বলেন সাধারন আনসারের বেতন বাড়ানোর জন্য ও ৭,৮ মাস রেস্ট বাতিল এর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি .
বি: আনসারের আইন দিয়ে সাধারণ আনসারকে দেশের সব থানায় ১০ জন করে দিয়ে দিলে দেশের অনেক টাকা কম খরচ হবে একজনে পুলিশ সদস্যর চেয়ে অনেক কম টাকা পায় এবং সাধারণ আনসার ভালো থাকবে দেশের জন্য অবদান রাখতে পারবে।
সাধারণ আনসাররা কষ্ট করে যাচ্ছে আর ব্যাটালিয়ান রা সবকিছু শুধু ছ সুযোগ সুবিধা ভোগ করতেছে সাধারণ আনসাররা অবহেলিত তিন বছর পরে 6 মাস বসে থাকা লাগে তখন আমরা কত কষ্টে দিন কাটায় এটাকে কি খবর রাখে
সাধারণ আনসারদের জন্য কোন কিছুই করা হয়নি, তিন বছর পর পর পর রেস্টে যাইয়া কামলা দেন লাগে নয়তো সিকিউরিটি গার্ডের চাকরি বা অটো চালান লাগে এই হইলো সাধারণ স্মার্ট আনসার 😢😢😢😢😂
৩ বছর পরে আর আনসারের চাকরি থাকে না ১০ মাসের জন্য বাংলা দেশে সকল বাহিনীর উন্নতি হয়েছে কিন্তু আনসারে কোনো উন্নতি নাই ৩ বছর পরে চাকরি থাকে না ১০ মাস পরে আবার ১৫ টাকা দিয়ে চাকরি নিতে হয় এই হলো আনসারের চাকরি
সাধারণ আনসারের নামটাও নিলো না,যত সুযোগ সুবিধা সব কিছু আপনারাই নেন।স্মার্ট আনসার কিভাবে হবে সাধারণ আনসার এতো কাজ করে তারপর ও কোন নাম নাই,কোন অফিসার চেয়েও দেখে না।হাইরে বাহিনী
সরকারের ভ্যাট বেশি দেয়, সাধারন আনসার বাহিনী, এককথায়, কিন্তু ধৈর্য ধরতে ধরতে, দেওয়ালে পিঠ লেগে গেছে, বিষয়টি সরকারের দৃষ্টিতে দেখা, এবং কাজ করা উচিত..... 🧏♂️🧏♂️