Тёмный

স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএল ও টেলিটককে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবেঃ পলক 

Zunaid Ahmed Palak
Подписаться 518 тыс.
Просмотров 71 тыс.
50% 1

"দক্ষতার সঙ্গে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগাতে হবে। স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএলের সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। সেজন্য সারা দেশে বিটিসিএলের অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ ‘আলাপ’র সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’ সেবার আওতাবৃদ্ধি এবং অন্যান্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে।
চীনের নিজস্ব সোশ্যাল মিডিয়া উইচ্যাট, দক্ষিণ কোরিয়ার ক্যাকোটক ইত্যাদির ন্যায় বাংলাদেশের নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। কলিং অ্যাপ আলাপকে জনপ্রিয় করার পাশাপাশি জাতীয় সোশ্যাল প্লাটফর্ম তৈরি করার যথেষ্ট সুযোগ বাংলাদেশের আছে। বিটিসিএলের আলাপ, জীবন এবং অব্যবহৃত ভূমি ও অবকাঠামো কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব।"
- পলক
বিটিসিএল ও টেলিটকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময়।

Опубликовано:

 

5 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 348   
@technic.bangla
@technic.bangla Месяц назад
আমি টেলিকমের জব করি, কম হলেও ৫০০ টার বেশি টাওয়ারে গিয়েছি। টেলিটক BTS এ একটা BBU একটা 2G এর RRU আর Singl band এর ৩ টা GSM ৩ দিকে দিয়ে ঘুমায় ঘুমায় বেতন নিচ্ছে। সাইটে কারেন্ট থাকলে চলে, না থাকলে বন্ধ হয়ে থাকে। এই হলো সরকারি সিমের 5G নেটওয়ার্ক।
@JasperPlays
@JasperPlays Месяц назад
🤣
@Ahosan-R-Rafi
@Ahosan-R-Rafi 14 дней назад
ভাইয়া আমারও টাওয়ারের বিটিএসের কাজ করা & শিখার ইচ্ছা।
@technic.bangla
@technic.bangla 2 дня назад
@@Ahosan-R-Rafi DIPLOMA or BSC AR KONO CERTIFICAT ASE?
@biplobsd7216
@biplobsd7216 Месяц назад
সেলুট স্যার আপনি যে ভাবে কাজ করে যাচ্ছে একদিন গ্রামীণফোন কে টেক্কা দিবে টেলিটক । আমাদের টেলিটক এর নেটওয়ার্ক সমস্যা সমাধান ও দূর্নীতির গ্রস্ত লোকজনদের এই টেলিটক কোম্পানির জরতার মতো করে রেখেছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেই দেশ অনেক লাভজনক হবে।❤
@shamimahmad2052
@shamimahmad2052 Месяц назад
পলক স্যার অনেক জায়গায় 4G দূরের কথা নেটওয়ার্ক ই নেই। আশা করি আপনার হাত ধরে টেলিটক ভালো একটি অবস্থান তৈরি করবে।
@arfaturrahman316
@arfaturrahman316 Месяц назад
মাননীয়া মন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ। আমি টেলিটক সিম ব্যবহার করি। সব সময় করতে পারিনা। করা সম্ভব হয় না। কেন নেটওয়ার্ক দুর্বলতার কারণে। নেটওয়ার্ক শুধু ঘুরতেই থাকে। আমরা চাচ্ছি এর থেকে উত্তরণের ব্যবস্থা করুন। আমরা চাই সরকারী টেলিকম সেবা উন্নত হোক।
@bulbulahmmed1720
@bulbulahmmed1720 Месяц назад
টেলিটকের উর্ধতন কর্মকর্তারা অন্যান্য অপারেটরদের থেকে বড় অংকের টাকা খেয়ে ঘুমাই থাকে, টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন বা এটাকে লাভজনক করার জন্য কোনো পদক্ষেপ নেয় না। আসা করি সামনে ভালো কিছু হবে। আমরাও চাই দেশীয় কোম্পানি হিসেবে টেলিটক এগিয়ে যাক।
@jamilabedin6050
@jamilabedin6050 Месяц назад
পলক স্যার, আপনার মতো লিডার সব সরকারি দপ্তরে দরকার। আর ধন্যবাদ আপনার বাবা মা কে যারা আপনার মতো একটা রত্ন কে জন্ম দিয়েছে। 🇧🇩
@enamulhaque7563
@enamulhaque7563 Месяц назад
ধন্যবাদ একটু কম দেন, সরাসরি কথা বলে কিন্তু কোন কাজ হয় না, এতো দিনে টেলিটকের নেটওয়ার্ক সমস্যা ঠিক করতে পারলো না
@jamilabedin6050
@jamilabedin6050 Месяц назад
কাজ করার সুযোগ দেন ভাই, ২০০৪ এ কোম্পানি শুরু হয়েছে, এতো দিন কেউ ভাবে নাই। ওভার নাইট কি চমক দেখানো কি সম্ভব?
@goalpost-mania
@goalpost-mania Месяц назад
আপনার বাবা মাকে কিন্তু ধন্যবাদ দেয়া যায় না। কারন আপনি তেল মেরে খান।
@ikramhossain115
@ikramhossain115 Месяц назад
মাননিয় মন্ত্রী, আমাদের মন্ত্রী, আপনার মত মানুষের জন্য আমরা গর্বিত। #পলক_স্যার #মোটিভেশনাল
@MDAL-AMIN-cs6rj
@MDAL-AMIN-cs6rj 14 дней назад
এই পলক সার অর পলক ভাই, এনার মতো 30 জন হলেই মনে হয় বাংলাদেশটা সোনার বাংলাদেশ হইতো। আল্লাহ আপনাকে এমন ধৈর্য এবং সৎ থাকার সাহস বাড়ায় দিক।
@biplobmitra2340
@biplobmitra2340 Месяц назад
গ্রাম পর্যন্ত নেটওয়ার্ক পৌঁছাতে পারলে সবথেকে লাভজনক হবে টেলিটক 👍👍
@giasuddin5645
@giasuddin5645 Месяц назад
আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো মিটিং এ প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়নের টাইমলাইন নির্ধারণ করতে।
@abulhossain8974
@abulhossain8974 Месяц назад
পলক স্যারের অট্টহাসি দারুণ হয়েছে। টেলিটকের উন্নতি না হলেও হাসিতে মন জুড়িয়ে গেল।
@user-cf7vm8rf8j
@user-cf7vm8rf8j Месяц назад
পলক স্যারের কথা গুলো শুনে মনে হচ্ছে দেশে ভাল কিছু হবেই হবে। আশা করছি আপনি আপনার মত করেই প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা -কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনবেন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
@shaponahammed1255
@shaponahammed1255 Месяц назад
এভাবে কাজ আদায় করে নিতে হবে স্যার ক্ষোভ ভালো লাগলো
@AnowarSha-on5lp
@AnowarSha-on5lp 14 дней назад
স্বাগতম জানাই বঙ্গবন্ধুর সোনার বাংলা সোনার দেশ গড়তে সবার সহায়তা সহযোগিতা করা দরকার এবং অসহায় নিপীড়ন মানুষের বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি
@shahedabedin7930
@shahedabedin7930 Месяц назад
Dear Honorable Minister Palak, I admire your intellectual way of thinking and your vision for the future. As an ordinary citizen of Bangladesh living abroad, I keep our country close to my heart and closely follow your social media posts. I often wonder why only 2% of our population can see the future the way you do. You are absolutely right about the need for the government to align its plans and actions with those of the private sector. While I know it's not within your jurisdiction, I believe we should focus on practical plantation efforts in Dhaka and throughout Bangladesh, rather than just beautification. I currently reside in Ireland, a small country with a population of 5.5 million. I've noticed the significant number of trees being planted here for environmental conservation and fresh oxygen, something we unfortunately do very little of in Bangladesh. I wish you the best of luck with all your future projects. While we may not excel in every aspect, perhaps we can at least compete in the field of IT with our neighboring countries, just as we do in the garment industry. Thank you.
@ekramhossain1070
@ekramhossain1070 Месяц назад
ধন্যবাদ মন্ত্রী মহোদয়
@user-kq2uq7jk1t
@user-kq2uq7jk1t Месяц назад
স্যার আপনার পদক্ষেপটা খুব ভালো আপনি এভাবে এগিয়ে যান
@Engr.Shahin_Alom
@Engr.Shahin_Alom Месяц назад
সরকারি প্রতিষ্ঠান গুলো এতো এতো সুযোগ সুবিধা পেয়ে ও লোকসান গনছে , অথচ সাধারণ লোকাল ইন্টারনেট প্রতিষ্টান গুলো আলহামদুলিল্লাহ ভালো ই লাভবান, আইটি সেক্টরে কাজ করার সুবিধাতে যাহা দেখার সুযোগ হচ্ছে, মাননীয় মন্ত্রী উনাদের লসের কারন অবশ্যই উনাদের কাজের প্রতি অবহেলা, অদক্ষ জনবল, এবং সার্ভিস quality খুব বাঝে , আপনি জনবল নিবেন আইটি তে ইন্টারভিউ পদ্ধতি বিসিএস, জেনারেল, অথচ একজন আইটি person দক্ষতা বৃদ্ধি করতে হলে এসব ইতিহাস পড়ার সুযোগ নেই, যাদের চাকরি দিচ্ছেন অধিকাংশ ইন্জিনিয়ার শুধু মুখিক বৃদ্ধা পারদর্শী, আপনার সরকারি প্রতিষ্ঠান চেয়ে বেসরকারি প্রতিষ্ঠানে শতগুণ দক্ষ লোক বৃদ্ধমান, তো আপনি বিবেচনা করে মাননীয় মন্ত্রী
@ahmednuman4508
@ahmednuman4508 Месяц назад
মন্ত্রী সাহেব, বহুদিন ধরে টেলিটক পালছি শুধু দেশের সম্পদ বলে, কিন্তু আপনার কাস্টমার কেয়ার আর সার্ভিস হায় হায় কান্না আসে
@FOODFAN787
@FOODFAN787 Месяц назад
প্রতিমন্ত্রী পলক স্যার বাদে যতগুলো ম্যানপাওয়ার আছে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী শুধু শুধু বেতন নেই কাজের কাজ তো কিছুই করে না সরকারি বেতন ভোগ করে এদেরকে ছাটাই করা উচিত এখানে নতুন ম্যানপাওয়ার বসানো দরকার তাহলে ডাক টেলিযোগাযোগ উন্নত করতে পারবে
@asheksumon
@asheksumon Месяц назад
পলক ভাই আপনি যদি টেলিটক কে লাভজনক ও জনগনের ফোন কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আর কেউ পারবে না, আপনার কাছে অনুরোধ টেলিটক এর কিছু করেন,
@kushikataFashionMart
@kushikataFashionMart Месяц назад
ধন্যবাদ, মন্ত্রনালয় গুলি সবসময় বাজেটের টাকা খাওয়ার জন্য training এর নামে টাকা ইনকাম করে। বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রনায়ে training এর নামে ইনকাম করে। এবং সচিব সাহেব অতিরিক্ত টাকা খরচ করতে দেয়না বলে ভদ্র লোককে সরানোর জন্য সাধারণ কর্মচারীরা এবং আর্মি, পুলিশ সবাই প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করার পরিকল্পনা করছে।
@user-bd9ke2lt8s
@user-bd9ke2lt8s Месяц назад
স্যার আপনার কথা শুনে আমি এত এত পরিমান খুশি হলাম যে ধন্যবাদ না দিয়ে পারলাম, আল্লাহ আপনার , জ্ঞান মেধা কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সহায়তা করুন, আমীন
@lbwreview4888
@lbwreview4888 Месяц назад
সত্যি বলছি আপনি পারবেন 🙏
@pradipghosh7725
@pradipghosh7725 Месяц назад
আপনার চিন্তা ভাবনা গুলো অনেক সুন্দর।
@mithunchakroborty9153
@mithunchakroborty9153 Месяц назад
পলক ভাইয়ের মতো মানুষিই দরকা লাভ ইউ বস ❤️❤️❤️
@mahmudulhaquekhantarek8977
@mahmudulhaquekhantarek8977 Месяц назад
টেলিটক এর নেটওয়ার্ক ভাল করেন ,তাইলে আমরা টেলিটক ব্যবহার করব!! আমি ৩ বছর ঢাকায় ব্যবহার করছি, ঢাকার বাইরে উপজেলাতে গেলেই নেটওয়ার্ক নাই !! এখন দুই সিম গ্রামীনফোন ব্যবহার করি , টাকা বেশি কাটলেও দিনশেষে আমার ভাল নেটওয়ার্ক লাগবে!!
@user-kq2uq7jk1t
@user-kq2uq7jk1t Месяц назад
মাশাআল্লাহ সুন্দর করে কথা বলতে সার আপনি আপনার মতামত এগিয়ে যেতে হবে
@bristibadal7694
@bristibadal7694 Месяц назад
Excellent Sir
@syedkabirm.j3009
@syedkabirm.j3009 Месяц назад
আপনার মতো দেশপ্রেমিক নেতা/মন্ত্রী বাংলাদেশে আছে তা জানতাম না।আমি একজন অবসর প্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী পিডবলিউডি। আপনার সফলতা কামনা করি এবং কঠোরতা বজায় রেখে কাজকরে যাবেন,এই প্রার্থনা।আর দোয়া রইলো। এক মুক্তিযোদ্ধা।।
@abdulmotin3971
@abdulmotin3971 Месяц назад
ধাপ্পাবাজি চলবে না শুধুমাত্র আমাদের জুনায়েদ স্যারের কাছে।
@ashikurrahman881
@ashikurrahman881 Месяц назад
আমাদের মাননীয় মন্ত্রী মহান আল্লাহ তায়ালা যেনও আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদেরকে লন্বা হায়াতে তইওবা দান করেন এইটাই দোয়া মহান সৃষ্টি কর্তার কাচে দোয়া করি, বতৃমানে আমাদের দেশে দেশপ্রেমিক লোকের খুবই অভাব, ইনশাআল্লাহ আমরা আশা বাদী আপনি পারবেন, সরকারী প্রতিষ্টানকে লাভজনক করতে পারবেন,
@digitalalo4677
@digitalalo4677 Месяц назад
Onk darun Bhai. Take a ❤from my Heart
@md.abdussalam487
@md.abdussalam487 Месяц назад
Thanks Dear Sir, Good Job. You are the justice ⚖️ parliament Member. May Allah bless you. It's my first comment.
@technic.bangla
@technic.bangla Месяц назад
Munshiganj BTCL মানে টেলিটকের টাওয়ারে গিয়েছিলাম, ওখানে টয়লেট ক্লিনারকেও Sir বলে ডাকতে হয়। যেখানে অন্যান্য অপারেটর এর বড় বড় ব্যাক্তিদের ভাইয়া বলে ডাকি। এই হলো সরকারি লোকদের অবস্থা।।।।
@s.m.mozahidulislam726
@s.m.mozahidulislam726 Месяц назад
Real hero of Bangladesh
@dangervideos3477
@dangervideos3477 Месяц назад
Very good work... Love it❤️❤️❤️❤️
@mahmudulhaquekhantarek8977
@mahmudulhaquekhantarek8977 Месяц назад
দেশের সকল সরকারি কর্মকর্তা - কর্মচারী জন্য টেলিটক সিম বাধ্যতামূলক করা উচিৎ!! প্রাইভেট সেক্টর অনেক ফার্স্ট শার্প,উনাদের কেও প্রকল্পে যুক্ত করেন !!
@kazimasudranaimran
@kazimasudranaimran Месяц назад
মাননীয় সংসদ সদস্য বাংলাদেশের মানুষ আপনার মত একজন এম পি মহোদয় কে নিয়ে অনেক গর্ব করে কারণ আপনি মাট পর্যায়ে যে ভাবে এগুচ্ছেন আসা করি খুব দ্রুতই আমরা সুফল পাব পুস্ট, টেলিটক কর্মকর্তারা শুধু বসে বসে বেতন নিচ্ছে প্রতিটি কাস্টমার ম্যানেজার অফিসে আসে তাদের ইচ্ছা মত আপনার কাছে অনুরোধ সকল অফিসারদের কে আরও এডভান্স হওয়ার দরকার
@MamunurRashid-ji5qo
@MamunurRashid-ji5qo Месяц назад
বর্তমান সরকারের আপনাকেই দেখেছি আপনার পিঠের চামড়া পাতলা, মানে কথা বলে কথাগুলো কাজে লাগে। তাই মাননীয় মন্ত্রী আপনাকে অনুরোধ করব, টেলিটকে বাঁচান, এত কষ্টের পর টেলিটক চালাই দারুন একটাই আমি দেশে টাকায় দেশে রাখতে চাই।
@SeiBangla
@SeiBangla Месяц назад
বাংলাদেশের সব নেটওয়ার্ক এক করলে আমার মনে হয় টেলিটক ভালো হবে
@2006siraj
@2006siraj Месяц назад
This kind of transparency with a smart & positive leader should help our country to move forward at a better speed.
@khorshedalam8393
@khorshedalam8393 Месяц назад
সার আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দিয়েছেন আশা করি টেলিটক ভালো সাভিস দিবে
@rasedul535
@rasedul535 Месяц назад
আমার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানায়। আমি ২০১৩ সাল থেকে টেলিটক সিম মেইন সিম হিসাবে ব্যবহার করি। আমার বাড়িতে সবার টেলিটক সিম ব্যবহার করছে। কিন্তু দুঃখের বিষয় শীপুর একটি মাত্র টাওয়ার আছে সেটা ৩ জি পায় না ঠিকমত। কারেন্ট চলে গেলে টাওয়ার অফ হয়ে যায়। আমি অনুরোধ করবো টাওয়ারটিকে ৪ জি দিয়ে শ্রীপুরের সব মানুষের টেলিটক ব্যবহারের ব্যবপারে উৎসাহিত করবে টেলিটক। যদি ৪ জি দেওয়া হয় তাহলে যশোরের মধ্য শ্রীপুর হবে টেলিটকের সব থেকে বেশি গ্রাহক। মাননীয় মন্ত্রী মহোদয় আমি অনেকবার মেইল করেও কোন সমাধান পাইনি। বিষয়টি আপনি একটু দেখলে আমাদের উপকার হবে। আমরা টেলিটক ব্যবহার করতে চাই।
@mohammedyeasin5545
@mohammedyeasin5545 Месяц назад
আল্লাহ আপনার সহায়তা করুক
@NazrulIslam-sh8tb
@NazrulIslam-sh8tb Месяц назад
টেলিটকে আরও উন্নতি করতে হবে গ্ৰাম পর্যায়ে এবং ওয়াইফাইর ব্যবস্থা করতে হবে এবং মনিটোরিং করতে হবে কারণ যাকে দিবেন সেও দুর্নীতির সাথে জড়িত থাকে
@mdyeasinali5486
@mdyeasinali5486 Месяц назад
সব কর্মচারী কর্মকর্তাকে সাসপেনশন কর।
@freedomsamir5759
@freedomsamir5759 Месяц назад
জনাব টেলিটক সিম সবার জন্য বাধ্যতামূলক করতে হবে
@supenbiswas4930
@supenbiswas4930 Месяц назад
টেলিটকের সার্ভিস সব থেকে বাজে, স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর কাজ করছেন স্যার জনগণের হয়ে
@user-tn6rc4yo1n
@user-tn6rc4yo1n Месяц назад
স্যালুট লিডার। আমি আওয়ামী লীগ এর নগন্য কর্মী হিসেবে মুজিবের আদর্শ হিসেবে দেখা বাস্তব উদাহরণ।
@mainuddin-oc2vt
@mainuddin-oc2vt Месяц назад
স্যার আপনার চেষ্টা বৃথা যাবে না। ধন্যবাদ পলক স্যার।
@muntasirtalukder291
@muntasirtalukder291 Месяц назад
মাননীয়া মন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ।
@RuhulAmin-yu4hs
@RuhulAmin-yu4hs Месяц назад
মাননীয়া মন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ
@khanmahadi7766
@khanmahadi7766 Месяц назад
সাধুবাদ জানাই পলক স্যার কে
@rajibbhuiyan7643
@rajibbhuiyan7643 Месяц назад
Thank you Mr polok . Aphnar karona govt ar lazy person golo akto chap a asa .
@princekggaming6726
@princekggaming6726 Месяц назад
Good job 👍 also need railway department should be profitable.
@universechaneltv
@universechaneltv Месяц назад
ভাই 5g লাগবে না। 4g এবেল এভেল করেন। নতুন টাওয়ার লাগবে না, টাওয়ার শেয়ারিং করেন দ্রুত। 1জিবি ডাটা 10 টাকা টাকা কলরেট 1 সেকেন্ড 1পয়সা গর রেট স্ট্যাবল করেন। মহাশয়দের একটু দৌড়ানি দেন। অনেক কোম্পানির টেলিটকের থেকে কম জনবল নিয়েও ভালো করতেছে। টেলিটক সেখানে সুবংখারের ফাঁকি।
@user-td6ro3mg4l
@user-td6ro3mg4l Месяц назад
স্যার আপনি সত্য বাবার সত্য ছেলে ধন্যবাদ ❤❤❤❤।
@abusayed3804
@abusayed3804 Месяц назад
এরকম সততা থাকলে বাস্তবে দেশটা অন্য রকম হইতো
@user-kq2uq7jk1t
@user-kq2uq7jk1t Месяц назад
মাশাআল্লাহ সুন্দর
@Ayaan20177
@Ayaan20177 Месяц назад
Sir sir sir sir sir sir sir sir sir.....
@HabiburRahman-gf1gc
@HabiburRahman-gf1gc Месяц назад
আপনি পারবেন একটু শক্ত হাতে হবে মাত্র
@amranhossain8106
@amranhossain8106 Месяц назад
পলক মনটি কে ধন্যবাদ রিপোটার কে ধন্যবাদ সারবিস ভালো চাই 🎉🎉🎉🎉
@pappumia7089
@pappumia7089 Месяц назад
নেটওয়ার্ক ভাল করেন. আর সিম বিক্রি শুরু করেন ❤
@farabiprince7638
@farabiprince7638 Месяц назад
Nice job sir
@mdkamruzzamanbabu9364
@mdkamruzzamanbabu9364 Месяц назад
আপনার মত নেতা থাকলে সব সম্ভব
@md.shahadathossain-nc7cd
@md.shahadathossain-nc7cd Месяц назад
Thanks a lot.
@user-sharmin80
@user-sharmin80 Месяц назад
স্যার শুভ কামনা আপনার জন্য
@beliveinsunnah
@beliveinsunnah Месяц назад
সব মন্ত্রি যদি এমন হতো দেশ অনেক আগেই অনেক দূরে এগিয়ে যেতো।
@sultantalukder5862
@sultantalukder5862 Месяц назад
চমৎকার
@Niyazul_World
@Niyazul_World Месяц назад
কাষ্টমার কেয়ার উপজেলা পর্যায়ে নিয়ে আসুন।
@enaamalhaque1122
@enaamalhaque1122 Месяц назад
জাতিয় সম্পদ কিংবা স্বার্থ লুটের দায়ে (সেটা এক টাকা হোক কিংবা একশ কোটি টাকা, সংক্ষ্য যাই হোক) অপরাধ সাব্যস্ত হওয়ার সাথে সাথে জন সম্মুখে ফাঁসিতে ঝুলায়ে দেওয়ার বিচার কায়েম না হবে,তত দিন এই দেশ দুর্নিতি মুক্ত করা সম্বভ হবে না, আমি লিখিত দিলাম
@AKHERUZZAMANAKHER-pp5pc
@AKHERUZZAMANAKHER-pp5pc Месяц назад
Amn hole sim ta onk development korbe? Tnx sir?
@MdRayhan-uj8wo
@MdRayhan-uj8wo 29 дней назад
ভালো উদ্যাগ
@Sk.TasnimHasan
@Sk.TasnimHasan Месяц назад
Good, এই রকম মন্ত্রীই দরকার। আরো ৫ বছর আগে যদি দায়িত্ব নিতেন। অবস্থা আরো একটু উন্নতি হতো
@NaeemsVision
@NaeemsVision Месяц назад
ভাল লাগলো এয়ারটেলকে এমন ধরা দেয়ার জন্য
@sardermdlitonlsardermdlito2504
@sardermdlitonlsardermdlito2504 Месяц назад
ধন্যবাদ জোনায়েদ সাহেবকে
@mahaburofficial2724
@mahaburofficial2724 Месяц назад
কুড়িগ্রাম জেলার অনেক স্থানেই টেলিটকে নেটওয়ার্ক পায় না, নেট চালানো তো এখনো স্বপ্নের বিষয়। এই প্রত্যান্ত অঞ্চল গুলার দিকে যদি একটু নজর দিতেন মানণীয় মন্ত্রী সাহেব,এই অনঞ্চলের লোক গুলো অনেক বেশি কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি।
@shajmunnahar4629
@shajmunnahar4629 13 дней назад
Good person polok vai
@saddamhossain5563
@saddamhossain5563 Месяц назад
Sir, you are doing excellent work, but every effort faces its own challenges. It's impossible to completely eliminate all issues because success depends on the collaboration and contributions of everyone involved. No single person can do it all; it requires a collective effort to overcome obstacles and achieve our goals.
@md.asrafulislamasraf1657
@md.asrafulislamasraf1657 Месяц назад
valo kichu asa kori..
@kelahi8908
@kelahi8908 Месяц назад
Good job,,,
@happybangla3249
@happybangla3249 Месяц назад
Thanks boss
@romimshorif8049
@romimshorif8049 Месяц назад
স্যার আপনার কথাগুলো খুব ভাল লাগে
@user-sharmin80
@user-sharmin80 Месяц назад
মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কাছে অনুরোধ আপনি খাগড়াছড়ি এশে দেখে যান স্যার টেলিটক কে সেরা নেটওয়ার্ক হিসাবে করবেন এবং আপনি পারবেন স্যার আমার মনে হয় আপনার ধারা হবে বাংলাদেশ টেলিটক লিমিটেড আরো গতিশীল হবে স্যার দেশের টাকা দেশে রাখি টেলিটকে কথা বলি
@trvlwithshahid9664
@trvlwithshahid9664 Месяц назад
Good person
@137mosharafchowdhury9
@137mosharafchowdhury9 Месяц назад
Thanks
@ShirinSultana-tu7pz
@ShirinSultana-tu7pz Месяц назад
Alhamdullah mashallah
@Yousuf245
@Yousuf245 Месяц назад
সবচেয়ে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক স্ট্রং করেন
@SalahUddin-rq3sb
@SalahUddin-rq3sb Месяц назад
আমি খাগড়াছড়ির বাসিন্দা এখানকার মানুষ টেলিটক দিয়েই শুরু করেছিল নেটওয়ার্ক দুর্বলতার কারণেই অধিকাংশ মানুষই টেলিটক ছেড়ে দিয়েছেন, আমার প্রশ্ন যদি রবি, এয়ারটেল সহ অন্যান্যরা নেটওয়ার্ক সার্ভিস ভালো দিতে পারে তাহলে সরকারের সুবিধা থাকার পরও কেন টেলিটক পারবে না,আমার পুরো বিশ্বাস টেলিটকের অফিসাররা অন্য কোম্পানি গুলো থেকে প্রচুর পরিমাণ ঘুষ নিয়ে টেলিটককে ধ্বংস করে দিচ্ছে
@BrainBulb_shorts
@BrainBulb_shorts Месяц назад
We should plan for AI startup and education in Bangladesh.
@nayeem270
@nayeem270 Месяц назад
আমরা বাঙ্গালীরা টেলিটক ইউজ করতে চাই স্যার।❤❤
@ashiqurrahman9815
@ashiqurrahman9815 Месяц назад
we are appreciate you sir but you should develope the Band width rate at first and then data roaming. 😊
@user-wx7mamun
@user-wx7mamun Месяц назад
Greet ❤❤❤❤
@rahatbinrahman
@rahatbinrahman Месяц назад
😂😂 moja pailam , Thank you so much ❤❤Barishal sodor a nat nai , barishal University
@mdabdulmukit9748
@mdabdulmukit9748 Месяц назад
Salute
@noormohammadriaz2302
@noormohammadriaz2302 Месяц назад
মাশাল্লাহ
@mdsadekulislam5565
@mdsadekulislam5565 Месяц назад
গ্রামের মধ্যে ২G নেটওয়ার্কও পায় না।। শহরের মধ্যে হালকা পাতলা পায়।
@AbulKhair-si6xy
@AbulKhair-si6xy Месяц назад
AT FIRST TOWER MUST BE EXTENDED SECONDLY CALL RATE WILL BE RESONABLE WITH COMPER WITH GP & BL .THANKS
@monirulislam2479
@monirulislam2479 Месяц назад
এটার যদি বাস্তবোতা থাকতো।তাহলে আমাদের দেশটা কতই না সুন্দর হতো
Далее
Stray Kids "Chk Chk Boom" M/V Teaser 1
00:40
Просмотров 1,1 млн