বি এন পি গণতান্ত্রিক দল তাই নির্বাচন চাওয়া এটা নরমাল যেটা হাসিনার কাছেও চেয়েছিল এটা নিয়ে রাজনীতির করার দরকার নেই, ভারত ইউনুস সরকারকে চাপে রাখছে কোন নোটিশ ছাড়া পানি ছেড়ে দিয়ে বিপদে ফেলছে তাই কেউ চায়না ১/১১ এর মত ভারত ফেসিস্ট কায়েম করুক আবার, দ্রুত নির্বাচনই এটার সমাধান।
বি এন পি গণতান্ত্রিক দল তাই নির্বাচন চাওয়া এটা নরমাল যেটা হাসিনার কাছেও চেয়েছিল এটা নিয়ে রাজনীতি করার দরকার নেই, ভারত ইউনুস সরকারকে চাপে রাখছে কোন নোটিশ ছাড়া পানি ছেড়ে দিয়ে বিপদে ফেলছে তাই কেউ চায়না ১/১১ এর মত ভারত ফেসিস্ট কায়েম করুক আবার, দ্রুত নির্বাচনই এটার সমাধান।
@@Akashmahamud96law & order to AL khyia diche; egula thik korte hobe age. 15 bosor kichu korte pare nai, ar 6 mash opekhkha korle mohavarot oshudhdho hoye jabe na!
Yes -right.-If anyone has the real patriotism -he should cooperate heartily with the Responsible running Government --by giving up ‘the love of fame & power’--then he can get honour without being hatred--May ALLAH Bless all of us---
@@KajolAktar-qh5uc তাড়াহুড়ো করলে আবার হোগা মারা খাবেন! বিএনপি গত ১৬ বছরে কিছুই ছিড়তে পারেনি, সুতরাং এখন এসব বিষয়ে তাড়াহুড়ো করার অধিকারও তাদের নাই! রেডি হয়ে বসে থাকুক, যেদিন ভোট হবে সেদিন অংশ নিবে!
একজন যোগ্য লোক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে,এটা করোর পছন্দ হচ্ছেনা,রাষ্ট্রের বেশিরভাগ মানুষ সুবিধাবাদী যে কোনো ওয়েতে পাওয়ার চাই দেশে লুটপাট চালানোর জন্য
এত দিনের জঞ্জাল এত তাড়াতাডি সম্ভব না। অগ্রাধিকারে নির্বাচন কমিশন ও প্রশাসনের সংস্কার দরকার। বিচার বিভাগ ও দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করার পর সিদ্ধান্ত।
মোস্তফা ফিরোজ ভাই আমি চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস স্যারের সরকার দেশকে শান্ত করে তারপর নির্বাচন দিন এটাই আমার জোরালো দাবি । আমার জোর দাবি ওনার আগামী ৫ বছর দেশকে পরিচালনা করেন। আমিন
ছাত্রদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা বিএনপি এসেছেন মধু খেতে। একজন বিজ্ঞ সাংবাদিক বলেছেন বাংলাদেশ ভারতের র এজেন্ট মুক্ত হতে পারবেনা কোন দিন বিএনপি আওয়ামীলীগ সরকার ভারতের র এজেন্ট পালা করে ক্ষমতা বাসায় আওয়ামীলীগ সরকারকে পনের বছর ক্ষমতা রেখেছিল র এজেন্ট তাদের কালো হাত কত প্রসারিত তা এখন অনুভব করতে পারছি
বিএনপি, জামাত, হেফাজত ও অন্যান্য মৌলবাদী এবং সাম্রাজ্যবাদীদের দালালদের ছাড়া আওয়ামী দুঃশাসনের পতন কোনদিনও সম্ভব হ'ত না। আমরা আম জনতা এখন উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় পড়েছি।
বিএনপিকেই তার সংস্কার পরিকল্পনা আগে প্রকাশ করতে হবে। দলের গঠনতন্ত্রে পরিবারতন্ত্রের অবসান করে প্রকৃত গণতন্ত্রের চর্চা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করুন। তারপর নির্বাচন চান।
অনেক লোক এই উপদেষ্টার মধ্যে আছে তারা বুদ্ধিজীবী ঠিক আছে কিন্তু গত ১৬ বছরে এরা একটা কথা বলেনি মেজর হাফেজ সাহেব যে বক্তব্যগুলো দিছে আজ সব যুক্তিক বক্তব্য
বাংলাদেশের রাজনীতিবিদরা দুর্নীতিমুক্ত দেশ তারা পছন্দ করে না , স্বৈরাচার মুক্ত দেশ পছন্দ করে না,, বৈষম্য নীতিতে তারা বিশ্বাসী নয়, আমরা যারা সাধারন জনগণ আছি দেশকে ভালবাসি, আর অসাধারণ জনগণ রয়েছেন যারা তারা চায় দেশটা গোল্লায় যাক।
আরে ভাই বুঝেন না কেন; ইউনুস যদি দেশ পুরাটা সংস্কার করে;। দুর্নিতী মুক্ত ভাবে করে;তাহলে তো দেশের মানুষ একটা সুষ্ঠ পরিবেশে থাকার স্বাদ পেয়ে যাবে; পরবর্তী যারা দেশে সরকার হিসাবে আসবে; তারা সেগুলা পরিবর্তন করতে পারবে না; কারন তখন সামান্য থেকে সামান্য অনিয়মও দেশের মানুষ মানবে না তাই তারা চায় না ইউনুস পুরা সংস্কার করুক
পুলিশ অবশ্যই তাদের সমস্ত অপরাধী অফিসারকে পরিষ্কার করতে হবে। রাজা মানসিকতার পুলিশকে বরখাস্ত করতে হবে।আমরা প্রতিদিন অনেক পুলিশ অফিসার রাজার মত মনোভাব লক্ষ্য করছি।বিশেষ করে থানার ওসি।এগুলো সমাজের জন্য ক্ষতিকর উপাদান।
আমি মনে করি তিনি একজন ভালো নেতা, ইনশাআল্লাহ, তিনি সামলাতে পারেন, শুধু সময়ের প্রয়োজন, আমাদের ধৈর্য ধরতে হবে,যারা নির্বাচনের জন্য আহ্বান জানাচ্ছে, তারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে, তাই তাদের ধৈর্য ধরতে হবে, অনেক সমস্যা আসবে কিন্তু ভালো নেতাকেও ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে হবে।
ছাত্র জনতার গণঅভ্যুত্থান বা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ ১. ডা. পিনাকী ভট্টাচার্য্য, ২. সাংবাদিক ইলিয়াস হোসেন, ৩. ড. মাহমুদুর রহমান এবং ৪. ডা. জাহেদ উর রহমান কে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করা হোক।
আরে না,,,এত ছোটো খাটো পুরষ্কার দিয়ে এমন মহান লোকদের অপমান করা ঠিক হবে না,,, বাংলাদেশের পুরা জমিনটাই সমান ভাগে উনাদের নামে লিখে দেয়া হোক।।উনারাইত সব করছে,,ছাত্রজনতা তো খালি জীবন দিছে,,,আর্মিতো খালি লুংগি ড্যান্স দিছে
দাবি দাওয়া নিয়ে আন্দোলন আগামী এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক। কারো দাবি থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে আবেদন করবে। কিন্তু একসাথে জড়ো হয়ে আন্দোলন করতে পারবে না।
@@dulaluddin1911 আগে এই প্রশ্নের উত্তর দিন - সরকারের বয়স হয়নি একমাস। কিভাবে একের পর এক পরিকল্পিতভাবে দাবি দাওয়া নিয়ে আন্দোলনের নামে অরাজকতার সৃষ্টি করছে??? মানুষের দাবি থাকতে পারে কিন্তু সেটা জানানোর জন্য কিছু নিয়ম কানুন আছে। যারা মানুষ তারা দেশের এই দুঃসময়ে এভাবে তাদের দাবি নিয়ে আন্দোলনে নামবে না। দাবি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাতে হবে এবং যাদের কাছে জানাবে তাদের সময় দিতে হবে। আজ একদল কাল আরেক দল - এরা দাবি আদায়ের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টী করতে চায়। এদের মধ্যে বিন্দু পরিমান দেশপ্রেম নেই!!! 🥲🥲
Assalamualaikum Firoz Bhai Sir younus is not greedy of power.we shall be given time to interim government. Must be repairing the different institution of government. Thank you so much.
আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন দাবীদার ভাইদের বলছি আপনারা ধৈর্যদারন করুন। আমরা এমনটা না করি চাচার ঘরে আগুন লেগেছে এই আলোতে ভাত খেয়ে নেয় দেশের এই বিপদ মুহুর্তে ইউনুছ সার কে সাহায্য করা অতিব জরুরী। ইনশাললা দেশ এগিয়ে যাবে।
Include students in the goverment now specially for education and health. We need Energy and fearless attitute. Knowledgeable people can be advisors where political leaders will be included.