হুজুর আমি আপনার কথা গুলো মনে প্রানে বিশ্বাস করি ও লালন পালন করি।হুজুর আল্লাহ আপনাকে দীর্ঘায়ূ দান করুন, আপনি যেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ সঠিক জীবনী তুলে ধরতে পারেন। আমিন
চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,, নুরের তৈরি বিস্ব্য নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফেরেশতাগণ নুরের তৈরী আল্লাহ্ যখন আদম আঃ কে সৃষ্টি করেন তখন সকল নুরের তৈরী ফেরেশতাগণ কে দিয়ে আল্লাহ্ মাটির তৈরী আদম কে সিজদা করান এবং আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে সীকৃতি দেন মহান আল্লাহ্! সে ক্ষেত্রে দেখা যায় নুরের চেয়ে মাটি কে আল্লাহ্ বেশি সম্মান দান করেছেন! আমার নবী সকল মুসলমান দের কলিজা হয়রত মুহাম্মাদ। ( সঃ) একজন মানুষ এবং তিনি মাটির সৃষ্টি!
ভাই রাসুল মাটির তৈরি আল্লাহ কোরআন এ বরনিত করেছেন যারা নূরের তৈরি বলে এরা তাহেরির কথা মানে আর আল্লাহর কোরআন অবমাননা করে আর যদি কেউ কোরআনের কোনো একটা কথা না মানে সাথে সাথে বেইমান কাফের হয়ে যায়
একটা কমন সেন্সরের ব্যাপার মাত্র.আল্লাহ তায়ালা পৃথিবীর প্রথম মানব হযরত আদম আঃ কে মাটি দারা সৃষ্টি করেছেন,এবং ফেরেস্তাগন ওনাকে সিজদাহ্ করেছেন,আর সেই আদম সন্তান আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ,ওনার বাবা মা ও মাটির তৈরি মানুষ ছিলেন.তিনি কিভাবে নুরের তৈরি হন.আল্লাহ তায়ালা জীন ও ফেরেস্তাদের থেকেও এই মাটির আদিমকে অধিক সম্মানিত করেছেন.ওনাদের মতো আলেমরা নবীকে ভালোবাসেন তাতে কোন সন্দেহ নাই,কিন্তু নবীকে ভালোবাসতে গিয়া এমন যায়গায় নিয়া যায়,যেখানে নবীকে সম্মানীত করতে গিয়ে অসম্মান করে ফেলে.যা অনেক বড় গুনাহ ও বেদায়াত. আল কোরআনে আল্লাহ স্পষ্ট ভাবে কোথাও নবীকে নুরের তৈরি বলেননি,সাথে নবীও কখনো এরকম কোন কথা বলেননি,আল কোরআনে আল্লাহ কোরআনকে নুর বলেছেন,চাদ ও সূর্যকে নুর বলেন,সাথে নেক আমলকে নুর বলেন,তাই বলে কি এসবও কি নুরের তৈরি নাকি.??? আল্লাহ আপনাদের হেদায়েত দিক
আল্লাহ তালা মাটি দিয়ে নবিজিকে তৈরি করেছেন আমি রেফারেন্স দিচ্ছি সূরা আস-সাজদাহ (৩২:৭): "যিনি সুন্দরভাবে সবকিছু সৃষ্টি করেছেন এবং মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি থেকে।" মানুষের সৃষ্টির সূচনা মানে আদম আঃ এর সৃষ্টি অর্থাৎ নবি রাসুলও মাটির তৈরি ছিল হুজুর বললো যে তখন তো পৃথিবী সৃষ্টি হয় নাই তো মাটি আসলো কোথা থেকে এটা সম্পূর্ন ভিত্তিহীন নিশ্চই আদম আঃ সৃষ্টি করার জন্য আল্লাহ তালার পৃথিবী থেকে মাটি নেওয়ার প্রয়োজন নেই কারন তিনি সর্শক্তিমান এবং সব কিছু করতে সক্ষম আর তিনি যে সময় বলেছেন যে নবিজিকে আল্লাহ সৃষ্টি করেন তখন তার রুহ সৃষ্টি করা হয় শরির নাহ নবিজি যে নূরের ছিলেন নাহ তার প্রমান প্রবিএ কেরানে আছে সূরা বনী ঈসরাইল এর আয়াত ৯৫ ও সূরা ফূরকান এর আয়াত ৭ এবং কোরআনে নবী মুহাম্মদ (সা.)-কে "বাশার" (بَشَر) নামে সম্বোধন করা হয়েছে, যা মানুষ বা মানব অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ বারবার নবী (সা.)-কে সাধারণ মানুষের একজন হিসেবে উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ: সূরা আল-কাহফ (১৮:১১০): "বলুন, আমি তো কেবল তোমাদের মতোই একজন মানুষ (বাশার)। আমার প্রতি ওহী আসে যে, তোমাদের উপাস্য একমাত্র ইলাহ।" এই আয়াতে আল্লাহ নবী মুহাম্মদ (সা.)-কে সাধারণ মানুষের মতো একজন বাশার হিসেবে উল্লেখ করেছেন, তবে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী বা প্রতিজ্ঞা পান। তাফসির পরেন ব্যাখ্যা পরেন আশা করি আপনাদের ভূল ধারনা দূর হবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন
আসসালামু আলাইকুম, আমি একটা প্রশ্ন করতে চায়, তাহারী হুজুর যে বললো যে, আমাদের নবীকে সৃষ্টির করার আগে পৃথিবী বানাইনি,তাহলে কি আদম (আ.) কি নবীর পরে সৃষ্টি করেছেন?
"তাদের রসূলগণ তাদেরকে বললেনঃ আমরা তোমাদের মত মানুষ ছাড়া আর কিছু নই।" [ইবরাহীম 14:11] “(হে মুহাম্মদ) বলুন, আমি তোমাদের মতই একজন মানুষ। আমার কাছে প্রত্যাদেশ করা হয়েছে যে, তোমাদের ইলাহ (আল্লাহ) এক ইলাহ (আল্লাহ্)”। [আল-কাহফ 18:110]
নবী করিম (স) মাটি না নুরের তৈরি এটা নিয়ে তর্ক করা বুকামি ' মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টির অন্যতম কারণ ' তাই আসুন আমরা বিবাদ ভুলে নবী (সা) কি করতে আদেশ দিয়েছেন এর উপর আমল করে নিজের জীবনকে ধন্য করি