পবিত্র কুরআনে আল্লাহ বলেন; "ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে।" [সূরা বাকারা, আয়াত: ২১৪]
মায়ের প্রসব ব্যাথা যখন চূড়ান্ত আকার ধারন করে তখনই ব্যাথার সম্পাপ্তি হয় এক ফুটফুটে নবজাতক জন্ম নেয়ার মধ্যে দিয়ে, যত কষ্ট যত দুঃখ তত সফলতা It's practically proved for my life. শুধু ধৈর্য্য ধরতে হবে আর আল্লাহ তালার উপর ভরসা করতে হবে- হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল
দেখে কোরয়ানের আয়াতটির কথা মনে পড়ে গেলো, (নিশ্চই কষ্টের সাথে সস্তি আছে)।এত দিন এই আয়াতটি আল্লাহ কেনো বলছে বুজতে পারিনাই,এখন বুজছি।আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন,,,❤,
Aapko hindi aati hoto hindime kahenge please kyunki translate nahi hota isliye Aapke comments se pata chala ki mushkil ho kisiko to Allah kehte hai ki mushkilke baad Ya mushkilke sath asani hai
ভাইয়া খুবই বাস্তবধর্মী কথা....কিন্তু সত্য এটাই হতাশা এমন একটা খারাপ রোগ যা কাউকে পানি পর্যন্ত যেতে দিবে না......হয় ওপার পাঠায় দিবে নয় কোমড় ভেংগে দিবে......তবে হতাশা থেকে বের হয়ে সামনে যে আগাতে পারবে...তার সফলতা আসবেই....কারন সামনেই হয়তো সফলতা এই মরুভুমি তে পানি সন্ধান এর মতই আর ২ কদম সামনে..... কিন্তু সেটা অনেক কঠিন কাজ ভাইয়া...একটা কদম সামনে নেয়া.... I know about this situation.....🙂🙂 আমি চাই কেউ হতাশা তে না পরুক...কষ্ট হলেও পা বাড়িয়ে এগিয়ে চলুক...হতাশা একটা বড় গুনাহ......আল্লাহ আমাদের মাফ করুন....🙁🙁
রাইট বলেছেন, আমি আমার জীবনের সবচেয়ে কঠিন তম মুহূর্ত অতিবাহিত করেছি,আর তখনই আল্লাহর রহমতে কেউ একজন আমাকে সেলফে যুক্ত হতে বলে।আলহামদুলিল্লাহ আজ আমি ভালো আছি
صلى الله عليه وسلم সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট একটা দুরুদ শরীফ। বেশী বেশী আমল করি। লাভ-১০ টি ছোট গুনাহ মাফ. ১০টি নেকী অর্জন৷ ১০ গুন মর্যাদা বুলন্দ। 🌳🌳🌳🌳🌳☘️🌱
"পানি পান করার সুন্নত ৬টি ১.বিসমিল্লাহ বলা। ২.পানি দেখে খাওয়া। ৩.বসে খাওয়া। ৪.ডান হাতে খাওয়া। ৫.তিন শ্বাসে খাওয়া। ৬.শেষে আলহামদুল্লিাহ বলা। ভাই বোন -সকলে আমল করি এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। বরকত পাবেন ইংশাঅল্লাহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তা-ই করেন। খুবই বিপদগ্রস্ত অবস্থায় এবং হতাশার চরম পর্যায়ে পৌঁছে গেছি আমি। ভিডিওটা দেখার পরে মহান আল্লাহ মনে একটা শান্তি দান করলো।আলহামদুলিল্লাহ
অনেক ধন্যবাদ,,,ভাই।।।এই কথাগুলো শোনার আগের মুহূর্ত পর্যন্তও সবকিছুই শেষ হয়ে গেছে এইটা ভেবে ফেলেছিলাম 😔😔 কিন্তু না আমি হাল ছাড়বো না,, লেগে আছি আর থাকবোও দেখি কি হয় আর না হয়।
তুমি যখন কোন কিছুকে টার্গেট করবা, Continuous Effort দিতে থাকবা, তাতে যদি তোমার হতাশা বাড়তে থাকে, তাহলে You should be happy 😊, এর মানে আমি Success এর তত কাছে চলে গেছি(তাই তোমাকে Effort দিতে থাকতে হবে, কারণ এই Journey আমাকে আরো সামনে নিয়ে যাচ্ছে) আর হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এর আগেও অনেক মানুষ এই রাস্তা দিয়ে গিয়ে সফল হয়েছে। "হতাশা যত বেশি, Success তত নিকটে" - মাহমুদুল হাসান সোহাগ
Aameen summaameen. Muje samaj nahi aaya maulanane kya kaha kyunki muje bangali language nahi aati aur translation nahi dikhate is videope so please can you explain little bit
স্যার..আপনার ভিডিওটি খুবই Helpful . আমি প্রথমবার NET দিয়েছিলাম ,প্রথমবার আমার শুধু NET হয় JRF হয়নি ( তবে MANF থেকে JRF fellow হয়েছে) প্রথমবার আমার মার্ক হয়েছিলো ৯৯.৩৬ ( JRF cutoff 99.65 ছিলো) আমি দ্বিতীয়বার পরীক্ষা দিই( কেননা আমার স্বপ্ন ছিলো JRF , আমি জানি অনেকে আমাকে বোকা বলতে পারে ,কেননা MANF ও JRF উভয় ফেলোশিফ একই Amount এর ,পাঁচ বছরের জন্য ph.d enroll হলে প্রতি মাসে ৩১,০০০ টাকার ,তবে আমার একমাত্র স্বপ্নটাই ছিলো JRF) ...দ্বিতীয়বারও কিছুটার জন্য আটকে গিয়েছিলো ৷ JRF cutoff গিয়েছিলো 99.71 আর আমার মার্ক হয়েছিলো 99.64 ... আমি তৃতীয়বার পরীক্ষা দিয়েছি result এখনো বেরোয়নি....
১ অক্টোবর ২০২৩, রাত ৯টা বেজে ৩৩মিনিট হতাশায় নিমজ্জিত হয়ে যখন হাল ছেড়ে দিতে মন চাচ্ছে তখন আবার মনে হলো আল্লাহর নামে আবার লেগে পড়লাম সবার দোয়াপ্রার্থী
মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল,,,, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্বপ্ন পূরণ করতে হলে লক্ষ্য টার্গেট করে এগোতে হবে তাহলে আমরা সাকসেস হতে পারবো। এবং তুমি তাই পাবা তুমি যা করবা। আল্লাহ আমাদের সবাই কে যেন সেই স্বপ্নগুলো পূরন করে দেয়।
I can't describe my feeling through txt.. Ei video ta ekdom tik smy e amr samne ashche jkn ami success er nikote jacchi tobuo hotasa aro berei cholche.. motivation ta ekdom tir er moto mon & mind e gete thakbe and In Sha Allah j din success hobo ami ei cmnt er rply dibo In Sha Allah.amr unsuccessful married niye jno right decision nite pari and amr study e amr ekmatro vorosha tai eta niyei hatchi, duwa korben jno ami hotas na hoye success hote pari❤
Ami hotas Hoye jokhn phone ta hate niye RU-vid e aslam ..tokhn apnar video ta samne aslo..ekdom in time e apni amake help krlen..ekhn onekta Valo lagche. Allah apnar Valo koruk.