আমরা আগে কখনো এতো বাজার চেক কোরতে দেখিনায় । এখন দেখতেছি তাই কি সবজি এবং অন্যান্য জিনিসপত্রের দাম এতো বেশি ।চেকের পর চেক চলতেছে তার পরেও জিনিসপত্রের দাম কমছে না ।না কি মানুষ জনকে দেখাইতেছে আর বুঝ দিতেছে ।যারা চেক কোরছে তারা কেন বলেনা যে এ সমস্যা ।
এমন খোলা হলুদ মরিচ দিয়ে তরকারি রান্না করে। আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। দুধ খাওয়ালেই ডাইরিয়া।পরে বুঝতে পারলাম মরিচের সমস্যা। পরে বাজার থেকে পকেটেরটা নিয়ে যায়।তারপর আমার বাচ্চা সুস্হ।
খোলা এবং পেকেট বিষয় না,বিষয় হলো খাটি পণ্য কিনা,,,বাজারে ভেজাল পণ্য গুলো কমদামে বিক্রি হয়,,আর খাটি পণ্য একটু বেশি দামে,, কিন্তু কিছু মানুষ যখন কমদামে পণ্য বিক্রি করে তখন কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল পণ্য তৈরি করে কমদামে বিক্রি করে,,,হলুদ মরিচের সাথে, চাল,কেমিক্যাল রং মিশিয়ে বাজারে বিক্রি করে,,, তখন খাটি পণ্যের সাথে দামের অনেক পার্থক্য থাকে,,