অনেক কিছু লুকিয়ে ভিডিও দেন কেন ভাই। পানি গুলো বদলাতে হবে কতদিন পরে, নতুন পানি কিভাবে দেন,ময়লা গুলো কোথায় ফেলে দিতে হবে। সেখানথেকে গন্দ আশেপাশের মানুষের সমস্যা হয় কি-না। ইত্যাদি বাকি থাকে।
ভাই আপনি সত্য কথা বলেছেন আমি মালোশিয়ান প্রবাসি আমার বাবার মুরগির খামার ছিলো তিনি দশ হাজার মুরগি পালতেন কিন্তু না বুজতে পারলে যা হই প্রায় সাত হাজার মুরগি তিন দিনের ভেতরে মারা যায় মুরগির বয়স ছিলো ৫মাস আমরা অনেক লস করেছি তাই আমি মনে করি আপনারা ছোটোখাটো খামার আগে করেন
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এমন ভিডিও বানানোর জন্য, আমি পলাশবাড়ী উপজেলা থেকে বলছি, আমি হাঁসের বাচ্চা নিতে চাই, কোন জাতের বাচ্চা নিলে খামারের জন্য ভালো এবং লাভজনক, ভাই একটু বলবেন।
আসসালামু আলাইকুম ভাই, আপনার কথা ও উপস্থাপনা খুব ভাল এবং খামারি ভাইয়ের কথা ও ভাল লাগল।ভাই পরামর্শ চাচ্ছি আমার বাড়ি শরীয়তপুর। এখানে হাসের বাচ্চা পৌছানোর কোন ব্যবস্থা বা কি ভাবে আমি সংগ্রহ করতে পারি। যদি একটু সহযোগিতা করেন অনেক উপকৃত হব। ধন্যবাদ ভাই।
আসসালামু আলাইকুম ওরাহঃ । মা শা আল্লাহ ভালো লাগলো দোয়া করি আল্লাহ ভালো রাখুক আমিন । ভাইয়ের কথা গুলা শুনে ভালো লাগলো । ভাইজান আপনার জানা মতে কুমিল্লা ও নোয়াখালী তে হাঁসের খামার ও বাচ্চা পাওয়া এমন কোন খামার আছে কিনা জানা থাকলে মোবাইল নং সহ দিবেন। ধন্যবাদ । আল্লাহ হাফেজ ।