১,৬৪,০০০৳÷১২০ মাস মানে ১০ বছর প্রতি মাসে ১৩৫০৳ বিদ্যুৎ বিলের সমান টাকা একবারে খরচ করবে পাবলিক যদি বোকা হয় তাহলে এগুলো কিনবে। বিদ্যুৎ বিল তারপর ব্যাটারী ও ইনভার্টার সমস্যাতো আছেই।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ এক নম্বরে আপনার পেনালের দাম বেশি দুই নম্বরে ইনভারটার দাম বেশি rec সোলার ফাইনাল ৪৫ টাকা আরে ভাই মানুষের মরিচ উঠায় প্রতিদিন আপনি তো মুলা উঠাইতেছেন এখন মানুষ এত পাগল না সবাই ইন্টারনেট ঘাটাঘাটি করে
ভাই আমি যখন ভিডিও দেখছি তখন বাংলাদেশ সবার সংকট ছিল। বর্তমানে হাইব্রিড সোলারের এর দাম ৪৫ টাকা করে আর মেশিনের দাম হচ্ছে ৪০ হাজার টাকা। কিছুদিন পরে দাম আমারও কমতে পারে।
চাইনিজ ইনভার্টার গুলো খুবই খারাপ হয় একবার খারাপ হয়ে গেলে এগুলো রিপিয়ারিং হতে চায়না এর থেকে ইন্ডিয়ান লুমিনাস মাইক্রোটেক ইউটিলিটি ভারতের প্রোডাক্টগুলো অনেক ভালো হয় এরমান কুড়ি বছর অব্দি হয় তারপর সেটা খারাপ হয়ে গেল ভাংবি দরে বিক্রি হয়
ভাই সোলার প্যানেলের দাম উঠানামা করে আমি যখন ভিডিও দিয়েছি তখন বাংলাদেশ সোলারের সংকট ছিল। বর্তমানে হাইব্রিড সোলারের দাম হচ্ছে ৪৫ টাকা করে মেশিনের দাম হচ্ছে ৪০ হাজার টাকা। কিছুদিন পর দাম আরো কমতে পারে।