ভাই আপনার দেখানো ও শেখানো পথে হেঁটে গিয়ে যখন টোটোর সন্ধান পেলাম তখন দেখলাম আমি শালিমার রেল স্টেশনে পৌঁছিয়ে গিয়েছি। ধন্যবাদ ভাই, আমাকে বিনা পয়সায় হাওড়া থেকে শালিমার পৌঁছিয়ে দেওয়ার জন্য।
উনি হেঁটে দেখিয়েছেন বলে আপনাদের এতো বেশি মনে হচ্ছে। তবে অন্য you tuber রা শুধু মুখে বলে দেন রেল মিউজিয়াম থেকে। সেটা সবার কাছে helpfull হয়। আর হয়তো সবার সাধ্য নাও থাকতে পারে prepaid taxi না করার। তাই তিনি এই রুট টা বলেছেন। আরও অনেক রুট আছে। আপনি যেতেই পারেন। উনি তো জোর করে কাউকে এটা দিয়েই যেতে বলেনি। আজব সব পাবলিক
নিউ কমপ্লেক্স থেকে এই toto স্ট্যান্ড কত দূর? মনে হচ্ছে 1.5 কি মি র কম নয় । আপনি দূরত্ব বলে দিলে ট্রলি সুটকেস ঠেলে নিয়ে যাওয়া যাবে কি না সেটা পরিষ্কার হবে ।
তা ভাই তোমার পরিকল্পনা হিসাবে আর একটু হাঁটলেই তো শালিমার স্টেশনে পৌঁছে যাবো । তার চাইতে তুমি একটা ভিডিও বানাও পায়দল বাহনে কিভাবে শালিমার স্টেশনে পৌঁছনো যাবে । আর একদম বিনা পয়সায় । যত্তসব ।
এতটাই যখন হাঁটবো বড় বড় বাক্সো প্যাঁটরা নিয়ে, তো তারপর টোটো নেব কেন? আর একটু, ৯ মিনিট মতো, হাঁটলেই তো সাঁতরাগাছি ইষ্টিশান। উল্টে ৩০ টা টাকাও বাঁচবে।।😅😂😂
ভাই তুমি অনেক খেটেছো দেখছি ,তার জন্য অশেষ ধন্যবাদ তোমার কিছু ইনফরমেশন ভুল আছে, প্রথমত যখন টোটো অনেক থাকে তখন হয়তো 30 টাকা করে নেয়, যখন না থাকে টোটো তখন 50 টাকা 60 টাকাও নেয়। তারপর টোটো ধরার ডিসটেন্স টা ওখান থেকে প্রায় দেড় কিলোমিটার, লাগেজ নিয়ে হেঁটে যেতে খুবই কষ্ট হবে, তারপরে রেল মিউজিয়াম এর সামনে টোটো না দাঁড়ায়, তাহলে আরো হাফ কিলোমিটার এগিয়ে যেতে হবে। এরা ডাইরেক্ট শালিমার স্টেশনে পৌঁছায় না, ব্যাতাইতলা ফাঁড়ির তিন নম্বর লেভেল ক্রসিং এর সামনে নামিয়ে দেবে তারপর আবার অন্য টোটো করে শালিমার স্টেশন যেতে হয়। তাহলে পয়সা টাও যেমন বাড়বে ডিসটেন্স ও সেরম বাড়বে।
Toto stand পর্যন্ত যেতে আরেকটা Toto লাগবে.... তারপর ওটা বৈধ স্ট্যান্ড না.. So it is Uncertain to get a Toto fm there... Further you have'nt mention the distance of Toto stand from Taxi booth.. New Complex..
নমস্কার দাদা ভিডিওটা খুবই ভালো লাগলো এবং খুব আকর্ষণীয় হয়েছে l এবার আপনি কলকাতা এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে হেঁটে ধর্মতলা যাবার একটা শর্টকাট ভিডিও বানান l জনগণের অনেক টাকা বাঁচবে তাতে l
B. Garden mini bus বা 55№ private bus এ Howrah বা Esplanade থেকে শালিমার 3№ rail gate পার করে নেমে Totoতে Shalimar Station পৌঁছানো সবচেয়ে সহজ ও সস্তা-মালপত্র থাকলেও।
Howrah thake toto dhare shalimar jete anek hatte hobe, but HWH station ar kache toto or Auto stand hole khub subidha hobe .please arrange korun, oblige thakbo
খুব একটা সুবিধা হলো বলে মনে হলো না। এর থেকে হাওড়া 1 no. Platform 1st left side turn Subway দিয়ে বেরিয়ে শালিমার যাবার minibus পেয়ে যাবেন। Conductor আপনাকে বাতাই তলাতে শালিমার বলে নামিয়ে দেবে। কিন্তু ওখানে নামলে অনেক হাঁটতে হবে। বলবেন 1 no platform এ যাবো। যেখানে নামবে সেখান থেকে একটু হাঁটতে হবে। খুবই বাজে জায়গা। Car থাকলে একদম সামনে যেতে পারবেন। খুব recently 28th March 2024 evening আমাকে যেতে হয়েছিল।
হাওড়া স্টেশন থেকে টোটো,অটোওয়ালা বেশি ভাগই অবাঙালি আর ব্যবহারও জঘন্য, ইচ্ছা মতো রেট নেয়। খুবই খারাপ সিস্টেম। এই ব্যবস্থা বদলানো দরকার। কোলকাতার পাশে এই রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ,এরথেকে দুর দুর জেলার রাস্তা অনেক ভালো। দক্ষিণ ভারতের মানুষের কাছে খুব খারাপ বার্তা যায়, আমি নিজেও শুনেছি সমালোচনা করতে। আমি দক্ষিণ ভারতে থাকি বলে আমাকে ওই রাস্তা দিয়ে আসতে হয়।
সহজ উপায় এটাই আমার মনে হয় হাওড়া বাস স্ট্যান্ডের কাছে গিয়ে B Garden মিনিবাসে করে শালিমার স্টেশন এর কাছে নেমে ১০/- toto করে শালিমার স্টেশন। Totote ৫ মিনিট।
Howrah new station ar samne theke dakshin dike soja agiye jan.... Khujte tahakun toto stand.... Khujte khujte sese binepaysay pouche jan shalimar station.
Ami howrah shalimar er kache e thaki. Toto y jawa Sobsomoy e aramdayak kintu ora rail museum thk egoyna . Eto ta walking valo lagena . Tobe bus e jawar cheye far better
যত সব ভুলভাল পোস্ট , এইসব পোস্ট এর কারণেই মানুষ আরও বেশী করে Mislead হয় - শুধু Views বাড়িয়ে আর লোককে Subscribe করতে বলে টাকা কামানোর জন্য এইসব ভুলভাল ভিডিও।