Тёмный

হাথুরু-শান্তর মতে, যে কারণে নাম কাটা গেছে সাইফউদ্দিনের ? 

BD 24
Подписаться 20
Просмотров 54
50% 1

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড আগামীকাল ঘোষণা করলেও তা আইসিসির কাছে গত ৩০ এপ্রিলই পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ঘোষিত দলের সঙ্গে সেই দলের একটা পার্থক্য আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
সেই তালিকায় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন থাকলেও গতকালকে ঘোষিত দলে তার জায়গায় আছেন তরুণ পেসার তানজিম সাকিব।
গত বছর এশিয়া কাপে অভিষেক তানজিম হাসান সাকিবের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই তরুণ পেসারের টি-টোয়েন্টি অভিষেকও হয় গত বছর ডিসেম্বরে নিউজিল্যন্ডের বিপক্ষে।
প্রতিভাবান এই পেসারকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ ধরা হলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেয়ার দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে ছিলেন তিনি।
বরং বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠাটা মোহাম্মদ সাইফউদ্দিনের জন্য শুধু সময়ের ব্যাপার ছিল।
এবারের বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে দারুণ অবদান রাখেন তিনি। যার প্রেক্ষিতে ডাক পান জিম্বাবুয়ে সিরিজে। এমনকি বিশ্বকাপের প্রাথমিক দলেও ছিল তার নাম।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট শিকারও করেন তিনি। কিন্তু উইকেট শিকার করলেও অকাতরে রান বিলিয়েছেন সাইফ।
চার ম্যাচ খেলে তিন ম্যাচেই ডেথ ওভারে প্রভাব ফেলতে পারেননি। এই তিন ম্যাচের প্রথমটিতে ১৭ ও ২০তম ওভারে তিনি যথাক্রমে ১৩ ও ১৮ রান খরচ করেন। পরেরটিতে শেষ ওভারে ১১ রান শিকারের আগে ১৭তম ওভারে দেন ১৮ রান।
আর সিরিজের শেষ ম্যাচে ১৬তম ওভারে ১৩ ও ১৮তম ওভারে ১৯ রান দেন।
এরপর বিশ্বকাপ দল থেকে সাইফউদ্দিনের নাম কেটে তানজিম সাকিবকে জায়গা দেন নির্বাচকরা।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাইফউদ্দিনকে বাদ দেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল।
তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’
আজ বুধবার (১৫ মে) বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের আনুষ্ঠানিক ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় বাংলাদেশ দল।
সেখানে দল নিয়ে প্রত্যাশা, বিশ্বকাপের দল নির্বাচনসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সেখানে সাইফউদ্দিনকে বাদ দেয়া ও তানজিম সাকিবকে দলে নেয়ার ব্যাখ্যা দেন তারা।
হাথুরুসিংহে এ প্রসঙ্গে বলেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব (তানজিম) একটু জোরে বল করে।
সাইফউদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’
কোচের সঙ্গে গোলা মেলান অধিনায়ক শান্তও, ‘দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়; এর আগেও।
আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে (দুজনের প্রতিযোগিতা) খুব ক্লোজ ছিল।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তানজিম সাকিব। তাতে এক ম্যাচে ২৬ রানে ১ উইকেট শিকার করলেও অপর ম্যাচে ৪২ রান দিয়েও উইকেটশূন্য থাকেন তিনি।
help Do Subscribe:(BD 24)
For Business inquiries:mdlisanislam7@gmail.com

Спорт

Опубликовано:

 

18 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
НЕБЛАГОДАРНЫЙ ВНУК #shorts
00:22
Просмотров 499 тыс.
Khabib came to check on Poirier 👀 #UFC302
0:25
Просмотров 586 тыс.
Смешные моменты в мма
0:42
Просмотров 4,5 млн
Смешные моменты в мма
0:42
Просмотров 4,5 млн