বাবার থেকে আজ প্রথম এই ব্যান্ডের নাম শুনলাম। ইউটিউবে গান বাজাতে বললেন হায় ভালবাসি,মহিনের ঘোড়াগুলি। গান টা সার্চ করে বাজাতেই তিনি কেদে ফেললেন। ২০.০১.২০২১ 🥀
আরো শত বসন্ত আসবে, তখন হয়তো আমরা আর থাকবো না, পরবর্তী প্রজন্ম এই গান শুনবে, যেমন আমরা শুনছি। তারাও তাদের চারমিনারের ধোয়া ভরা সন্ধ্যায় আকাশ, ফুল, মাটি কে ভালোবাসবে, যেমন টা আমাদের দিনে আমরা বাসতাম। আবারও সময় চলে যাবে। আমাদের চেনা এই গানের সুরে তখনও চির বসন্ত। (বিপ্লব দীর্ঘজীবী হোক)
absolutely, this is a band from my parent's generation, when they were students. My dad is a big fan and never misses an opportunity to remind me that it's a band from their times. When I was a college student in the 1990s, these songs underwent a revival and apprised the recognition that they deserved. I really hope the next generation will keep these pearls of artistic beauty alive
এই গান,১৯৭৭ সাল,মানে অবিশ্বাস্য।। সত্যি বলতে এরোকম লিরিক্স আর শুনতে পাবো কিনা জানিনা।।তবে অদ্ভুত মায়া ভরা।। স্কুল কলেজ এই গান এর চল শুরু করা উচিত।।বাচ্চাদের ও ওদের বিষয় নির্বাচনের স্বাধীনতা দেওয়া হোক।।
প্রিয় বাপিদা তুমি আজই আমাদের ছেড়ে চলে গেছো। আজ এই গানটা শুনছি। তুমি সত্যি মহান গীতিকার। যেখানেই থাকো ভালো থেকো । প্রণাম জানাই। এ এফ এম সেবগাতুল্লা, ২৫ শে জুন ২০২৩.
"Now, I understand what you tried to say to me And how you suffered for your sanity And how you tried to set them free They would not listen, they did not know how Perhaps they'll listen now." Bapi Da, (1954- forever) Thank you. ❤
এখন সময় ২০২১, গানটা যখন মুক্তি পায় সময় ছিল ১৯৭৭ সাল। সেই সময় থেকে এখন অব্দি এই লিরিক্স গুলো প্রাসঙ্গিক অনেক। কি সোনালী দিন ছিল বাংলা ব্যান্ড মিউজিক এর, আহা! এপার বাংলা থেকে লিখছি, শুনতে শুনতে মহীনের ঘোড়াগুলি।
হায় ভালোবাসি, তোমায় দিলাম এইসব গান যখনই শুনি তখনই একজনের মুখ ভেসে ওঠে। তিনি পাপ্পু ভাই। সেই ২০০২ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে মহীনের ঘোড়াগুলির সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। পাপ্পু ভাই ❤️
@@LonesomeTraveller Thiki bolechhen ar sei jonnoi Mohiner Ghoraguli je somman sei somoy paoa uchit chhilo ta thik ekhono payni. Karon tokhon keu onader gaan nie matamati koreni.
জীবনের প্রথম বরিশাল যাচ্ছি, বাসায় না জানিয়ে। লঞ্চের সামনে দাঁড়িয়ে গানটা শুনছি। এতক্ষণ প্রিয়জনদের অতটা অনুভব না করলেও গানটা বাধ্য করছে, মিশ্র ধরণের অনুভূতি।
Thanks for uploading the perfect lyrics of an unforgettable song which was sung by a band which did not get the deserved recognition initially,but finally became popular through the young Bengali generation
I love running on moonlit flower fields, And walking on sweet paths Washed in the twilight on faraway mountains, The green infinity of farmlands calls out to me. Yet, I feel nothing at all And walk on the path of gloom But I wonder where grief hides. I love floating in rafts on the great river, Butterflies and wild ducks I watch raptly Looking at the melancholy evening beyond my window, Reading poetry delights me. Yet, I feel nothing at all And walk on the path of gloom But I wonder where grief hides. When… I see them working in the fields and ports Only caring about their next harvest Right then, I feel nothing at all Good days… come close, let’s love the world together. I love Picasso, Buñuel and Dante and listening to Beatles, Dylan and Beethoven. I return home enveloped in the mist, Entwined by the music of Ravi Shankar and Ali Akbar. Yet, I feel nothing at all And walk on the path of gloom But I wonder where grief hides. When… I see them working in the fields and ports Only caring about their next harvest Right then, I feel nothing at all Good days… come close, let’s love everything together. Yet, I feel nothing at all And walk on the path of gloom But I wonder where grief hides.
Akhon 2024 sal . Tobe mohiner ghoraguli r gan gulo sone mone hoi soddo record kora. Aj akhane ai comment ta kore rekhe gelam, jotobar ai comment a like porbe totobar fire asbo ai gan ta noton kore sunte o anuvob korte ❤.
Just heard this song posted by someone on insta and it was so catchy. I don't understand a word but someone wrote a translation here. It was just beautiful. Wish to listen more Bengali songs ❤️
A Bhalobashi jyotsnae kashbone chut tey C#m Chaya ghera metho pothe bhalobashi haat tey Bm Dur paharer gae F# Godhulir alo mekhe Bm Kache dake dhaan khet sobuj digonte D Tobuo kichui jano E Bhalo je lage na kano A Udashi pother majhe F#m Mon pore thake jano D Kothay roeche bhabi E Lukie bishad A Tobuo A Bhalobashi dingi noukae chore bhaste C#m Projapoti bunohaans bhalo lage dekhte Bm Janlar kone bose F# Udasi bikel dekhe Bm Bhalo lage akmone kobita porte D Tobuo kichui jano E Bhalo je lage na kano A Udashi pother majhe F#m Mon pore thake jano D Kothay roeche bhabi E Lukie bishad A Tobuo A Jokhon dekhi C#m Ora kaj kore Bm Graame bondore F# Bm Sudhui foshol D Folaay gham E Jhoraay mathe A Prantore A Tokhon bhalo C#m Lage na lage na kono Bm Kichui F# Bm Sedin kache D Esho bhalo- E Baashi aksathe A Shobkichui Verse 2: A Bhalobashi Picaso Bunoyel Daante C#m Beatles Dylan ar Bethoven sunte Bm Rabishankar ar F# Ali Akbar sune Bm Bhalo lage bhore kuashay ghore firte D Tobuo kichui jano E Bhalo je lage na kano A Udashi pother majhe F#m Mon pore thake jano D Kothay roeche bhabi E Lukie bishad A Tobuo A Jokhon dekhi C#m Ora kaj kore Bm Graame bondore F# Bm Sudhui foshol D Folaay gham E Jhoraay mathe A Prantore A Tokhon bhalo C#m Lage na lage na kono Bm Kichui F# Bm Sedin kache D Esho bhalo- E Baashi aksathe A Shobkichui
ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে ভালোবাসি একমনে কবিতা পড়তে যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে তখন ভালোলাগেনা লাগে না কোন কিছু সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে আজ সব কিছু ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে বিট্ল্স্ ডিলান আর বেথোফেন শুনতে রবিশঙ্কর আর আলি আকবর শুনে ভালোলাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে
আজকের দিনে দাড়িয়ে এই গানগুলো আরো প্রাসঙ্গিক কারণ সুদূর দিল্লির রাজপথে ১০ মাস ধরে আন্দোলন করছেন কৃষকরা ।। ভারতের স্বাধীনতার পরের ইতিহাস এ কোনোদিন এরকম বড় আন্দোলন হয়নি ।। সংহতি জানাই কৃষকদের
আবার ও জানিনা এই পৃথিবীতে জন্ম নেবো কিনা কিন্তূ যদি জন্ম নিয় তখন যেনো এই গান টা থাকে এই গানটার একটা মায়া যেনো আমাকে k জড়িয়ে রেখেছে আর এতো সুন্দর একটা গান বানানোর জন্যে আপনাদের কে অজস্র ধন্যবাদ মহিনের ঘোড়াগুলি ❤
কিভাবে ভালোলাগা প্রকাশ করবো বুঝতে পারছি না।কিন্তু শুধু এটা ভেবেই ভালো লাগছে,আমার মতো কেউ একজন পড়ন্ত বিকেলে কিংবা মধ্যরাতে এই গানটা শুনতে শুনতে হয়তো আনমনে চোখের জল মুছবে। যুগ যুগ বেচে থাকুক গানগুলো
গান যারা ভালবাসে তাদের কাছে এসব গান কখনো পুরাতন হবে না , আগামী প্রজন্ম ও এ সমস্ত গান শুনে মনের উচ্ছাস রঙিন ভাবে মিলিয়ে নিতে পারবে > বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো
এই গানটা যখন গাওয়া হয় তখন হয়তোবা আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। ভাবতে অবাক লাগে আমি এখন ২০২২ সালে এসে গানটা প্রতিদিন ৪-৫ বার শুনি। আমার বয়সী অনেকেই শুনে। কারন এইটা একটা লিজেন্ডারি গান। অবশ্যই আরো ২০ বছর পর নতুন প্রজন্মেরা এই গানটা বারবার শুনবে। বাংলাদেশ থেকে🖤
2357 days since I first saw her felt harder for her,she is the perfect girl I can ever imagine. I still fall for her not for her body or beauty, idk what it is I just love her. Still remember firstly I heard her voice and I don't know what happened to me then met her in …., never had enough confidence to confess my feelings to her. I hope someday I'll confess it, but deep down I know I won't do it.
গান টার একটা দিক যেটা সব থেকে মন জয় করে নেয় কি সুন্দর রোমান্টিক সুর কিন্তু তাতেও সর্বহারা মানুষদের হাহাকার কে কি সুন্দর বেধে ছিলেন গৌতম চট্টোপাধ্যায়
সর্বক্ষণ বাক্যগুলি মস্তিষ্কে ঘুরাঘুরি করে!! আহ্ কি মাধুর্য 💝 অনন্তকাল প্রিয় একটিই গান থেকে যাবে🌠😊🥰🥰 শুধু একটা কাঁটাতার আলাদা করেছে আমাদের আর কিছু নয়🙏💝🤗 ভালোবাসা অসীম💝 সবই থাকবে ব্যক্তিত্বের শুধু থাকবো না আমরা💔💔 ২৭/০৬/২০২৩ -(২৯/০৬/২০২৩ ঈদুল আজহা) লেখাটি সৃতি প্রিয় ভালোবাসার সাথে💝💝🤗
হায় ভালোবাসি! আমার প্রতিদিনকার গান। মহীনের ঘোড়াগুলি হৃদয় ভূমিতে বড্ড ছোটাছুটি করে। লন্ডভন্ড করে দেয় আমার সযত্নে গড়া ঘর,উঠোন,ছাদ। তবু, এই ভাংচুর রোজ একবার না হলে "ভালো লাগে না, লাগে না কোনোকিছুই"।
ঢাকা যে শহর কারো কাছে আপন মনে হয়না, কিন্তু এ শহরের মায়া কেউ ত্যাগ করতে পারেনা কলেজ জীবনের শেষ দিকের মুহূর্তগুলো পার করছি সময় বড়ই অদ্ভুত একদিন আসবো আবার শুনবো