জিজ্ঞেস করেছিলে না কেমন আছি?? হেলাল হাফিজের অচল প্রেমের পদ্য টা খুব মনে পড়ে গেলো। আছি। বড্ড জানান দিতে ইচ্ছে করে, - আছি, মনে ও মগজে গুন্ গুন্ করে প্রণয়ের মৌমাছি।
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
'Guruchondali' গান টা suggestion এ আসলো.. তারপর channel এ এসে এটা পেলাম.. অনেক সুন্দর সব গুলোই ❤️। বরাবরই বাংলাদেশের ব্যান্ড এর গান গুলো ভালো লাগে। আপনারা অনেক দূর এগিয়ে যান। এপার বাংলা থেকে আপনাদের জন্যে একরাশ শুভেচ্ছা রইলো।
গানটা অবশ্য শোনা হতো না, "হারানো বিজ্ঞপ্তি" টাইটেল দেখেই গানটি শোনা☺️ কিন্তু শুনে আমি নিজেই হারিয়ে গিয়েছি কারণ আমারও হারিয়েছে সুর তথা মন,কিন্তু এই অভিযোগ করার উপায় নেই। কারণ যে শহরে আমি থাকি সেই শহরের একমাত্র অপরাধী আমি,আর আমার অপরাধ কাউকে অসম্ভব ভালোবাসা। এই শহরে ভালোবাসা অন্যায় তাই আমার কোনো অভিযোগ নেই 💔 "কোনো সকাল বেলা, একাকী একেলা আমি যদি বা চলে যাই, দুঃখ নেই তাতে, নিজেকে হারাতে" এই পর্যন্ত আমার সাথে খুব মিলে কিন্তু "তবু সেই সুর আমার চাই" এইটা মিলে না কারণ সেই সুর আমার হবার নয়😅💔
আমি যেখান থেকে ভার্সিটির বাসে উঠতাম, উনিও সেখান থেকে উঠতেন। কোনদিন কথা হয়নি কিন্তু ভার্সিটিতে দেখলে বন্ধুদের কাছে বলতাম ওই দেখ আলাদিনের দৈত্য ( অনেক লম্বা আর ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন)। হঠাৎ একদিন ফেসবুকে দেখলাম উনি আর নেই। নিজের মানুষ হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, তেমন কষ্ট পেলাম। আজ আবার In loving memory of Shamrat দেখে বুকটা কেমন যেন করে উঠলো।
আমার ভীষণ বড় একটি আক্ষেপ আমি এইসব মাস্টারপিস গান গুলো দেরি করে ফেলি শুনতে, যাইহোক হারাবার পর হারানোর বিজ্ঞপ্তি শুনে ফেরার অনুভূতি পেলাম, অসম্ভব সুন্দর গানটি যা আমার তুচ্ছ হৃদয় প্রকাশ করতে পারে নাহ শুধু অনুভব করতে পারে ❤
"হারনো বিজ্ঞপ্তি " গানের এই টাইটেল দেখেই গানটা না শুনেই নামাই রাখছিলাম আরো ২মাস আগে, সময়ের অভাবে শোনা হয় নাই কিন্তু বিগত ১মাস ধরে এই গানটা আমার প্লে লিষ্টের সবার উপরে থাকে🤍 যেদিন থেকেই লিরিক্স বুঝে গান শোনার বয়স টা হচ্ছে সেদিন থেকে এই গানগুলার প্রতি আকর্ষণ বেড়েই যাচ্ছে। পিউর মাস্টারপিস একটা গান 🤍 ভালোবাসা রইলো🤍
কোন সকাল বেলা, একাকী একেলা, আমি যদি বা চলে যাই, দুঃখ নেই তাতে নিজেকে হারাতে, তবু সে সুর আমার চাই... আমি ফিরে যাবো তাই পুরোনো সে ঠিকানায়, যেখানে রোদে মেঘে কতো রটনা...! ❤ "অসাধারণ"
এই সব গান যারা শুনে তাদের রুচি সত্যি অসাধারণ 🌼 যেমন লিরিক্স তেমন সুর আর সেই সুরের সাথে কন্ঠ, কি বানাইলা Oirabot, গুরুচন্ডালী থেকে হারানো বিজ্ঞপ্তি এই দুই গানের কারনে এই ব্যান্ডের প্রেমে পরে গেলাম ভালোবাসা রইলো🖤
জেনেছ কি তোমরা আমি রোজ রাতে কই? হারিয়ে যাই অনেক দূর। ভেবেছো কি তোমরা আমি নেশাতে বিভোর? যা ভেবেছো ভুল সবই ভুল। বলেছো কত কথা বিশ্রী-অযথা, আমি করিনি অভিমান। পকেটে তার ছবি রাখেনি এই কবি তাই সে হারিয়ে বিলান।…
নিজের জীবনের যা পরিস্থিতি যাচ্ছে একদম পারফেক্ট টাইমিং এ গানের। ঐরাবতের " তুমি ছাড়া হৃদয় অচেতন " এর পর এইটাও জীবনের সাথে মিশে গেছে। জীবন ই হারিয়ে গেছে, বিজ্ঞপ্তি দিতে হবে!
লিরিক্স এবং সুর দুটোই অসাধারণ 😍 গানের প্রতি টা লাইন আমার জীবনের বাস্তবতার সাথে সম্পৃক্ত তাই গানটা এখন নিত্য দিনের সঙ্গী😇♥️ এক কথায় বলতে গেলে গান টা আমার রোজ রাতে শান্তিতে ঘুমানোর ঔষধ 🥀🖤
প্রত্যেক দিন এর মতো করেই RU-vid এ গান শুনছিলাম। হঠাত করে গান টা বেজে উঠল। শুনতে শুনতে কবে যে নিজেই হারিয়ে গিয়েছে বুজতেই পারিনি।এখন নিজের হারানো বিজ্ঞপ্তি নিজেই দিতে যেতে হবে।
উড়ে গেলাম একেবারে।রাতের নিম্নচাপের কারনে ঠান্ডা বাতাস বইছে বাইরে বেশ।এমন একটা সুন্দর সকালে এই গান খুঁজে পাওয়াটা দারুন অনুভুতি। শুভকামনা ঐরাবতের জন্যে
Release er por theke e gaan ta shunchi. Gaan ta kirokom jeno mohomoy. Mathar vitor ghurte thake lyrics ta. Oshomvob shundor ekta composition. Love you guys Mehrab, Saymon, Anik and my Favourite Sunny. Hats off and respect.
Gaan ta shunar aghei gaaner sironame ta ke dekhano hoiche,,,Valobasha Always👌👌👌Oirabot👌👌👌Kno janina etto valo lage ei gaan ta,,, jibon tai eirokom e cholche
When you notice just 2.1k likes in this kind of fabulous piece of art, it reminds you that, you're getting old & this new generation has a very bad taste in music. Keep rocking, ঐরাবত!🤘🔥
পৃথিবীতে যার কেউ নেই, জীবন তার নিরুৎসাহ, নিথর,নিস্তরঙ্গ নদীর মতো বোবা ও অচল।আমি সেই নীরব নদীর একান্ত আপন বন্ধু। হয়তো বা আমি বাঁচবো না বেশিদিন। মধুর পৃথিবীতে আমি ঘৃণিত, অপমানিত এক ডানা ভাঙা পাখি...!! 🌸 আমাকে ভালোবেসো তুমি।
Its officially 4 hours + of me listening to this song on repeat , i cant get enough of it 😍😍 bestttttttttt song that has beeen released this year no doubt 💓💓
আরাত্রিকা, কখনও গানটি শোনার সময় যদি কমেন্ট বক্সে আসো, হয়ত তোমার চোখেও পড়তে পারে আমার কমেন্টটা...আমি জানি এটা আকাশের দিকে ছুটে চলা ককপিটে এস্ট্রোনট ছাড়া এক রকেটের মতই হবে। কিন্তু কখনও যদি খুজে পাও আমার কমেন্ট, বুঝে নিও আমি তখনও তোমার অপেক্ষায় বসে আছি, শুধু হাজার চেষ্টার পরেও তুমি ফিরে আসোনি বলে আর নতুন করে তোমার সাথে যোগাযোগের সাহস হয়নি ...
তার চলে যাওয়ার পর হারানো বিজ্ঞপ্তি টা ডায়েরির পাতার মাঝেই সীমাবদ্ধ হয়ে আছে৷ অভিযোগ আক্ষেপ রাগ অভিমান আবেগ গুলাও ওখানেই সীমাবদ্ধ। তাকে আর জানানো হলো না আমি ভাল নেই😅
3:30 ❤ আমি ফিরে যাবো তাই পুরোনো সে ঠিকানায় যেখানে রোদে মেঘে কতো রটনা...... আমায় দাও আর কিছুক্ষণ আমি পাল্টে নেবো মন ধরো আমার এ হাত দু'টো আর ছেড়ো না.....
Lyrics rarely hit me, I'm more of a tune,rhythm,beat based listener. But this song's lyrics hit me,touched me. Awesome brotherssss.💙 And kudos to the animation artist,visual does really add a nice touch to it
What an amazing composition, lyrics, voice and singing ..... congratulations to all the members who gave their relentless effort for making this song successful ..... I already heard and enjoyed this song countless times... Best of luck to Oirabot ...... অনেক অনেক শুভকামনা।
lyrics.... masterpiece... ❤️❤️ 529k views now....আমিও সুর খোঁজ এর অপেক্ষায়, সে সুর আবার ফিরে পেতে চায়,শব্দ দিয়ে তো তৈরি হয়ে গেছে বাক্য, আর বাক্য বাক্য যোগ হয়ে গড়েছে উপন্যাস, মহাকাব্য
বলেছো কত কথা, বিশ্রী-অযথা, আমি করিনি অভিমান... পকেটে তার ছবি, রাখে নি এই কবি। তাই সে হারিয়ে বিলান... একটি সুর হারিয়েছে, এ-ই তো গত মাঝরাতে। খুঁজে পেলেন কি কেউ সেই মূর্ছনা...?😊
রাত ১২ টা ঘুমিয়ে পড়ার কথা। ঘুমায় নি, তুমি ঘুমিয়েছো কিনা জানি না তাই, শুনেছি পড়ার অনেক চাপ তোমার। যাই হোক পড়ো, চাকরি করো। আমার চাকরি জুটবে না, চায়ের স্টল কিংবা, মুদি দোকান দিবো। এসো, সেখানেও বর্ং কথা হবে। তোমার জামাইয়ো নিশ্চয় চাকরি করবে, মাইনে হবে ভালো। যাই হোক ভালো ভাবে থেকো। তোমার বদ অভ্যাস গুলো ভুলেও বলো না। আর বিশেষ করে, নাক ঢাকার টা। নইলে কিন্তু বর পালাবে। কিন্তু তোমার রান্না তে সে তৃপ্তি পাবে। আর রোস্টটা যা হয় না জামাই তো চেটেপুটে খাবে। আমি না হয় পুটি মাছের ঝোল দিয়ে চালিয়ে নিবো, অহ হ্যা, তোমার বাসার মোরে, দোকান দেবো, ছাদে, হাটে, যখন আসবে দেখবো। তুমি ফিরে তাকাবে জানি, কিন্তু, চোখ ভিজে যাবে জলে। তোমার দোষ কী, একটু যদি পরতাম, চাকরি একটা হতো। না তোমার বাবা খারাপ না, সব বাবাই এমন। পুর্নজন্ম হবে না, তাই তোমাকে পাওয়ার আশা আর করি না। ভালো থাকবে না জানি, কিন্তু অভ্যাস হয়ে যাবে। এসি রুম এসি গাড়ি, শুনেছি বিশাল বড় টয়লেট, ও তো আমার সম্পুর্ন বাড়ি। যদি নাই পারো, তাও ওসব চিন্তা মাথায় এনো না, ভালো থেকো, সময় পেলে বাতাসের কানে, কেমন আছো জানিয়ো...... শুনে নেবো। ইতি সম্রাট।।