সাধারণ বাড়ির ছেলে । বাবা ছিলেন এক জন অবসর প্রাপ্ত শিক্ষক । সকলের অজান্তেই বাড়ি থেকে ইসকন মন্দিরে গিয়ে ভাল জায়গা দখল করেন । 11 ভাই 4বোন । প্রথমে বাড়ির সকলেই এই চলে যাওয়া মেনে নিতে পারেননি করেন সে ছিল একমাত্র বাড়ির নিষ্ঠা কর্মী আখান সব গর্বিত তার জন্য । সকলেই আশীর্বাদ করবেন ভগবানের কাছে তার জন্য । হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
জয় গোপাল জয় গোবিন্দ জয় রাধামাধব, আমার মন থেকে সকল অশুভ কুচিন্তা তাড়াও, শুভ জন্মাষ্টমীতে আমার অন্তরে হরি ভক্তি ও প্রেম জাগাও। জয় গোপাল হরি হরি বোল।
মহারাজ,আপনার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। আপনাকে আমার এলাকাতেই খেজুরী থানার পাটনা বৈকুনঠ শিক্ষা সদন হাই স্কুলের মাঠে আসতে দেখে ছিলাম। আপনার সঙ্গে আপনার কীর্তন আমরা সবাই একইসঙ্গে নেচে খুবই আনন্দ উপভোগ করে ছিলাম। সে কি আনন্দ।