আমরা এই গান শুনেই কিশোর বয়স থেকে যুবক থেকে অস্তাচলের দ্বার প্রান্তে ... আমাদের সময়টায় সমাজটা অনেক সুন্দর ছিল শিল্পী , সাহিত্যিক, পরিবেশ ও সত মানুষদের সামাজিক প্রভাবে ।তখন দেখেছি পঞ্চায়েত, পৌরসভার নির্বাচন হত অরাজনৈতিক ভাবে , প্রার্থী হতে ও ভোট দিতে পারতেন যারা কেবল এলাকার ভূসম্পত্তি র মালিক ও পরিবার গুলো । আজ সব কেমন পাল্টে গেছে , ভাল লাগেনা কিছুই, পাড়ায় পাড়ায় গুরুজন দের শাসন ছিল । স্কুল জীবনে রাস্তায় পৌরসভার আলো জ্বলে উঠলেই ঘরে , কলেজ জীবনে সন্ধ্যার পর বাইরে থাকার অধিকার, কত সামাজিক শৃঙ্খলা বদ্ধ ছিলাম আমরা ।আজ সব নষ্ট কেমন হয়ে গেছে , নেই সেই সব শিল্পী , সাহিত্যিক, যাত্রা । ধ্যুৎ আর কিছুই ভাল লাগেনা আর .
উনি নেই আমাদের মধ্যে কিন্তু ওনার সব কালজয়ী গান রয়েছে আমাদের কাছে, রোজ সেই সব গান শুনলেও শোনার ইচ্ছা থেকেই যায়, চলে যায় না। এই গানগুলো র সংরক্ষণ করে রাখা খুবই জরুরি, যাতে সারা জীবন এই গান গুলো শুনতে পারা যায়। অসাধারণ সব গান।