ভাইয়া আমরা নতুন মুরগির ফার্ম করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কোন মুরগির ফার্ম করলে বেশি ভালো? আপনার থেকে পরামর্শ নেয়ার জন্য কি আপনার সাথে যোগাযোগ করা যাবে বা আপনার নাম্বারটা দেয়া যাবে?
বর্তমান খাদ্যের বাজার মূল্য অনেক বেশি। যেনে বুঝে খামার করতে হবে। না হলে লস হবে। আমি বলবো অল্প দিয়ে খামার শুরু করবেন। অভিজ্ঞতা হলে বেশি দিয়ে খামার শুরু করবেন। ধন্যবাদ ❤️❤️
কি মুরগি পালন করবেন? লেয়ার হলে যায়গা বেশি লাগবে। সর্বনিম্ন ৩০০ স্কয়ার ফিট। যেমন ১৫ ফিট্ বাই ২০ ফিট্ ঘর নির্মাণ করতে হবে। কথা হচ্ছে আপনার ঘর নির্মাণ খরচ নিজের উপরে। কমবেশি করে করা যায়। সর্বনিম্ন খরচ ৩০ হাজার টাকা হতে পারে। জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে।