সত্যিই নাটকটা খুব ভাল লাগছে। মন ছুঁয়ে গেল। কারন আমার জীবনটাও এমনই। নাটকে তো ১টা সুন্দর সমাধান দিয়ে শেষ হলো। এমন সুন্দর সমাধান আমারও পেতে মন চায়। কিন্তু আমি জানি না ভাগ্যে কি আছে। তাই সবার কাছে দোয়া চাই।
আমার স্ত্রীকে সাথে নিয়ে পুরো নাটকটি দেখলাম, আমাদের দুজনের এই নাটকটি বেশ ভালোই লেগেছে , আসলে সব সময় নাটক দেখি এবং বেশিরভাগ সময় বিরক্ত হই আর আমি আসলে ফানি নাটক গুলো একটু বেশি পছন্দ করি কিন্তু ছ্যাবলামি নাটকগুলো আমার ভালো লাগেনা তবে এই নাটক টা আমার কাছে ভালো লাগছে সবার অভিনয় সুন্দর হয়েছে আশা করি এরকম নাটক আরো কিছু পাব শুভকামনা রইল .......
আসসালামু আলাইকুম।আমি আগে ২০১৫ সাল থেকে একজন ক্যান্সারের রোগি ছিলাম আলহামদুলিল্লাহ এখন ক্যানসার মুক্ত হয়ে ভালো আছি তবে ডাক্তার বলেছেন ক্যান্সারের জন্য আমার আরও অনেক জটিল রোগগুলো হয়েছে। এর জন্য আমার ডান কানের ও দুই চোখের সমস্যা রয়েছে। কয়েকমাস আগে আমার নিউমোনিয়া হয়ে দুই ফুসফুসে পানি জমে। তাই হাসপাতালে কিছুদিন যাবত ভর্তি ছিলাম। করোনা লকডাউনের কারণে এবং টাকা পয়সার প্রব্লেমের কারনে এখনও ডাক্তার দেখাইতে পারি নি। ডাক্তার বলেছেন আমার ডান কানে জরুরি অপারেশন করানো দরকার।কারন আমার ডান কানে ছিদ্র আছে। তা না হলে হাড্ডিতে ইনফেকশন হয়ে যাবে। আমার বাবা যেই কাজ করেন তা হলো একজন বাবুর্চির রান্না করা খাবার এর লাঞ্চবক্স দোকানে দোকানে পোঁছে দেয়া।এই কাজ করে আমার বাবা পরিবারে সচ্ছলতার সহিত চলতে পারে না। আমাদের প্রতি মাসের ঘরভাড়াও প্রতি মাসে পরিশোধ করতে পারেন না। আমার মায়ের ঔষধ লাগে প্রতিদিন। তাই যদি সম্ভব হয় আমাদের পরিবারকে কেউ কিছু সাহায্য করবেন।আমরা ভিক্ষুক না তবে পরিস্থিতির স্বীকার।আমাদের মোবাইল নাম্বার ০১৯৯৬৭৭৭৬৯৬। আপনারা কেউ চাইলে আমার চিকিৎসার যাবতীয় সব কাগজ পত্র দেখতে পারেন বা আমাদের বাসার ঠিকানায় এসে যাচাই করতে পারেন।কেউ সাহায্য না করতে পারলে দোয়া করবেন তবে অযথা ফোনে কল দিয়ে ডিসটার্ব করবেন না।মনে রাখবেন আমি আপনাদেরই একজন মুসলমান বোন।আপনারা সবাই যে যার অবস্থান থেকে যা পারেন যার যার সাধ্য অনুযায়ী দেয়ার চেষ্টা করবেন আমাদের বিকাশ নাম্বারে (০১৭৭৬৪৬৪৩২৮)এর বিনিময়ে আল্লাহ ইহকালে ও পরকালে আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইন শা আল্লাহ