প্রতি ছাগল থেকে প্রতি মাসে প্রায় এক হাজার টাকা আয় করা সম্ভব। আপনার কেপাছিটির(ধর্য, অভিজ্ঞতা,জমিজমা,শ্রমশক্তি,টাকাপয়সা) উপর নির্ভর করবে আপনি কয়টি ছাগল পালন করবেন। আশা করি বুঝতে পেরেছেন।
যারা ছাগলের খামার করবেন তাদেরকে অবশ্যই ছাগল পালনে প্রশিক্ষণ নিতে হবে। সেই ডাক্তারেরায় আপনার ছাগলের কোন সমস্যা হলে চিকিৎসা দিবে শুধুমাত্র আপনাকে সেই অনুযায়ী ওষুধ ক্রয় করতে হবে। আপনি যখন দশটি ছাগল পালন করবেন কিছু কিছু ছাগল সাত মাসে বাচ্চা দিবে আবার কিছু ছাগল ছয় মাসেই একবার বাচ্চা দিবে অর্থাৎ গড়ে সাত মাস পর পর আপনি একটা ছাগল থেকে বাচ্চা পাবেন।