আপনার টিপস্ বেশ ভালো লাগলো, ধন্যবাদ রইলো। আপু, আপনার ভাষায় "রিপ্লে/Replay" আর "রিপ্লাই/Reply" এর পার্থক্য আছে অবশ্যই। শব্দের ভুল প্রয়োগের চেয়ে বিকল্প তো রয়েছেই ! এটাকে নেগেটিভ দৃষ্টিতে না নিয়ে বরং আপনার কাছ থেকে আরও ভালো ভালো টিপস্ আশা করবো। শুভকামনা করছি আপনার ।
যা দেখাইলেন দেখলাম । কিন্তু সাদা ভিনিগার দিয়া কি ফালাইলেন সেটা তো দেখাইলেন না। আর এতো লম্বা ভিডিও করবেন না, লোকে বিরক্ত হবে, এই কথাগুলো ৩ মিনিটের ভিডিও তে শেষ করা যেতো ।