আপু মুরগির ঠোট কাটার জন্য আগে এবং পরে কি মেডিসিন কিভাবে খাওয়াইতে হবে একটু বলে বলে দিলে উপকার হইত আর যদি এন্টিবায়োটিক খাওয়াইতে হয় কি এন্টিবায়োটিক দুইটা বা তিনটা এন্টিবায়োটিকের নাম বলে দিবেন এবং তার সাথে কিভাবে মিশিয়ে খাওয়াইতে হবে।
আপু আপাতত দেয়া যাচ্ছে না। আপনার এলাকায় এই পাহাড়ি মুরগির কোন অভাব নাই। বাজার থেকে ২ টা এডাল্ট মুরগি ও একটা এডাল্ট মোরগ কিনে আনেন। এরপর ওখান থেকে বাচ্চা ফুটিয়ে নেন।এতে লাভ হবে ইনশাল্লাহ।
কবুতরের খাচা বানায় যারা তাদের কাছে আপনার জায়গার মাপ বলতে হবে। উনারাই ইনশাআল্লাহ আপনাকে গাইড করবে। তবে খাচার উচ্চতা বেশি হবে।প্রত্যেক খোপে অন্তত ৫ টা মুরগি এবং ১ টা মোরগ দিতে পারেন এমন জায়গা থাকবে( ১ টা মুরগির জন্য ১.৫ স্কয়ার ফিট)।এবং অবশ্যই ট্রে সিস্টেম করবেন