আপু আপনি এত সুন্দর করে বুজিয়ে বলেন খুবই ভালো লাগে, আমি একাদিকবার একেকটা ভিডিও দেখি।খুব সহজেই অনেককিছু শিখা যায়। আপু বাজারের মুরগি ১০-১২ টা কিনে স্বল্প পরিসরে কিভাবে শুরু করা যায়, কি কি অউষুধ, পরিমান আর কিভাবে চিকিৎসা দিতে হবে A-z যদি একটা ভিডিও করতেন প্লীজ প্লীজ।
আসসালামুয়ালাইকুম আপনার ভিডিও আমি নিয়মিত দেখি। আপনাকে অনুরোধ করব সংক্ষেপে একটি ভিডিও তৈরি করতে- ১ দিনের বাচ্চা থেকে বড় করা পর্যন্ত কোন দিন কোন মেডিসিন দেব ( অথ্যাৎ ব্রূডিং থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কোন দিন কোন মেডিসিন দেব নামসহ। কততম দিনে কোন টিকা দিতে হবে ( ব্রূডিংয়ের সময়ে এন্টি বায়োটিক দিতে হবে কিনা) । তাহলে সবাই উপকৃত হতাম।
আসসালামু আলাইকুম, আপনার কথা বলার ধরন অনেক অনেক বেশি ভালো লাগে আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি আপনার জন্য মহান আল্লাহতালার কাছে মন থেকে দোয়া রইল
আপু, আপনি মুরগির important ওষুধ গুলো সম্পর্কে এত সুন্দর করে বোঝান এতে খুব উপকার হয় খুব ভালো লাগে। আরেকটা বিষয় ক্লিয়ার করলে আর ও উপকার হত যে, মুরগির রোগ প্রতিরোধে এক মাসে এন্টিবায়োটিক কখন কিভাবে কোনটার সাথে কোনটা কম্বাইন্ড করব কিভাবে গ্যাপ দিব ওষুধ দেওয়া ।ফিড সাপ্লেমেন্ট কোনটার পর কোনটা দেব । খুব অসুবিধা হয় এগুলো দেয়ার সময়। আপু প্লিজ হেল্প মি।
আসসালামু আলাইকুম বোন। আমার বয়লার মুরগি পানি কম খাচ্ছে। খাবার কম খাচ্ছে।। জিং ও toxcinbinder এক সাথে দেওয়া যাবে। প্রবায়টিক ও ক্যালশিয়া এক সাথে দেওয়া যাবে।? অনুগ্রহ করে জানাবেন।
সব সময় এন্টিবায়োটিক এর গ্রুপ মিলাবেন। একই গ্রুপের এন্টিবায়োটিক হলে কাজ সবার একই হবে। আর গ্রুপ যদি আলাদা হয় তাহলে সেই এন্টিবায়োটিক অন্যভাবে কাজ করবে
আপু কুসুমিক্স প্লাস দিয়ে যদি বাচ্চা ব্রুডিং করি 0:01 তাহলে কি সার্পোট এর জন্য অন্য কোন এন্টিবায়োটিক দিতে হবে ? আর একটা কথা আপু . আপনার প্রশংসা না করে পারি না .যখনি কোন বিষয় আপনাকে জিজ্ঞাসা করি আপনি কখনো বিরক্ত হন না ৷সাথে সাথে উত্তর দিয়ে দেন এ জন্য আপনাকে অনেক ধন্যবাদ | আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক ৷
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনিও আল্লাহর রহমতে ভালো আছেন। যদি কোন সমস্যা না থাকে সেক্ষেত্রে ৩ দিন দেন এবং দিনে ১ বার করে দেন। বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ৫ দিন দেন ১ বার দেন
@@jowarfarming আপু এই শীত কালে দেশি মুরগির চুনা পায়খানা , সবুজ পায়খানা ঝিমিয়ে থাকা, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এই ঔষধটা অগ্রীম খাওয়ালে কি এই সমস্যা গুলো প্রতিরোধ করা যাবে।নাকি আরো কিছু লাগবে। আপু একটু জানাবেন
ওয়ালাইকুম আসসালাম। ভিডিও তে যে ডোজ দেয়া আছে, সেই ডোজেই ব্রুডিং এর সময় দেবেন। আপনার প্রয়োজন অনুসারে পানি নেবেন। এরপর এক লিটার পানিতে যতটুকু ওষুধ মেলানোর কথা সেই হিসাবটা মাথায় রেখে আপনাকে ওষুধ দিতে হবে
রোগের সংক্রমণ হয়ে গেলে চিকিৎসার ক্ষেত্রে এন্টিবায়োটিক মেশানো পানি যদি দুই বেলা দিতে বলা হয়, সেক্ষেত্রে পরপর দুই বেলা ঔষধ মেশানো পানি দেবেন। পরের বেলা সাদা পানি চলবে। ধরেন, মুরগির সংক্রমণ হয়নি। আপনি চাচ্ছেন যেন আপনার খামারে সংক্রমণ না আসে। সে ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আপনি এন্টিভাইটিক মেশানো পানি এক বেলা দিতে পারেন। বাকি দুই বেলা সাদা পানি চলবে
১/ লিভার টনিক দেন। ২/ কৃমি নাশক দেন। ৩/ এমাইনো এসিড দেন। ৪/ মাল্টিভিটামিন দেন। খাবার হজম হচ্ছে কিনা দেখেন প্লিজ। যদি না হয় সেক্ষেত্রে ফাস্ট জাইম দেন। দেখা যাক ইনশাআল্লাহ