আপনার বক্তৃতা আমি কলেজ বলেছিলাম ১৭ মার্চ এবং পুরো কলেজের ভেতরে আমার বক্তব্যই সেরা ছিল। আর ২৬ শে মার্চের জন্যও আপনার দেওয়া এই বক্তব্য ও আবৃত্তি করা কবিতা নিয়েছি। দোয়া করবেন
খুব সুন্দর হয়েছে, স্যার আপনার বক্তব্যটা যদি পিডিএফ আকারে পেতাম ভালো হতো, স্ক্রীন শট নিয়ে লেখাগুলো একত্র করতে পারতেছিনা তাই , যদি সম্ভব হয় একটু দেখিয়েন
আপনার বক্তৃতা নিয়ে অনেক ভিডিও দেখে ঘাটাঘাটি করে আমি প্রথমবার সাহস করে বক্তৃতা দিয়েছিলাম গত বছর ১৫ ই আগস্ট,, আর আমি ভাবতেও পারি নাই যে আমি সেকেন্ড হতে পারবো 😊আমার মধ্যে অনেক জড়তা ছিল সেগুলো কাটিয়ে এখন এক অন্যরকম কনফিডেন্স কাজ করে নিজের মধ্যে,,thank you so much ❤😊
অনেক সুন্দর 👌 তবে আপনি যেভাবে শুধু বঙ্গবন্ধুর কথা উল্লেখ করছেন বাকি শহিদদের ও উল্লেখ করলে ভালো হতো। আর আমি আপনার বক্তব্য আর শুনেছি সবগুলোতেই আপনি বঙ্গবন্ধুকে উল্লেখ করে বলেন, মনেহয় যেন আর কারোর কোন অবদান নেই
ভাইয়া হামিং প্রাক্টিস ও উদারা, মুদারা, তারা বিষয়ে ভিডিও বানাবেন। কোন ভয়েজে উদারা ব্যবহার করতে হয়। কোন ভয়েজে মুদারা ব্যবহার করতে হয়। অনুগ্রহ পূর্বক জানাবেন।