আসসালামুয়ালাইকুম. আপু আপনি যে মেডিসিনের ইনফর্মেশন গুলি দেন এটা খুব ভালো লাগে একদম টুকিটাকি সব খুইলা বলেন. এতে সুবিধা হয় যারা নতুন খামার করতে ইচ্ছুক তাদের বেশ কিছু উপকারে আসবে যদি নোট লিখে রাখে। আপু আমার একটা অনুরোধ আপনি মুরগির ঘর না. শুধু মুরগি কত দিয়ে কিনেছিলেন এবং এটার পিছনে এইপন্ত ওষুধসহ কত খরচা টোটাল কতগুলি কিনছেন কত কষ্ট এই হিসাবটা যদি কখনো সময় পান একটু দিবেন আমাদেরকে তাতে আমাদের অভিজ্ঞতা হবে
Apu apnar video gula onk informative hoye thake. Alhamdulillah. Accha apu murgir ghilay fat ba corbi er aboron jate na jome ba jomle ki korte hobe ektu janaben???
Madamji your voice is mesmerising, এখন আপনাকে বলি আপনার video টা আমি দেখলাম india থেকে,as a poultry specialist clinical symtom দেখে আমার মনে হচ্ছে আপনার মুরগিগুলো ২টো রোগে আক্রান্ত হয়েছে (১) ফাউল টাইফয়েড (২) করাইজা = (১) no রোগটা horizontally and vertically এবং (২) no horizontally spread kore , (১) ও (২) no দুটোই ব্যাকটেরিয়াল disease । treatment= (১)disinfection all premises and feeder and drinker with ১:১০০০ phenol অথবা ১% potassium permanganate অথবা virbac khorsolin (২)lactose 2.5% in drinking water +vitamin K+sulphachloropirydazine or amoxycillin + ciprofloxacin + vitamin c for 3 to 5 dates
আসসালামু আলাইকুম। ভিডিও টা অনেক আগের। আমার মুরগির বাচ্চা গুলো শেডে তোলার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ ওরা এখন ভালো আছে। আপনার পরামর্শ মাথায় রাখছি। আপনার কমেন্ট টার স্ক্রীনশট নিয়ে রাখছি। আল্লাহ মাক করেন ভবিষ্যতে এই সমস্যা তে পড়লে আপনার প্রেসক্রিপশন ফলো করবো ইনশাআল্লাহ এবং অন্যদের ফলো করতে বলবো। অনেক অনেক ধন্যবাদ ভাই
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu.apu প্রায় এক মাস হল বাচ্চা গুলিকে ফার্মে তুলেছেন।আমার মনে হয় আপনার খামারের লিটারে বেশ বাচ্চার মল জমে আছে আর সেটি সকল সমস্যার ৮০% কারণ। আমার মনে হয় একটি চালুনি দিয়া আস্তে আস্তে চেলে মলগুলি আলাদা করে বাকি লিটারে জীবাণুনাশক স্প্রে দিলে আল্লাহর রহমতে ভালো হবে।Apu আপনার খামারের ও আপনার পরিবার ও সকল খামারিদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমীন।
আল্লাহ্ আপনাকে সফল করুন । আপনি অনেক কষ্ট করছেন, অনেক টাকাও ব্যায় করছেন , মুরগীগুলো তারাতারি সুস্থ হয়ে গেলে অনেক খুশী হবো । শখের দাম লাখ টাকা , তাই শখের জিনিস হারালে কষ্টটা ও অনেক বেশী হয় ! আপনার মত আমারও ছোটবেলা থেকেই প্রকৃতি আর পশুপাখির প্রতি আগ্রহটা বেশি, বিশেষ করে মুরগীর প্রতি , কেন জানিনা !! সেই ক্লাশ টু থেকেই মুরগী পোষা, এখনো পুষ্টি, তবে শুধুই শখে । আশা রাখি আপনার মুরগীগুলো বড় হলে দেখতে একদিন বেড়াতে আসবো আপনার বাসায় ।
আসসালামুয়ালাইকুম। আমার মনে হয় ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার ভিডিওকে ছাড়িয়ে যেতে পারে না কোন ভিডিও। আপু আমার খামারে কিছু টাইগার মুরগির 2 মাস বয়স এবং অলমোস্ট প্রত্যেকেই গুড়ের মত পায়খানা করছে। আমি কি মেডিসিন চালাইতে পারি? হ্যাঁ, অবশ্য মুরগি যথেষ্ট সুস্থ এবং খাওয়া-দাওয়া ভালো করছে।
সারাদিন এর পায়খানা যদি গুড়ের মতো হয়,তবে অবশ্যই ঔষধ দিতে হবে। আর যদি দিনে ১-২ বার গুড়ের মতো পায়খানা করে তাহলে এটা স্বাভাবিক। ঔষধ দিতে হলে ইএসবি৩ ভেট দিতে পারেন অথবা ডাইক্লাজুরিল গ্রুপের ঔষধ দিতে পারেন।
@@jowarfarming ধন্যবাদ আপু। আপনার অন্য ভিডিও মোতাবেক ইএসবি 30% আমার কেনা আছে পাঁচ ছয় প্যাকেট। বাট ব্যবহার করি নাই। তবু আজকে সন্ধ্যায় দেখলাম মোটেও গুড়ের মত পায়খানা করে নাই। উল্লেখ্য আমি গতকাল আমার খামারের লিটার পাল্টিয়েছি।
আপনি মুরগি কে ফাষ্ট জাইম অথবা অটো জাইম দেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আমার ভিডিও আছে আলহামদুলিল্লাহ। পারলে পেপে পাতা পানিতে মিশিয়ে খেতে দেন। অথবা আটার সাথে মেখে খেতে দেন। সাথে জিংক দিয়েন।
আপু আমার ডিমের মুরগি কালো পায়খানা করতেছে এটার জন্য কি করবো? আর আমার একটা মুরগী গলায় শব্দ হচ্ছে আর নাকে পানে আসছে কি ওষুধ খাওয়াবো আপু? প্লিজ একটু জানাবেন তাড়াতাড়ি।
ই এস বি৩ ৩০% ভেট দেন। এটা কিন্তু এন্টিবায়োটিক। এই কারণে বলবো ডাক্তার কে জানান। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ঔষধ টা দেন। ১ লিটার পানিতে ২ গ্রাম ঔষধ মেশাবেন। দিনে ২ বার দেন। ৩ - ৫ দিন দেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে