সামীজীর সমস্ত শিষ্য চরনে আমার আন্তরিক সশ্রদ্ধ অনন্ত প্রণাম জানাচ্ছি। তারা প্রত্যেকেই সামীজীর দেখান পথে চলছেন এবং প্রানপন সেবা কাজ সারা জীবন ধরে করে গেছেন। তারা সবাই দেবতা হয়ে গিয়েছিলেন। জয় ঠাকুর, জয় মা,জয় সামীজীর জয়।
পূজনীয় মহারাজের চরণে প্রণাম জানাই প্রণাম জানাই স্বামীজীর চরণে পূজ্য পাদ মহারাজ জী অক্লান্ত পরিশ্রম করেছেন সারা জীবন উচ্চ সাধক জীবন যাপন করেছেন আমি তার এক কনা যেন করতে পারি স্বামীজীর আশীর্বাদ প্রার্থনা করি
খুব একটা ঠাকুরকে লেখা ছাড়া বই পরা হয়নি, আমার ই গাফিলতি। আপনার পাঠ ও আলোচনা আমার ভালো লাগে,শুনতে আকর্ষণ বোধ করি। অনিয়মিত হবার দোষে পরপর বা সব কটি শোনা হয়না। কিন্তু আপনার পাঠের জন্যই, স্বামি শিষ্য সংবাদ, স্বামীজির পদপ্রান্তে, শ্রী ম র জীবনী.......এই সব নানা অজানা মণিমুক্তা র কথা জানার সৌভাগ্য হচ্ছে। কোনোদিন নিজের উদ্যোগে যা আমার জানার সৌভাগ্য হতো না।আরো ভালো লাগে পাঠের সাথে আপনি নিজের অভিজ্ঞতার মিশেল দিয়ে আরো আর্কষক করে তোলেন। অনেক অবান্তর কথা বলে ফেললাম,ক্ষমা করবেন, প্রণাম নেবেন।