এমন নির্বাচন চাই যেখানে মানুস নির্বয়ে ভোট কেন্দে যেয়ে ভোট দিয়ে বাড়ী ফিরে আসতে পারে। ভোট কেন্দে সকল দলের এজেন্ট নিচ্চিত করা এবং সকলের সামনে ভোট গননা করে স্বাখর নিয়ে পাঠানোর ব্যাবস্হা করতে হবে। যাতে কারো মনে কোন প্রশ্ন না থাকে।
এই ৬ জনের প্যানেল ফাইনাল না করে, এদের ব্যাপারে জনগণের মতামত নিলে ভাল হত, একটা ভাল রেওয়াজ নীতি চালু হত। দেশবাসী অন্ধকারে না থেকে স্বচ্ছ ধারণার পেত। এতে আগামীতে সরকার গোপন কোন দলকানা লোক বসাতে পারত না।