তথ্য বহুল ভালো ভিডিও। উপস্থাপনও চমৎকার। আমাদের দেশে ব্যপক ব্যবহার হওয়া দরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্লান্ট এর মোট আয়তন ৩.২ঘনমিটার কি? জানালে উপকৃত হবো।
@@AbdulHannan-er4ip ভাই এটা গোলাকারের ফরমুলা যার আয়তন ৩.২ ঘন মিঃ যদি হয় সেখানে ৩৯০০ কেজি কেন তার বেশি লোড নিবে। এর চেয়ে বেশি জানার থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন।
@@Kalampur.Dhaka. হিসেব মিলছে না। প্লান্টে মোট আয়তন ৩.২ ঘন মিটার। চার্জিং এ গোবর দিতে হবে ৩৯০০ কেজি। গোবরের জন্য পানি দিতে হবে ৩৯০০ লিটার। মোট হবে ৭৮০০ লিটার বা ৭.৮ ঘন মিটার। কি করে সম্ভব? হিসেবে গরমিলটা কিসে? সম্ভবত হলে জানাবেন। ধন্যবাদ সহযোগিতার জন্য।
ধরুন, আপনি ১০০০লিটারের ট্যাংকি ব্যাবহার করবেন, এর বডি,ডোম, এবং হাইড্রলিক্ এমন ভাবে পরিনত করতে হবে তখন দেখবেন, সেটা ১ঘন মিটার প্লান্ট হতে কষ্ট হচ্ছে, তার পরে আবার তাপমাত্রার হিসাবতো আছেই, কেননা তাপমাত্রা ২৫-৩৫ ডিগ্রি হলে ভালো হয়। আর ২.০ নিচে বায়োগ্যাস করলে চাহিদার বিষয় টা কঠিন হয়ে দারায়।এজন্য আমি কাউকে ২.০ নিচে বায়োগ্যাস তৈরি করে দেয়নি।কাউকে পরামর্শ ও দেইনি।