আমার মুরগির প্রতি আমার একটা আসক্তি তৈরি হয়ে গেছে মুরগি আমার অনেক ভালো লাগে খামার করার করার অনেক ইচ্ছা আছে তাই নতুন হিসাবে আপনার ভিডিও গুলা আমার জন্য অনেক শিক্ষনীয় প্রতি দিনেই কিছু না কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি আপনার ভিডিও দেখে তাই মন থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করুক এবং আপনার মুরগি গুলাকে ভালো রাখুন।
আলহামদুলিল্লাহ..... ভাই আল্লাহর নাম নিয়ে খামার শুরু করে দেন। ভালো লাগা ভালোবাসায় পরিনত হবে দেখবেন। এটা অবশ্যই একটা ভালো সেক্টর। আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক দোয়া ও ভালোবাসা
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu. Masha Allah so much beautiful and nice.May Allah bless you and your family members and your chicks.. Ameen summa aameen..
আপু কি যে এক অবস্থা আপনি কালকে যে ওষুধগুলো ( Tilmicosin - doxycycline - Td caugh )দিয়েছেন ওইগুলা একটাও আমাদের এলাকায় পাওয়া যাচ্চে না 😭 শুধু dilores vet এইটা আছে এখন কি করব আমি?
ভাই..... কলিফ্লোর ভেট( ইনসেপ্টা ফার্মা), অথবা নোভো ফ্লোর ভেট ( এস কে এফ ফার্মা), অথবা এমফ্লোর ভেট ( একমি ল্যাবরেটরিজ) ---- এগুলো সব ফ্লোরফেনিকল গ্রুপের এন্টিবায়োটিক। যে কোন ১ টা পান কিনা দেখেন। ডোজ- ২ লিটার পানিতে ১ মিলি ঔষধ মেশাবেন। ৫ দিন দেন। ৮ ঘন্টা পর পর। সাথে ডাইলোরেস স্প্রে করেন এবং খাওয়ান( ৩ লিটার পানিতে ১ মিলি ঔষধ মিশিয়ে খেতে দেন। দিনে ১ বার (৫দিন) আল্লাহ ভরসা ভাই
@@bishalrahman4791 আমি যে ট্রিটমেন্ট আপনাকে দিছি ঐ মেডিসিনগুলো সংগ্রহ করতে ১০০টাকা ভাড়াও যদি লাগে তারপর ও ঔষধগুলো সংগ্রহ করুন, কারন গুলির মত কাজ করবে মেডিসিনগুলো ইনশাআল্লাহ
নতুন প্যারেন্ট স্টক টা যেন যথেষ্ট স্ট্রং হয়----- সেদিক এ খেয়াল রাখবো। এবং ওদের থেকে ধীরে ধীরে হ্যাচিং এর মাধ্যমে মাংসের মুরগি বানাবো ব্যবসার জন্য ইনশাআল্লাহ