বতমানে বেশির ভাগ লোকের ইকামা নেই,যার কারণে ইচ্ছা থাকলেও বৈধ পথে টাকা পাঠাতে পারছি না আমরা। এর কারনে বাধ্য হয়ে হুন্ডিতে অথবা বিকাশে টাকা পাঠাতে হয় এজন্য, রেমিটেন্স বাড়াতে হলে সরকারের উচিত বৈধ ভিসায় কমী পাঠানো এবং এজেন্সি গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
আমার নাম ফিরোজ..কুড়িগ্রাম জেলা..রৌমারী থানা😭😭😭 আমি চাকরি করি এক হাজার স্যালারি ৩০০ টাকা খাইতে যায় ..আমার সাথে আমার কোম্পানির আরো চার থেকে পাঁচশ লোক বসে আছে😭😭😭 অনেকের 8 .. 9 মাস হয়ে গেছে চাকরি মেলেনি..অনেকেই দিনে এক বেলা দুবেলা খেয়ে বেঁচে আছে..ভাত মাসে দু-তিনবার খেতে পারে আমার দেখা মতে..😭😭😭 আমাদের ইকা মা বলদিয়া কাট কিছু নেই আমাদের প্রবাসীদের জন্য কিছু করতে পারলে আমরা অনেক খুশি হব
সৌদি বর্তমান অবস্থা তা জানানোর জন্য ধন্যবাদ। সৌদির বেশিরভাগই কোম্পানির সাপ্লাই তারা তিন মাসের আকামা দিয়া ওদের কাজ দেওয়া হয় না এবং আর আকামা করা হয় না যার ফলে তারা অবৈধ হয়ে।বাংলাদেশের সরকারের কাছে সাপ্লাই কোম্পানিগুলো বন্ধ করে দাও। যার ফলে প্রবাসীরা অনেক বেশি সমস্যা পড়ছেন।
আল্লাহ প্রতিটা প্রবাসীকে তুমি ভাল রাখো,,,তাদের বাবা মায়ের মুখে হাসি ফুটাও,,,আমি নিজে একজন প্রবাসী,,,,প্রবাসে এসে ব্যার্থ হওয়াটা অনেক টাই বেশি হতাশার🥺🥺🥺
বাংলাদেশের যেহেতু ইনকামের সিংহ ভাগ আসে রেমিট্যান্স থেকে তাই আমি সরকারকে বলবো বাইরের দেশের চাহিদা অনুযায়ী আমাদের দেশে খুব ভালো মানের স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট করতে যেগুলো ১০০% মানসম্মত হতে হবে।
আমি একজন প্রবাসী, হতাশ হলাম যে সৌদির- জেদ্দা এবং রিয়াদ ২টা এম্বাসীতে ই পাসপোর্ট জরুরী প্রয়োজন কিন্তু তারা চালু করতেছে না এর জন্য অনেক প্রবাসী দেশে আসতে পারছে না 😢 আমাদের সাথে এমন হচ্ছে কেন..!
ভাই,যারা সৌদি আরব প্রবাসী বাংলাদেশের ই-পাসপোর্ট হারিয়ে গেছে বা কোম্পানি দেয় না বা কফিল আটকিয়ে রেখেছে তাদের জন্য অতি জরুরী ভাবে রিয়াদে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করুন। আমরা অনেক বিপদে আছি ।
প্রবাস জীবনে ৬ বছরের মধ্যে এই দুই মাসে বৈদ ভাবে ২০ হাজার রিয়াল পাঠালাম . আগে হুন্ডি তে পাঠাইছি সামনে ইনশা আল্লাহ্ আরো পাঠাবো প্রবাসীদের অনেক সমস্যা এগুলো শুনে কা
অনেক ধন্যবাদ রিপোর্টার ভাইকে দখখো হয়েও সাপ্লাই রা সঠিক ভাবে বেতন পরিশোধ না করায় আরো হতাশা গ্রস্থ শ্রমিকেরা এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার আহবান জানাচ্ছি
আমাদের স্বাধীন দেশে অনেক অসাধু এজেন্সি আছে যারা অনেক টাকা নিয়ে বিদেশ পাঠাই।। যেখানে অন্য দেশ থেকে আসে মাত্র 1 লক্ষ টাকার মধ্যে।।এই বিদেশ আশার সব দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে যেন আমরা নাম মাত্র খরছে বিদেশ আসতে পারি
বাংলাদেশ এম্বাসি তে সরাসরি গিয়ে যে কাজ সমাধান করতে পারেনি । ঠিক একই কাজ 4000 রিয়াল খরচ করে করতে পেরেছি এখন বিষয়টা বুঝতে পারছেন কি। দয়া করে সরকার প্রধানকে বলবো বাংলাদেশ এম্বাসি কে একটু নজরদারি করার জন্য।
Yes I am utterly with that statement apparently. In addition, they are not able to work or speak which is one of the foremost hindrances for the workers to work abroad. For this reason, the government should emphasize on that with enthusiasm prior to be abroad, unless they will never ever be able to survive there.
বেশি ভাগ মানুষ কাজ না থাকাই অনেক কষ্ট করে না খেয়ে থাকে আর বাংলাদেশ কে বলবো বাইরের দেশের মতো বাংলাদেশের মানুষ কে যেনো সুবিধা করে দেন ভারত নেপাল অন্য অন্য দেশের মানুষ আসে 1 থেকে দের লক্ষ টাকা লাগে শুধু আমাদের বাংলাদেশের মানুষ আসলে 5.6 লক্ষ টাকা লাগে
ভালো নেই সৌদি আরবে প্রবাসীরা সেখানে কাজ করলে বেতনের নিশ্চয়তা কম এক মাস করলে বেতন পাওয়া যায় ৩-৪ মাস পর আবার কখনো বেতন পাইতে পাইতে ৬-৮ মাস পর্যন্ত লেগে যায় আবার কখনো বেতনের আশা চিরতরে ফুরিয়ে যায়।