এবার ৫ আগস্টের পরপর বিএনপি পল্টনে সমাবেশ করার পর কত জন কত কথা বললেন। কিন্তু এরপর আর কি কোনো সমাবেশ ডেকেছে পল্টনে? ডাকেনি। প্রথম সমাবেশটা ডেকেছিল বিশ্বকে এটা দেখানোর জন্য যে হাসিনার পতনজনিত শূন্যতায় দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দলসমূহের সমর্থন আছে- এটা আঞ্চলিক শক্তি ভারতকে দেখানোটা জরুরি ছিল। ভারত এটাকে যাতে মিলিটারি ক্যু বলে বিশ্বে অপপ্রচার না করতে পারে তারও পথ দেখিয়েছে এই সমাবেশ। আমাকেও ব্যক্তিগত অনেকে বলেছেন কেন বিএনপি এই সমাবেশটা করল? অতি আবেগি অতি বিপ্লবী অনেককে তখন সবকিছু বোঝাতে পারিনি। আশা করি তারাও এখন অনেক কিছু বুঝতে পারছেন এবং ভবিষ্যতেও বুঝতে পারবেন।