আমি একজন মেয়ে আমি আজ সবকিছুতে হেরে গেলাম আমার পাশে রইল না কেউ আল্লাহ আমার পাশে নাই আমি একজনকে পালিয়ে বিয়ে করেছি আমার একটা দশ বছরের বাচ্চা আছে আরেকটা বাচ্চা পেটে কিন্তু আমি অনেক অসুখী স্বামী শারীরিক নির্যাতন করেশ্বশুরবাড়িতে নির্যাতন আমি এখন সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গেছে সম্পর্ক ছেড়ে চলে আসতে হয়েছে আমার সামনে সব জেনে গেছে আমাকে অনেক মারছে যে স্বামীকে পালিয়ে বিয়ে করেছি এত ভালো না আবার তার সন্তান আমার পেটে ও আমার উপর অনেক শারীরিক নির্যাতন করে আমি এ জীবন থেকে মুক্তি চাই আমাকে নিজের মন থেকে কেউ মুক্তি দিচ্ছে না আমি এখন কি করবো