ভাইয়া আমি 22-23 সালে স্টেশনের শিক্ষার্থী ছিলাম,এবং কলেজে ভর্তি হইছি এখন পলিটেকনিকেলে পঞ্চম ধাপের আবেদনে আমার নাম আসছে এখন আমি ভর্তি হতে চাইতেছি, কলেজে ভর্তি হয়েছি ওইটা কিভাবে বাতিল করব একটা ভিডিও দিবিন,
আসসালামু আলাইকুম, আমার নাম রাব্বি সরকার! আমি কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করি এবং জেনারেল কলেজে আবেদন করে নিশ্চায়ন করে ফেলেছি । এখন জেনারেল কলেজের ভর্তির আবেদন বাতিল করে এলাকার শিক্ষক এবং রিলেটিভ দের পরামর্শে আমি আবার অন্য একটি টেকনিক্যাল কলেজে ভর্তি হতে চাই । এই ক্ষেত্রে আমার করনীয় কি আমি কি অন্য আরেকটি কলেজে ভর্তি হতে পারবো আমার বর্তমান আবেদ কি বাতিল করা যাবে ? ( একজন স্যার বলছিলো ভর্তি না হইলে অটোমেটিক আবেদন বাতিল হয়ে যাবে ) আর চতুর্থ পর্যায়ে কি আবেদন করার সুযোগ পাবো কি? দয়া করে আমাকে এই বিষয়ে পরামর্শ দিয়ে সাহায্য করুন।