আসসালামু আলাইকুম আপু আপনার ভিডিওগুলো বেশ ভালো এবং আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনার thumbnail গুলু আরো ভালো করে ডিজাইন করা উচিত আমি কি আপনাকে একটি thumbnail ডিজাইন করে দেবো ফ্রিতে
আমার এক ভাইয়ের কাছে আমার ফাইল জমা দিয়েছি। ওনার কাছে ২০ টা পারমিট আছে আর্জেন্ট। তো ২০ জনের কাজ শুরু হয়ে গেছে। আমার কাছ থেকে ৩/৪ মাস সময় নিছে বলছেন এই সময়ের মধ্যে ফ্লাইট হয়ে যাবে।তো আমার ওই ভাইয়ের সাথে কথা হয়েছে প্রথম ১ লক্ষ টাকা ফাইলের সাথে দেওয়া এবং আর বাকি ৩ লক্ষ টাকা ফ্লাইটের দিন আর বাকি ৩ লক্ষ টাকা ফ্লাইটের পরে। মোট ৭ লক্ষ টাকার কথা হয়েছে।আর বাকি যে নেপাল যাওয়া থাকা খাওয়ার খরচ তারা বহন করবে ওই ৭ লক্ষ টাকার মধ্যে। আর বলছে এটা ১০০℅ ভিসা হবে। তার পরও যদি কোনো কারণে ভিসা না হয় আমার ১ লক্ষ টাকা ফেরত পাবো। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে এতো কম টাকায় কি সত্যি সব কিছু হবে?পারমিট এবং ভিসা কি রিয়েল হবে? প্লিজ আমাকে একটু আপনার মতামত জানাবেন।অনেক উপকার হবে। 🙏🙏🙏🙏🙏
@@SaifAhmed-pm5hx হ্যা সম্ভব এখন প্রশ্ন হলো যে ভাইয়া বলছে যে যদি পরিচিত হয় তাহলে দিতে পারেন পরিচিত না হলে টাকা লস খাবেন পরে নেপাল থেকে ফিরে আসলে তাকে আর পাবেন না খুজে😂
@@SaifAhmed-pm5hx আগে পরে সে কাজ করেছে কি না সেটা আগে জানেন আগেই ফাইল জমা দিয়েন না ভাল করে জেনে বুঝে তার পরে দেবেন ওই যে কথা একটাই যদি পরিচিত হয় তবে আর পরিচিত না হলে আগে খুজ খবর নিয়ে তার পর দিবেন ফাইল ধন্যবাদ আর সে ৭ লক্ষ টাকার কথা বলছে সাত লক্ষ টাকা খরচ করে নেবে নেপাল খরচ সেখান থেকে দেবে বিমান খরচ ভি এফ এস খরজ ইন্সুরেন্স খরজ সব মিলিয়ে কাছের কেউ না হলে এইকাজ করবে না ভাই ৭ লক্ষ টাকায় নেপালে থেকে আপনাকে ভিসা করিয়ে দেবে মনে হচ্ছে না একবারে কাছের আত্তিয় সজন না হলে যদি ওমান কাতার কুয়েত সৌদিআরব থেকে বলতো তবে ঠিক ছিলো ধন্যবাদ যে টাই করে যেমন ধরেন বাংলাদেশ থেকে নেপাল ভিসা ৩ মাস এর ৩০.০০০/ টিকেট বিডি টু নেপাল। ৩০.০০০/ নেপাল থাকা খা:খরচ ৩ মাস ২ লাখ আরো বেশি লাগতে পারে আবার ভি এফ এস খরচ ১৫.০০০টাকা ভিসা হলে বাংলাদেশ থেকে ক্রোয়েশীয়া মেইন পাওয়ার খরচ ১০/১৫ ক্লাস ট্রেনিং + বাংলাদেশে থেকে ক্রোয়েশিয়া বিমান টিকেট ১.৫০লাখ আনুষঙ্গিক অনেক খরচ আছে জাই করবেন ভেবে চিনতে করাই ভাল ভাই
আগে ক্রোয়েশিয়া ল্যান্ড করে তার পর মুভ করাটা বুদ্ধিমান এর কাজ যদিওবা বাহির হন তবে টানজিট এ লং টাইম নিতে হবে যেমন ১৮ ঘন্টা সে হিসেবে রিজন দেখিয়ে বাহির হতে পারবেন তবে ইনকেস যদি কোন প্রবলেম হয় সে ক্ষেত্রে আগে ডেস্টিনিশন কান্টিতে জাওয়াটাই ভাল হবে।
@@GAZI_KAIYUM কতো দিতে হবে অনলাইন ফি এটা আপনার বা আমার কাজ না এটা হচ্ছে আপনার কম্পানি বা আপনার লয়ার এর সাথে hzz তাদের ব্যাপার সেটার জন্য আপনার কাছে থেকে কোনো টাকা নিবে না তারা তারাই প্রদান করবে যেখানে জা লাগে আপনার মেইন কন্টাক এর সাথে আপনার সাথে ডিট হবে যেমন পারমিট আসার আগে এতো পারমিট হাতে পেলে এতো ধন্যবাদ
@@mithuhossain4431 hzz থেকে যখন কম্পানি ইনকুয়ারি করে তাদের মনে হয় যে এই কম্পানি পারমিট পাওয়ার যুগ্য না তখন অনলাইন হয় না এইটা একটা কারন এমন আরো অনেক কারন থাকতে পারে।
@@mithuhossain4431 আবার দেখা যায় ফাস্ট এ একবার পারমিট এর জন্য এপ্লাই করছেন কিন্তু পারমিট বাইর হয় নাই সেইটার ডাটা hzz থেকে ক্যান্সেল না করে আবার এপ্লাই করলেও অনলাইন হবে না
@@nazmulmiah3385 আপনি কাতার দোহাতে একটা কম্পিটার বা জারা ট্রাভেল নিয়ে কাজ করে তাদের কাছে গিয়ে আপনার ফরম টি পুরন করাটা সব থেকে ভাল হবে এটা পূরন আমিও চাইলে করতে পারবো কিন্তু আপনি নিজে থেকে করাটা সব থেকে বেস্ট❤ আপনার জন্য শুভ কামনা❤ কারন এটা পুরন করতে আপনার ব্যাক্তি গত অনেক ইনফরমেশন লাগবে। তাই আমি মনে করি এটাই সব থেকে ভাল হবে।