ভাইয়া রোমানিয়া যে আহামরি বেতন তা না, কিন্তু একটা বিষয়ে হচ্ছে, এখান থেকে সেন্টার ইউরোপ যাওয়া যায়, যা বাংলাদেশ ও অন্য দেশ থেকে আসা অনেক কঠিন, ভাইয়া আর সেই খান থেকে হয়তো পারমানেন্ট রেসিডেন্সি কাড পেতে পারে, কিন্তু Long time Stay করতে হবে।
ভাই রোমানিতে গার্মেন্ট সেক্টরের কাজের সাহিদা কেমন আমি সুইং অপারেটর। এজেন্সি বলতেছে ডাইরিক কোম্পানি এখানে সেলারি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত হতে পারে এবং ভালো হবে নাকি খারাপ হবে একটু জানাবেন
বড়ো ভাই ভালো আছেন আমি রুমানিয়া যাওয়ার জন্য এক যায়গা কাগজ পত্র জমা দিয়েছি গারমেন্টস ভিসা তারা বলছেন যাওয়ার পর ৬০হাজার টাকা কেটে নিবে এখন কি গেলে কি সমস্যা হবে ভাই দয়া করে জানাবেন।
টাকা ছাড়া কোন লোক এজেন্সি আপনাকে নিতে পারবে না ভাইয়া, হয়তো তাদের কাছে ফাইল যাওয়া পর কৌশলে তা টাকা আদায় করবে, কারন ইউরো ছাড়া কোন ওয়াক পারমিট বের করতে পারে না, এবং কোন একটা এজেন্সির মাধ্যমে উঠাতে হয়, রোমানিয়া ওয়াক পারমিট সিস্টেম ভাইয়া, চেষ্টা চালিয়ে যান ভাইয়া এক দিন হয়ে যাবে
না ভাই বুঝলাম আপনার বেতন 25 শত ওভারটাইম হয়না মালয়েশিয়াতে আছি আমাদের বেসিক 1500 আর আমরা এমনি সময় দেখা যায় যে 25 ও 3000 টাকা পাই এরকম না একটু জানাবেন
ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, না ভাইয়া পি আর পাওয়া এতো সহজ না, আমার জানা মতো ৫-৬ জনের সাথে দেখা এবং কথা হয়েছে তারা সবাই বিয়ে করেছে। এবং অপেক্ষা আছি আগামী বছরে কিছু সিনিয়র লোক আবেদন করবেন এবং দেখা যাক কি হয় তাছাড়া গত মাসে কিছু নেপালী রা জমা দিয়েছে কিন্তু রিফিউজ করে দিয়েছে