Тёмный

😍 নাফাখুম এবং আমিয়াখুম ৩ দিনের ট্যুর প্লান 🌄 | বান্দরবান | Bandarban | Thanchi | Nafakhum | Amiakhum 

Travel Bangladesh
Подписаться 52 тыс.
Просмотров 68 тыс.
50% 1

নাফাখুম এবং আমিয়াখুম ৩ দিনের ট্যুর প্লান | বান্দরবান | Bandarban | Thanchi | Nafakhum | Amiakhum
ভ্রমন বিষয়ক যেকোনো তথ্য জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন - www.travelofban...
কিভাবে যাবেনঃ ঢাকা থেকে বান্দরবান যাবেন এসি নন এসি অনেক বাস আছে ভাড়া নন এসি- ৬২০ আর এসি ৮৫০-১৫০০ টাকা নিবে। বান্দরবান এর থানচী বাসস্ট্যান্ড থেকে লোকাল বাসে থানচী বাজার যেতে হবে, ভাড়া নিবে জনপ্রতি ২০০ টাকা। এছাড়া বান্দরবান শহর থেকে থানচী রিসার্ভ চান্দের গাড়ি নিয়েও যেতে পারেন ভাড়া নিবে ৪৫০০-৬০০০ টাকা। থানচী বাজার এর গাইড সমিতি থেকে এবার আপনাকে গাইড ঠিক করতে হবে এবং সাথে রিসার্ভ ট্রলার নিতে হবে। নাফাকুম পর্যন্ত মোট ২ জন গাইড লাগে যার একজন থানচী বাজার থেকে নিবেন অন্যজন আমিয়াখুম যাওয়ার সময় নিবেন (এটা নিয়ম সেখানের)। গাইড এখন প্যাকেজ আকারে নিতে হয় থানচী থেকে, আমিয়াখুম,সাতভাই খুম,ভেলাখুম ,নাফাখুম পর্যন্ত যাওয়া আসা ৫৫০০ টাকা দিয়ে চুক্তি করে নিবেন আমিয়াখুমের গাইড তারাই দিবে আলাদা চার্জ দিতে হবে না । আর ট্রলার ভাড়া করবেন ৪৫০০-৫৫০০/- টাকা দিয়ে। যেদিন যাবেন সেদিন ও পরে নিয়ে আসা পর্যন্ত এই কন্টাক্ট। এক বোটে ৫ জনের বেশি যেতে পারবেন না, তবে লোকাল ট্রলার ও আছে যদি ভাগ্য ভালো হয় মিলে যেতে পারে। সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে । থানচী বাজার থেকে রেমাক্রী বাজার পর্যন্ত ভাড়া ১৫০-১৮০ টাকা জনপ্রতি । পদ্ম জিরি থেকে প্রায় ৮-১০ ঘন্টা ঝিরি পথ পায়ে হেটে পাড়ি দিলেই পেয়ে যাবেন থুইশা পাড়া/ জিনা পাড়া সেখানে রাতে থাকবেন। ঝিরি পথের প্রথমেই ছোট দুটি পাহাড় পাড়ি দিয়ে নেমে যেতে হবে ঝিরি পথে। এর পর পুরোটাই ঝিরি পথ কোথাও পাথুরে কোথাও মাটির কোঠাও কাদা কোথাও পানির। দু তিন জায়গায় হয়ত হাটু অথবা কোমর পানি পাড়ি দিতে হবে এই পথে এ পাড় থেকে ওপাড় যেতে। তাই সাথে দড়ি নিয়ে যেতে পারেন চলার সুবিদারথে। রাতে থুইশা পাড়া/ জিনা পাড়া থেকে পরের দিন আমিয়াখুম,ভেলা খুম,সাত ভাই খুম ঘুরে দুপুরের মধ্য ফিরে আসবেন এবং নাফাখুম পাড়ার উদ্দেশ্য রাওনা দিবেন। রাতে নাফাখুম পাড়ার থেকে পরের দিন সকালে নাফাখুম ঝর্ণা দেখে রেমাক্রি হয়ে থানচীর উদ্দেশ্য রাওনা দিবেন । বাজারে গাইড ঠিক করার পর সবার নাম একটা কাগজে লিপিবদ্ধ করে থানচী থানা ও আর্মি ক্যাম্পে জমা দিয়ে আসতে হবে আপনাকে। আমাদের ১৫ জনের টিম ছিলো জন প্রতি খরচঃ ৪৮০০ টাকা ( অফ সিজনে গেলে খরচ এমন কম পড়বে) গাইড এর নাম্বার- ১. 01849556340- মোঃ হারুন রশীদ ২. 01826-545024- সুজিত
এবার ফেরার পালা যেতে যেতে সংক্ষিপ্ত আকারে আমাদের এই টুরের খরচ সমুহ দেখে নিনঃ
ঢাকা থেকে বান্দরবান বাস ভাড়া = ৬২০ টাকা
১ম দিন সকালের নাস্তা = ৪০ টাকা
বান্দরবান থেকে চাঁদের গাড়ী ভাড়া = ৪৫০০/১৫, জনপ্রতি চাঁদের গাড়ী ভাড়া ৩০০ টাকা ।
থানচিতে দুপুরের খাবার = ১২০ টাকা
থানচি থেকে গাইড ফি নাফাখুম আমিয়াখুম = ৫৫০০/১৫, জন প্রতি গাইড ফি ৩৬৭ টাকা ।
ট্রলার ভাড়া =৫৫০০/৫, জন প্রতি ট্রলার ভাড়া ১১০০ টাকা
১ম রাত থুইশা পাড়া আদিবাসী কটেজ ভাড়া জন প্রতি = ১৫০ টাকা
থুইশাপাড়াতে রাতের খাবার = ১৫০ টাকা
২য় দিন থুইশাপাড়াতে সকালের নাস্তা ডিম খিচুরি = ১২০ টাকা
২য় দিন থুইশাপাড়াতে দুপুরের খাবার = ১৫০ টাকা
২য় দিন নাফাখুম পাড়াতে রাতের খাবার = ১৫০ টাকা
৩য় দিন নাফাখুম পাড়াতে সকালের নাস্তা ডিম খিচুড়ি = ১২০ টাকা
৩য় দিন থানচিতে দুপুরের খাবার = ১২০ টাকা
থানচি থেকে বান্দরবান চাঁদের গাড়ী ভাড়া = ৪৫০০/১৫, জনপ্রতি চাঁদের গাড়ী ভাড়া ৩০০ টাকা
বান্দরবানে রাতের খাবার = ১৫০ টাকা
বান্দরবান থেকে ঢাকা বাস ভাড়া = ৬২০ টাকা
৩ দিনের জন্য লাইফ জ্যাকেট ফি জন প্রতি = ১৫০ টাকা
এই ট্যুরে জন প্রতি মোট খরচ = ৪৭২৭ টাকা
আমাদের ১৫ জনের টিম ছিলো জন প্রতি খরচঃ ৪৭২৭ টাকা ।
আমরা বর্ষার সিজনে যাওয়ার কারনে প্রচুর স্রোত থাকার কারনে পানিতে নামতে পারি নাই । শীতের সিজনে এই ট্যুর কেমন হতে পারে সেটা তিহাম ভাইয়ের ভিডিও থেকে দেখানোর চেষ্টা করেছি
Video Credit : Tiham Traveler
📩📩📩📩Mail (Travel Bangladesh) for Any sponsorship & Business purpose (chsaiful@gmail.com)
#Nafakhum
#Amiakhum
#Bandarban

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
Далее