আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ অ- অস্বীকার করি সকল তাগুত, আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি। ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে, ঋষিত্বের স্থান নেই ইসলামে। এ - এবাদত করি শুধু এক আল্লাহর, ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর । ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...///////////////////////
মুফতি আমির হামজা সাহেবের কথাটা শুনে আমার খুব হাসি পাইলো তার কাছে নাকি ফোন দিয়া ১০ হাজার টাকা চায় মাহফিলের ডেট কনফার্ম করার জন্য আমরা কোন দুনিয়ায় আছি আল্লাহ আমাদের সবার প্রিয় মুফতি আমির হামজা সাহেব কে সুস্থতা ও নেক হায়াত দান করুক আমিন
ও ভাই আমির হামজা দেশ বাসী কে এই মাসেজ দে ভাই/ ওয়ালা আলে মহম্মদ সাঃ এনাদের ভালোবাসতে হবে/ আহলে বাইত আথার আঃ এনাদের ভালোবাসতে হবে কেননা/ ওয়ালা আলে মহম্মদ সাঃ আহলে বাইত আথার আঃ এনাদের নামে বয়ান করেন এনাদের নামে দরুদ পাঠ না করলে নামাজ আদায় কবুল হবে না কোনো এবাদত বন্দেগী ও দোওয়া আমল কবুল হবে না